ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতার ঘটনায় কোনো মামলা হয়নি, আটকও নেই

নির্বাচনী সহিংসতায় শিশু সুরাইয়া যেখানে নিহত হয়, ওই স্থানে অনেকেই ভিড় করছেন। গতকাল বৃহস্পতিবার ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে
ছবি: প্রথম আলো

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সহিংসতায় সাত মাস বয়সী শিশু সুরাইয়া নিহত হয়। এ ঘটনায় আজ শুক্রবার দুপুর একটা পর্যন্ত কোনো মামলা হয়নি। নির্বাচনী সহিংসতার ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল প্রথম আলোকে বলেন, বাচোর ইউপি নির্বাচনে ভাংবাড়ি ভিএফ নিম্নমাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণার পর ভোট গ্রহণে দায়িত্বরত ব্যক্তি ও পুলিশের ওপর হামলার ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। হামলার ঘটনাটি যেহেতু নির্বাচন–সংক্রান্ত তাই ওই ঘটনায় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকেই মামলা করতে হবে। তবে এখনো মামলা না হওয়ার কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

আরও পড়ুন

গত বুধবার ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার তিনটি ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাচোর ইউপির ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলে ইউপি সদস্য পদে বাবুল হোসেন ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। অপর ৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আজাদ আলী ৪৪২ ভোট, খালেদুর রহমান ২৪৫ ভোট ও কামালউদ্দিন ২১৩ ভোট করে পেয়েছেন। কিন্তু ওই ফলাফল প্রত্যাখ্যান করেন পরাজিত প্রার্থীর সমর্থকেরা। পরে তাঁরা লাঠিসোঁটা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালায়।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে কাজ না হওয়ায় হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। সে সময় মা মিনারা বেগমের কোলে থাকা সুরাইয়া মাথায় আঘাত পেয়ে নিহত হয়। তবে গুলি না অন্য কিছুতে সুরাইয়া আঘাত পেয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে সুরাইয়ার লাশ নিয়ে বিক্ষোভ করে স্থানীয় লোকজন। ওই সময় তাঁরা রানীশংকৈল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে তাঁদের নিয়ন্ত্রণ করে। লাশ উদ্ধারের পর গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য সুরাইয়ার লাশ দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিবেশীদের সান্ত্বনায় কান্না থামছে না সুরাইয়ার নানি মহিফুল বেগমের। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে
ছবি: প্রথম আলো

ময়নাতদন্ত শেষে মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান হাবিবুর রহমান জানান, শিশুটির মাথায় আঘাত ছিল। এটি লোহার রডের আঘাতেও হতে পারে, বুলেটের আঘাতও হতে পারে। খুলির একটি অংশ পাওয়া যায়নি।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণকে আহ্বায়ক করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে গতকাল রাত ৮টার দিকে জেলা বিএনপির এক প্রতিনিধিদল সুরাইয়াদের বাড়িতে গিয়ে তার স্বজনদের সঙ্গে দেখা করেন। বিএনপির প্রতিনিধিদলে ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি মামুন আলম, সাংগঠনিক সম্পাদক মো. তাজউদ্দীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন প্রমুখ।

এলাকায় আতঙ্ক

ভোটের দিন পুলিশের ওপর হামলা ও শিশু সুরাইয়া নিহত হওয়ার ঘটনার পর থেকে ভাংবাড়ি এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হয়রানি থেকে বাঁচতে অনেকেই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছেন।

ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন বলেন, যাঁরা পুলিশের ওপর হামলা করেছেন, তাঁরা সবাই বহিরাগত। এখন এলাকার লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে।
ফুটকিবাড়ী এলাকার বাসিন্দা আজাহার আলি বলেন, ‘শুনছি এ ঘটনায় মামলা হবে। তবে মামলায় যেন নিরপরাধ কোনো ব্যক্তিকে জড়ানো না হয়। আমরা চাই প্রকৃত ব্যক্তিরা শাস্তি পাক।’

মামলা প্রসঙ্গে ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খতিবর রহমান বলেন, ভোটকেন্দ্রে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলার খসড়া করা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন