বগুড়ায় নৃত্যশিল্পীসহ পাঁচজনকে অপহরণ, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

বগুড়ার গাবতলী উপজেলায় তরুণীসহ পাঁচজনকে অপহরণ ঘটনায় গ্রেপ্তার তরুণেরা। বুধবার গাবতলী মডেল থানা চত্বরে
ছবি: প্রথম আলো

বগুড়ার গাবতলী উপজেলায় একজন নারী নৃত্যশিল্পীকে (২২) অপহরণের ঘটনা ঘটেছে। রাতে অনুষ্ঠান শেষে চার বন্ধুর সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন যুবক তাঁদের পথ আটকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যান।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামেশ্বরপুর থেকে বগুড়া শহরে ফেরার পথে পাঁচকাতুলী বুড়িতলা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

গাবতলী মডেল থানা-পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) স্বজনদের ফোন পেয়ে আজ বুধবারের ভোরের দিকে তারা পাঁচকাতুলী বুড়িতলা মোড়ের একটি পরিত্যক্ত গুদামে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ওই তরুণী ও তাঁর বন্ধুদের উদ্ধার করেছে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। তাঁদের পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে দুজন আপন ভাই।

আরও পড়ুন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাবতলী উপজেলার মধ্যকাতুলী গ্রামের মুকুল মিয়ার ছেলে সাফিন মিয়া (২২) ও তাঁর ভাই মোস্তাকিম (১৯), বজলুর রহমানের ছেলে মো. আবদুস ছালাম (২০) এবং আবদুল হাইয়ের ছেলে মো. মামুনুর রশিদ ওরফে নীরব হোসেন (২০)। তবে মামলার প্রধান আসামিসহ ছয়-সাতজন পলাতক রয়েছেন।

ভুক্তভোগী তরুণী বগুড়া শহরের বাসিন্দা। অপহরণের ঘটনায় তিনি ও তাঁর পরিবারের কেউ থানায় কোনো অভিযোগ করেননি। ওই তরুণীর সঙ্গে মুঠোফোনে আজ রাত পৌনে নয়টার দিকে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, তিনি এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অপহরণের ঘটনা সম্পর্কে তিনি এখন কথা বলবেন না।

আসামিরা ওই তরুণী ও তাঁর বন্ধুদের হাত রশি দিয়ে বেঁধে সিএনজিচালিত অটোরিকশায় তুলে পাঁচকাতুলী বুড়িতলা মোড়ের একটি পরিত্যক্ত গুদামে নিয়ে যান। সেখানে তাঁদের রাতভর নির্যাতন করা হয়।

তবে ওই তরুণীর বন্ধু অপহরণের শিকার একজন সকালে এ ঘটনায় আটক চারজনসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করে গাবতলী মডেল থানায় মামলা করেন। রাত সাড়ে ৯টার দিকে মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করলে তিনিও অপহরণের ঘটনা সম্পর্কে কোনো কথা বলতে পারবেন না বলে জানান।

আরও পড়ুন

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার চারজনকে আজ আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে রিমান্ড শুনানি এখনো অনুষ্ঠিত হয়নি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গাবতলী মডেল থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে নাচের প্রশিক্ষণ নেওয়া ওই তরুণী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন। তরুণী ও তাঁর চার বন্ধু মঙ্গলবার বিকেল চারটায় গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী পশ্চিমপাড়ায় একটি বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে নাচ করতে যান। রাত ১০টার দিকে বন্ধুদের সঙ্গে ওই তরুণী অনুষ্ঠানস্থল ত্যাগ করে সিএনজিচালিত অটোরিকশায় বগুড়া শহরের উদ্দেশে রওনা দেন। পথে অটোরিকশা বিকল হলে তাঁরা হেঁটে এগোতে থাকেন। পাঁচকাতুলী বুড়িতলা জামে মসজিদের সামনে পৌঁছালে ওই গ্রামের আরিফুল ইসলাম ওরফে রাঙ্গার (৩৫) নেতৃত্বে ১০-১১ জন যুবক তাঁদের পথ রোধ করেন। তাঁরা ওই তরুণী ও তাঁর বন্ধুদের হাত রশি দিয়ে বেঁধে সিএনজিচালিত অটোরিকশায় তুলে পাঁচকাতুলী বুড়িতলা মোড়ের একটি পরিত্যক্ত গুদামে নিয়ে যান।

আরও পড়ুন

এজাহারে বলা হয়, অপহরণকারীরা ওই তরুণী ও তাঁর বন্ধুদের মারধর এবং হত্যার হুমকি দিয়ে নগদ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেন এবং মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করেন। মুক্তিপণের টাকা আদায় করতে জিম্মিদের রাতভর শারীরিক নির্যাতন চালান। মুক্তিপণ দিতে অস্বীকার করলে অপহরণকারীরা ওই নারী নৃত্যশিল্পীর মাথায় ইট দিয়ে আঘাত করেন। নির্যাতন সহ্য করতে না পেরে তরুণী তাঁর এক নিকটাত্মীয়কে এবং এক বন্ধু তাঁর চাচাকে ফোন করে মুক্তিপণের টাকা দিয়ে তাঁদেরকে ছাড়িয়ে নেওয়ার আকুতি জানান। ফোন পেয়ে তরুণীর ওই নিকটাত্মীয় তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন করে অপহরণের শিকার পাঁচজনকে উদ্ধারে সহযোগিতা চান। গাবতলী মডেল থানা-পুলিশ তাঁদের উদ্ধারে রাতেই অভিযান শুরু করে।

রাতভর অভিযানের পর আজ ভোর সোয়া পাঁচটার দিকে গাবতলী মডেল থানা-পুলিশ পাঁচকাতুলী বুড়িতলা মোড়ের মেসার্স রাফি ভ্যারাইটি স্টোর–সংলগ্ন একটি পরিত্যক্ত গুদাম থেকে অপহরণের শিকার তরুণী ও চার বন্ধুকে জিম্মিদশা থেকে উদ্ধার করে। পরে তাঁদের গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনাস্থল থেকে অপহরণকারী দলের চার সদস্যকে পুলিশ আটক করে। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

আরও পড়ুন