সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২২ এপ্রিল, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বঙ্গোপসাগরে ডাকাতদের নিশানায় বিদেশি জাহাজ

বঙ্গোপসাগর
ফাইল ছবি

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় দেশি-বিদেশি জাহাজে চুরি-ডাকাতির ঘটনা প্রায় শূন্যে নেমে এসেছিল। এ জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রশংসাও করেছিল দস্যুতা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে এ প্রশংসা বেশি দিন ধরে রাখা যায়নি। কারণ, জাহাজের মূল্যবান জিনিসপত্র চুরি-ডাকাতি করতে আবারও বিদেশি জাহাজ নিশানা করছে দুষ্কৃতকারীরা। বিস্তারিত পড়ুন...

অস্ত্রোপচার শেষে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে অধ্যাপক আনু মুহাম্মদ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক আনু মুহাম্মদ
ছবি: প্রথম আলো

ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদের পায়ের আঙুলে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিস্তারিত পড়ুন...

বিশ্বকাপের ভেন্যু দেখতে ঢাকায় আইসিসির পর্যবেক্ষক দল

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
প্রথম আলো

এ বছরের অক্টোবরে ঘরের মাঠে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। সিলেটের দুটি মাঠে হতে পারে লিগ পর্বের খেলাগুলো। সেমিফাইনাল ও ফাইনাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বিস্তারিত পড়ুন...

ইসরায়েলি সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র, চটেছেন নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযান
ফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের খবরে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন...

যেভাবে পদত্যাগে বাধ্য হয়েছিলেন রাষ্ট্রপতি সায়েম

সাবেক প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ছিলেন দেশের ষষ্ঠ রাষ্ট্রপতি। একই সঙ্গে ছিলেন সামরিক শাসনকালের বেসামরিক রাষ্ট্রপতি। ১৯৭৫ সালের নভেম্বর মাসে পাল্টাপাল্টি অভ্যুত্থানের সময় তিনি দায়িত্ব নিয়েছিলেন। এক বছর পরে প্রধান সামরিক আইন প্রশাসকের পদটি তিনি হারান। আর ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি পদ থেকেও পদত্যাগ করেন। তিনি বলেছিলেন, ভগ্নস্বাস্থ্যের কারণে পদ ছেড়ে দিয়েছিলেন। আসলেই কি তা-ই? বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন