সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল বিশেষ চাহিদাসম্পন্ন মেয়ে ফাবলিহা আজিমকে নিয়ে মা সৈয়দা মুনিরা ইসলামের পথ চলার গল্পটি। আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত সংবাদ ছিল পাকিস্তানে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা। এ ছাড়া রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

‘অটিস্টিক মেয়েই আমাকে শক্তি ও সাহস জোগাচ্ছে’

সৈয়দা মুনিরা ইসলাম ও তাঁর মেয়ে ফাবলিহা আজিম
ছবি: সাজিদ হোসেন

বিশ্ব অটিজম সচেতনতা দিবস সামনে রেখে সৈয়দা মুনিরা ইসলাম শুনিয়েছেন তাঁর বিশেষ চাহিদাসম্পন্ন মেয়ে ফাবলিহা আজিমকে নিয়ে পথ চলার গল্প। সৈয়দা মুনিরা ইসলাম বলেন, ‘এই অটিস্টিক মেয়েই আমার বড় শক্তি। মেয়ের জন্যই নতুন করে বাঁচতে শিখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সম্মাননা পাওয়া বা আজকের আমি হয়ে উঠতে পেরেছি শুধু আমার মেয়ের জন্য।’ বিস্তারিত পড়ুন...

বুয়েটে র‍্যাগিং-বুলিং, দখল-বাণিজ্য, হত্যা-সন্ত্রাসের ছাত্ররাজনীতি হবে না: ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ছাত্রলীগের জরুরি সংবাদ সম্মেলন
ছবি: প্রথম আলো

গতকাল সোমবার বুয়েটে সব রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার ‘জরুরি বিজ্ঞপ্তির’ কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। এরপর ছাত্রলীগের পক্ষ থেকে আজ বলা হয়েছে, হাইকোর্টের আদেশের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি আবার শুরু হবে। এই ছাত্ররাজনীতি হবে আধুনিক, যুগোপযোগী, বৈচিত্র্যময়, সৃষ্টিশীল, জ্ঞান-যুক্তি-তথ্য-তত্ত্বনির্ভর। বিস্তারিত পড়ুন...

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ বলল পাকিস্তান

চাঁদ
ফাইল ছবি

ঈদুল ফিতর ২৯ রোজা বা ৩০ রোজার পর হবে। কিন্তু বাংলাদেশে ৩০ রোজা ধরে ঈদের ছুটি ১০ এপ্রিল থেকে ঘোষণা করা হয়েছে। এদিকে পাকিস্তানে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। বিস্তারিত পড়ুন...

প্রযুক্তির জাদুতে ফিরলেন মান্না

বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিরিজ ‘ব্ল্যাকস্টোন’–এ খলনায়কের ভূমিকায় প্রয়াত অভিনেতা মান্নাকে হাজির করা হয়েছে
ছবি: ব্ল্যাকবক্স স্টুডিওর সৌজন্যে

মৃত্যুর দেড় যুগ পর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পর্দায় ফিরলেন ঢাকাই সিনেমার তারকা মান্না। বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিরিজ ‘ব্ল্যাকস্টোন’-এ খলনায়কের ভূমিকায় হাজির করা হয়েছে মান্নাকে। বিস্তারিত পড়ুন...

চট্টগ্রাম টেস্ট: ৫১১ রানের ‘অসম্ভব’ লক্ষ্য, ৭ উইকেটে ২৬৮ রানে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সামনে ৫১১ রানের ‘অসম্ভব’ লক্ষ্য। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৫৩১ ও দ্বিতীয় ইনিংসে ১০২ রান করে ডিক্লেয়ার করে। ৭ উইকেটে ২৬৮ রানে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন