সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল এনএসআই কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসাবে শতকোটি টাকা লেনদেনের অভিযোগে করা প্রতিবেদনটি। পাশাপাশি খুন করে লাশ ফেলে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলা দিলেও পরে ধরা পড়ার খবরটিতেও পাঠকের আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

এনএসআই কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসাবেই শতকোটি টাকা লেনদেন, দুদকের মামলা

সাভারের বিরুলিয়ায় পুকুরপাড় এলাকায় এনএসআই কর্মকর্তা আকরাম হোসেনের সাড়ে ছয়তলা বাণিজ্যিক ভবন। সম্প্রতি তোলা ছবি
ছবি: খালেদ সরকার

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) একজন কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসাবে ১৫ বছরে জমা হয় ১২৬ কোটি ৩৩ লাখ টাকা। একই সময়ে তুলে নেওয়া হয় ১২৫ কোটি ২৫ লাখ টাকা। স্ত্রীর নামে ব্যবসা দেখানো হলেও ব্যাংকিং লেনদেন করেছেন স্বামী। বিস্তারিত পড়ুন...

খুন করে লাশ ফেলে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলা দিলেও পরে ধরা

দ্বীন ইসলাম (বাঁয়ে) ও নিজাম ওরফে মিজান
ছবি: সংগৃহীত

দ্বীন ইসলাম (৩০) নিজেকে রাজধানীর একটি সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীর পরিচয় দিতেন। এই পরিচয়ের আড়ালে তিনি তাঁর সহযোগীদের নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে আসছিলেন। এ কাজ করতে গিয়ে তাঁরা এক অটোরিকশাচালককে খুন করেছেন। বিস্তারিত পড়ুন...

সিঙ্গাপুর এয়ারলাইনসের উড়োজাহাজে ঝাঁকুনির ঘটনায় একই পরিবারের পাঁচজন আইসিইউতে

প্রচণ্ড ঝাঁকুনিতে উড়োজাহাজের ভেতরে মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় ছিটকে পড়ে
ফাইল ছবি: রয়টার্স

গত সপ্তাহে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাসিন্দা ইভা খুর কাছে একটি ফোনকল আসে। বলা হয়, তাঁর পরিবারের সদস্যরা সিঙ্গাপুর এয়ারলাইনসের যে উড়োজাহাজে ভ্রমণ করছিলেন, সেটি মাঝ আকাশে প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েছে। তবে এ ব্যাপারে দুশ্চিন্তা না করতে তাঁকে পরামর্শ দেওয়া হয়। বিস্তারিত পড়ুন..

মায়া আছে বলেই তো রাজকে বাসায় ঢুকতে দিয়েছি: পরীমনি

শরীফুল রাজ ও পরীমনি
কোলাজ

নতুন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ  অভিনয় করছেন পরীমনি। চলতি মাসের মাঝামাঝি বান্দরবানে সিরিজটির শুটিং শুরু হয়। সেখান থেকে বরিশাল হয়ে দু–এক দিনের মধ্যেই ঢাকার লোকেশনে শুটিং শেষ হবে সিরিজটির। আলাপে আলাপে নতুন কাজ ছাড়াও শরীফুল রাজ প্রসঙ্গেও কথা বলেছেন পরী। বিস্তারিত পড়ুন...

রিয়ালে যাওয়ার আগেই মিলানে ‘বুকিং’ দিলেন এমবাপ্পে

পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে
এএফপি

ফরাসি লিগ ও ফ্রেঞ্চ কাপ জিতে পিএসজি অধ্যায়ের ইতি টেনেছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজি ছাড়লেও এখনো তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে চূড়ান্ত কোনো খবর আসেনি। তবে ইউরোপের বেশির ভাগ সংবাদমাধ্যম ফরাসি তারকার পরবর্তী ঠিকানা হিসেবে রিয়াল মাদ্রিদের নাম জানিয়েছে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন