সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ রোববার। গতকাল শনিবার সন্ধ্যায় রণক্ষেত্রে পরিণত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে আহত হন বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী। বন্ধ ঘোষণা করা হয় ক্লাস–পরীক্ষা। মোতায়েন করা হয় বিজিবি। এ–সংক্রান্ত খবরাখবর ছিল আলোচনার শীর্ষে। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের অনেক কটিই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত দুই শতাধিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সময় কয়েকটি দোকান পুড়িয়ে দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর বাজারে
ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...

বিদেশ থেকে আসা কফিন খুলে স্বজনেরা দেখলেন লাশটি আরেকজনের

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামোধরতুপি গ্রামের আফসর মিয়া
ছবি: সংগৃহীত

গত ২৮ ফেব্রুয়ারি গ্রিসে মারা যান সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আফসর মিয়া (৪০)। এরপর শুক্রবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্ক লাশভর্তি কফিনটি তাঁর স্বজনদের বুঝিয়ে দেয়। স্বজনেরা লাশটি সুনামগঞ্জে নিয়ে আসেন। শনিবার সকালে এলাকায় মাইকিং করে জানাজার সময় জানানো হয়। খোঁড়া হয় কবর। বিস্তারিত পড়ুন...

ঢাকায় বাসে ‘হারবাল ওষুধ’ খেয়েছিলেন তাঁরাও, কিন্তু মারা গেলেন অপর দুজন

বাসের মধ্যে হারবাল ওষুধের নামে চেতনানাশক খাওয়ার পর মারা যাওয়া শওকত ফকির ও আল ইমরান
ছবি: সংগৃহীত

বাস–লঞ্চে হরেক রকমের জিনিস বিক্রির জন্য লোভনীয় কথার ফুলঝুরি ঝরান বিক্রেতারা। এর মধ্যে রোগ সারানোর দাওয়াই হিসেবে গাছগাছড়ার গুণের বিবরণও তুলে ধরেন কেউ কেউ। অনেকেই তাঁদের কথার ফাঁদে পা দিয়ে এসব জিনিস কিনে থাকেন। এ রকমভাবে বাসের মধ্যে কথিত কবিরাজি ওষুধ খেয়ে দুজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত পড়ুন...

চীনের মধ্যস্থতায় সৌদি–ইরান চুক্তি যে বার্তা দিচ্ছে

চীনের মধ্যস্থতায় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপনে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও সৌদি আরব। বেইজিংয়ে বৈঠক শেষে এ ঘোষণা দেন সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাদ বিন মোহাম্মদ আল আইবান এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী শামখানি। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে দেশটির সেন্ট্রাল ফরেন অ্যাফেয়ার্স কমিশনের পরিচালক ওয়াং ই। বেইজিং, চীন, ১০ মার্চ
ছবি: রয়টার্স

ইরান ও সৌদি আরবের পক্ষ থেকে আকস্মিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যস্থতা করেছে চীন। দীর্ঘ দিন মধ্যপ্রাচ্যে বিস্তার করে রাখা যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টি  যথেষ্ট মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। বিস্তারিত পড়ুন...

‘তিন মোড়লের ভদ্রপল্লী’তে যাবে টেস্টের সব রেকর্ড

অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল হিসেবে পরিচিত
ছবি : সংগৃহীত

জেসন হোল্ডার, আনরিখ নরকিয়ারা বাংলা জানেন না। নিশ্চিতভাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসও পড়েননি। যদি পড়তেন, হয়তো ‘ভদ্রপল্লী’র উদাহরণই টানতেন। সেই যে কেতুপুরের জেলেপাড়ার বর্ণনা দিতে গিয়ে মানিক লিখেছিলেন, ‘জীবনের স্বাদ এখানে শুধু ক্ষুধা ও পিপাসায়...ঈশ্বর থাকেন ওই গ্রামে, ভদ্রপল্লীতে।’ বিস্তারিত পড়ুন...