Thank you for trying Sticky AMP!!

ইতিহাসের এই দিনে: মঙ্গলের কক্ষপথে ভারতের ‘মঙ্গলযান’

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৪ সেপ্টেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

শিল্পীর তুলিতে ভারতীয় মঙ্গলযান

মঙ্গলযান—ভারতের একটি নভোযান। মঙ্গলগ্রহে অভিযান চালাতে এটি পাঠিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ২৯৮ দিনের যাত্রা শেষে ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর লাল গ্রহ মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে মঙ্গলযান। এর মধ্য দিয়ে মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ে ভারত। কেননা, বিশ্বের প্রথম দেশ ভারত, যাদের নভোযান প্রথম প্রচেষ্টায় মঙ্গলের কক্ষপথে পৌঁছে যায়। মঙ্গলগ্রহের দুর্দান্ত সব ছবি তুলে পাঠিয়েছে এই নভোযান।

Also Read: ইতিহাসের এই দিনে: নেপচুন গ্রহের সন্ধান

প্রতিষ্ঠা পায় হোন্ডা
জাপানের অটোমোবাইল খাতের অন্যতম জায়ান্ট হোন্ডা মোটর কোম্পানি। ১৯৪৮ সালের এই দিনে কোম্পানিটি যাত্রা শুরু করে। জাপানি শিল্পপতি শোইচিরো হোন্ডার হাত ধরে এ কোম্পানি প্রতিষ্ঠা পায়।

Also Read: ইতিহাসের এই দিনে: ডায়ানার শেষকৃত্য

একাধারে দৌড়, সাইক্লিং ও সাঁতারের সমন্বিত আয়োজনই ট্রায়ালথন

প্রথম ট্রায়ালথন আয়োজন
একাধারে দৌড়, সাইক্লিং ও সাঁতারের সমন্বিত আয়োজনকে ট্রায়ালথন বলা হয়। আধুনিক ট্রায়ালথনের প্রথম আসর বসেছিল ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ওই আয়োজনে একেকজন প্রতিযোগীকে ৮ দশমিক ৫ কিলোমিটার দৌড়, এরপর ৮ কিলোমিটার সাইকেল চালানো এবং সবশেষে প্রশান্ত মহাসাগরে ৫৪৮ মিটার সাঁতার কাটতে হয়েছিল।

Also Read: ইতিহাসের এই দিনে: প্রথম স্মার্টফোন এল বাজারে

যুক্তরাষ্ট্রে প্রথম জাতীয় স্থাপনা
যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় স্থাপনা (মনুমেন্ট) ডেভিলস টাওয়ার। পাথুরে এই স্তম্ভ যুক্তরাষ্ট্রের ওমিংয়ে অবস্থিত। উচ্চতা ১ হাজার ৫৫৮ মিটার বা ৫ হাজার ১১২ ফুট। ১৯০৬ সালের এই দিনে প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট এটিকে দেশের প্রথম জাতীয় স্থাপনা হিসেবে ঘোষণা দেন। বর্তমানে স্থাপনাটি দেখভাল করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস।

Also Read: ইতিহাসের এই দিনে: ইন্টারপোলের যাত্রা শুরু

Also Read: ইতিহাসের এই দিনে: হ্যাশট্যাগের প্রথম ব্যবহার