ত্রিশালে সড়কে জন্ম নেওয়া নবজাতককে সরকারি নিবাসে পাঠাতে চায় প্রশাসন

সড়কে জন্ম নেওয়া নবজাতক
ফাইল ছবি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনার সময় সড়কে জন্ম নেওয়া শিশুটিকে রাজধানীর আজিমপুরে ছোটমণি নিবাসে পাঠাতে চায় ময়মনসিংহের স্থানীয় প্রশাসন। তবে শিশুটির দাদা মোস্তাফিজুর রহমান এতে মত দেননি।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসাসহ সব বিষয়ের কথা বিবেচনা করে আমরা শিশুটিকে ছোটমণি নিবাসে পাঠানোর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক বিস্তারিত বলতে পারবেন।’

সমাজসেবা অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক মো. ওয়ালী উল্লাহ বলেন, ‘শিশুটিকে আমরা ছোটমণি নিবাসে পাঠানোর প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও এখনো রেজল্যুশন হয়নি। যদি শিশুটিকে ছোটমণি নিবাসে পাঠানো হয়, তবে তা পরিবারের মতামতের ভিত্তিতেই হবে। আমরা শিশুটির পরিবারকে বিষয়টি জানিয়েছি।’

ওয়ালী উল্লাহ আরও বলেন, সরকারি নিবাসে থাকলে ছয় বছর পর্যন্ত শিশুটির থাকা-খাওয়া ও চিকিৎসা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এ ছাড়া শিশুটির বৈধ অভিভাবক না থাকায় দত্তক দেওয়াও সম্ভব নয়। দত্তক দিতে চাইলে আদালতের কাছে যেতে হবে।
নিজেদের কাছেই রেখেই নাতনিকে লালন–পালন করতে করতে চান দাদা মোস্তাফিজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসনের সিদ্ধান্তকেও সহজেই ফেলতে পারছি না।’

১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় মারা যান শিশুটির বাবা জাহাঙ্গীর আলম (৪২), মা রত্না বেগম এবং তাঁদের ছয় বছরের মেয়ে সানজিদা। দুর্ঘটনার সময় সড়কে নবজাতকটির জন্ম হয়।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন