বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে সরকার জনগণের সঙ্গে চালাকি ও প্রতারণা করছে: সৈয়দ এমরান সালেহ

ময়মনসিংহের হালুয়াঘাটে মতবিনিময়কা‌লে বক্তব্য রা‌খেন বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক সৈয়দ এমরান সা‌লেহ। আজ শুক্রবার উপ‌জেলা বিএন‌পি কার্যালয়ে
ছবি: প্রথম আলো

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে সরকার জনগণের সঙ্গে চালাকি ও প্রতারণা করছে। প্রতি মাসে মূল্য সমন্বয়ের নামে একদিকে মূল্যবৃদ্ধি করবে, অন্যদিকে জনগণকে বলবে অল্প বৃদ্ধি করছে। সরকারের এসব সিদ্ধান্ত গণবিরোধী এবং প্রতারণামূলক।

আজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় এবং আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার লিফলেট বিতরণকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

আরও পড়ুন

মতবিনিময়কালে সৈয়দ এমরান সালেহ ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখাকে জাতির মুক্তির সনদ আখ্যায়িত করে বলেন, জনগণের মুক্তির লক্ষ্যে ১০ দফার আন্দোলন শুরু হয়েছে। বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জনগণের রায় নিয়ে জাতীয় ঐক্যের সরকারের মাধ্যমে আওয়ামী দুঃশাসনে ভঙ্গুর রাষ্ট্রকাঠামো মেরামত করা হবে।

আরও পড়ুন

সৈয়দ এমরান আরও বলেন, যেকোনো সময় চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি আসবে। সবাইকে প্রস্তুত থাকতে হবে। নষ্ট করবার মতো সময় নেই। অন্ধকার রাতে ভয় পেয়ে দুর্বল চিত্তের মানুষ যেমন জোরে কথা বলে, তেমনি আওয়ামী লীগের নেতারা শোচনীয় পতনের ভয়ে ভীত হয়ে আস্ফালন করছেন। তাঁদের হাঁকডাক পতনের দ্বারপ্রান্তে থাকা স্বৈরাচারের হম্বিতম্বি মাত্র।

এ সময় সৈয়দ এমরান কর্মীদের ১৬ জানুয়ারি মহানগর ও উপজেলায় সমাবেশ, মিছিল সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন

হালুয়াঘাট মধ্যবাজারে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে সমিতির সভাপতি নাদিম আহম্মদ ও সাধারণ সম্পাদক বাচ্চু মিয়াসহ সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে হালুয়াঘাট উপজেলা বিএনপি নেতা হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আসলাম মিয়া, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, কাজী ফরিদ আহমেদ, ইসহাক আলী, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, সহসভাপতি মনোয়ারা বেগম, জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, যুগ্ম সম্পাদক আবদুল মালেক, হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন, পৌর ছাত্রদলের সদস্যসচিব তাজবীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন