টাঙ্গাইলে সাফজয়ী ফুটবলার কৃষ্ণা ও কোচ গোলাম রব্বানীকে সংবর্ধনা

সাফের ফাইনালে জোড়া গোল করা কৃষ্ণা রানী সরকার ও বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটনের সংবর্ধনা। আজ শনিবার দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে
ছবি: প্রথম আলো

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জোড়া গোল করা কৃষ্ণা রানী সরকার ও দলের কোচ গোলাম রব্বানী ছোটনকে তাঁদের নিজ জেলা টাঙ্গাইল ও নিজ উপজেলা গোপালপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টাঙ্গাইল স্টেডিয়ামে এবং বিকেলে গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ দুটি সংবর্ধনা অনুষ্ঠান হয়।

আরও পড়ুন

সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান। অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন, যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান, ইফতেখারুল অনুপম প্রমুখ।

আরও পড়ুন

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কৃষ্ণা রানী সরকারকে ১ লাখ টাকা এবং বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানীকে ৫০ হাজার টাকা উপহার হিসেবে দেওয়া হয়। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ব্যক্তিগতভাবে কৃষ্ণা রানী সরকার ও কোচ গোলাম রব্বানীকে স্বর্ণের চেইন উপহার দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষ্ণাকে ১ লাখ টাকা, কোচ গোলাম রব্বানীকে ৫০ হাজার টাকা; পুলিশ সুপারের পক্ষ থেকে কৃষ্ণাকে ১ লাখ টাকা ও কোচ গোলাম রব্বানীকে ৫০ হাজার টাকা ও সংসদ সদস্য ছানোয়ার হোসেন দুজনকে ২৫ হাজার টাকা করে উপহার দেন। এ ছাড়া জেলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা, উইমেন্স একাডেমি, উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁদের আলাদাভাবে ক্রেস্ট দেওয়া হয়।

আরও পড়ুন

বিকেলে গোপালপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষ্ণা রানী সরকার, কোচ গোলাম রব্বানী এবং কৃষ্ণার বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক (যাঁর কাছে কৃষ্ণার ফুটবলে হাতেখড়ি) গোলাম রায়হানকে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো জয় পেয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই ম্যাচে কৃষ্ণা রানী সরকার দুটি গোল করেন।

আরও পড়ুন