জ্বালানি ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে শরীরে লিখলেন স্লোগান

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে মোখলেছুর নিজের শরীরে লিখেছেন স্লোগান
ছবি: আশরাফুল আলম

বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে মাঝেমধ্যেই রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় দেখা যায় মোখলেছুর রহমানকে। আজ শুক্রবার জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন জাতীয় প্রেসক্লাবের সামনে। তবে অন্য দিনগুলোতে তিনি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ালেও আজ নিজের গায়েই লিখেছেন বিভিন্ন স্লোগান।

মোখলেছুর তাঁর শরীরের সামনের অংশে লিখেছেন, ‘জ্বালানি তেলের বর্ধিত মূল্য বাতিল করো’। বাঁ হাতে লিখেছেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাও’ আর তাঁর ডান হাতে লেখা, ‘নিত্যপণ্যের দাম কমাও’।

মোখলেছুর রহমানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার জামালপুরে। এখন পরিবার নিয়ে লালমাটিয়ায় থাকেন। রাজধানীর তেজগাঁও কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

আরও পড়ুন
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে মোখলেছুর নিজের শরীরে লিখেছেন স্লোগান
ছবি: সৈয়দ জাকির হোসেন

মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সব সময় ব্যানার ও ফেস্টুন নিয়েই দাঁড়ানো হয়। তবে জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষকে অসহনীয় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই ব্যতিক্রমী প্রতিবাদ হিসেবে এবং যেন দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়, সেই লক্ষ্যে নিজের শরীরে লিখেছি।’

মোখলেছুর রহমান আরও বলেন, ২০১৩ সাল থেকে নিজের বিবেকের তাড়নায় এককভাবে দেশের মানুষের বিভিন্ন সমস্যা এবং সমাজে বিভিন্ন অসংগতি নিয়ে প্রতিবাদ ও সামাজিক সচেতনতামূলক কাজ করছেন। মাঝেমধ্যে পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে যোগ দেন।

আরও পড়ুন

বিভিন্ন সময় খাদ্যে ভেজাল, মানব পাচার, নারী নির্যাতন, ধর্ষণ, শিশুশ্রম-শিশুহত্যা, সড়ক দুর্ঘটনা, বিদেশি চ্যানেল বর্জন, ডেইলি স্টার-প্রথম আলোর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ, জিএসপি পুনর্বহাল, ময়লার ঝুড়ি ব্যবহার, প্রশ্নপত্র ফাঁস, ভাষা বিকৃতি রোধ—এ রকম প্রায় শতাধিক ইস্যু উঠে এসেছে মোখলেছুর রহমানের প্ল্যাকার্ডে-স্লোগানে। তাঁর সচেতনতাবিষয়ক উদ্যোগ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়েছে প্রথম আলোয়।

আরও পড়ুন