বগুড়ায় ৪০৫ জন পেলেন বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ

ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান এবং ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিনা মূল্যের চিকিৎসা শিবির। আজ দুপুরে
প্রথম আলো

ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান এবং তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকেএফ ও ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার এ চিকিৎসা শিবির পরিচালনা করা হয়। এতে ৪০৫ জন নারী, পুরুষ ও শিশুকে সেবা দেওয়া হয়।

আরও পড়ুন

বগুড়া শহরতলির ফুলদিঘি এলাকায় পেপসি প্ল্যান্টে দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসা শিবিরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান, গলা বিভাগের সহযোগী অধ্যাপক আনিসুর রহমানের নেতৃত্বে চিকিৎসক দল রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। অন্যান্যের মধ্যে ছিলেন চিকিৎসক সাব্বির হোসেন, আনাস আহমেদ, শাহাদৎ হোসেন ও এস সোহাগ আহমেদ।

আরও পড়ুন

ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসা শিবিরের সমন্বয় করেন ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের উপমহাব্যবস্থাপক (প্ল্যান্ট) প্রকৌশলী মো. নাজমুল হাছান এবং এসকেএফের জ্যেষ্ঠ সহকারী বিক্রয় ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান প্রমুখ।

ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান এবং ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান। আজ দুপুরে বগুড়ায়
প্রথম আলো

চিকিৎসাসেবা নিতে আসা শাজাহানপুর উপজেলার ময়না বেওয়া (৬০) বলেন, ‘শরীলডাত ম্যালা অসুখ–বিসুখে ভুগিচ্চি। টেকার অভাবে ডাক্তারের কাছে যাবার পারিনি। ওষুধ আর চিকিৎসাডা পায়্যা হামার খুব উপকার হলো।’ বিনা মূল্যে ওষুধ ও ব্যবস্থাপত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন রেখা বেগম (২৬) নামের আরেক নারী। তিনি বলেন, হামাগেরে মতো গরিব মানুষক এই চিকিৎসা আর ওষুধ যারা দিচ্চে, আল্লাহ তারগেরে ভালো করুক।’

আরও পড়ুন

লতিফুর রহমান নৈতিকতার শক্তি দিয়ে ব্যবসা করতেন। আর ফারাজ হোসেন জঙ্গিবাদের বিরুদ্ধে সাহসিকতার পরিচয় দিয়েছেন। দুজন সম্পর্কে নানা-নাতি। দুজনের চিরবিদায় ১ জুলাই। দুজনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ট্রান্সকম গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান এসকেএফের এবারের প্রতিপাদ্য তাই ‘নৈতিকতায় শক্তি সাহসিকতায় জয়’। নাতি ফারাজকে ভালোবেসে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া গ্রামের বাগানঘেরা বাড়ির নামকরণ করেন ফারাজ মঞ্জিল। ফারাজ মঞ্জিলেই দুই বছর আগে মারা যান লতিফুর রহমান। অন্যদিকে পাঁচ বছর আগে রাজধানীর গুলশানের হোলি আর্টিজানে হামলায় জঙ্গিদের হাতে হত্যার শিকার হন ফারাজ।