সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৯ এপ্রিল, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বেনজীর আহমেদের বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য পেলে দুদক সিদ্ধান্ত নেবে: দুদকের আইনজীবী

জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান
ফাইল ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত পেলে আইন অনুযায়ী অবশ্যই দুর্নীতি দমন কমিশন (দুদক) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী মো. খুরশীদ আলম খান। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুরশীদ আলম খান এ কথা বলেন।
বিস্তারিত পড়ুন...

ছেলেকে বাঁচাতে গিয়ে মারধরে আহত চিকিৎসক বাবা লাইফ সাপোর্টে

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের সদস্যদের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দন্তচিকিৎসক কোরবান আলী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাত থেকে এক পথচারীকে বাঁচাতে পুলিশের জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন ছেলে। এ কারণে ছেলে আলী রেজাকে মারধর করতে আসে তারা। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন বাবা কোরবান আলী (৬০)। গত শুক্রবার নগরের আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত দন্তচিকিৎসক কোরবান আলী নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। বিস্তারিত পড়ুন...

বুয়েট ছাত্র ইমতিয়াজের হলে থাকতে আইনগত বাধা নেই

হাইকোর্ট ভবন
ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ইমতিয়াজ হোসেনের আবাসিক হলের সিট (আসন) বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। তাঁর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন।
বিস্তারিত পড়ুন...

বাসের ভাড়া নিয়ে বিতণ্ডার পর চালক ও সহকারীকে পিটিয়ে হত্যা

মারধরে মৃত্যু
প্রতীকী ছবি

ঢাকার সাভারে বাড়তি ভাড়ার জেরে মারধরে একটি যাত্রী পরিবহনের বাসচালক ও চালকের সহকারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায় এ মারধরের ঘটনা ঘটে।
বিস্তারিত পড়ুন...

এবার সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক

এবার বেসরকারি খাতের ভালো ব্যাংকের তালিকায় থাকা সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে সমস্যাগ্রস্ত বেসিক ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন