লিটল রেড বুক, লাগোস চুক্তি, মুখবরাত কী

বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো।

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এমসিকিউ প্রশ্ন। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন।প্রতীকী ছবি: প্রথম আলো

১. জাতিসংঘের প্রথম ও একমাত্র সদস্যরাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে স্বীকৃতি দিয়েছে—

ক. সৌদি আরব

খ. ইসরায়েল

গ. মরক্কো

ঘ. বাহরাইন

উত্তর: খ. ইসরায়েল

২. কত সালে সোমালিয়ার কাছ থেকে সোমালিল্যান্ড নিজেদের স্বাধীন ঘোষণা করে?

ক. ১৯৯১ সালে

খ. ১৯৯৫ সালে

গ. ২০০২ সালে

ঘ. ২০০৫ সালে

উত্তর: ক. ১৯৯১ সালে

৩. পশ্চিম আফ্রিকান রাষ্ট্রগুলোর জোট ‘ECOWAS’ কোন চুক্তির মাধ্যমে গঠিত হয়?

ক. আবুজ চুক্তি

খ. লাগোস চুক্তি

গ. আকরা চুক্তি

ঘ. লোমে চুক্তি

উত্তর: খ. লাগোস চুক্তি (নাইজেরিয়ার লাগোসে স্বাক্ষরিত হয়েছিল)

আরও পড়ুন

৪. EAEU-এর পূর্ণরূপ কী?

ক. European-Asian Economic Union

খ. Eurasian Economic Union

গ. East Asian Economic Union

ঘ. Euro-Atlantic Economic Union

উত্তর: খ. Eurasian Economic Union

৫. Alliance of Sahel States কোন তিনটি দেশের জোট?

ক. বুর্কিনা ফাসো, নাইজার ও চাদ

খ. মালি, চাদ ও সুদান

গ. মালি, ঘানা ও নাইজেরিয়া

ঘ. মালি, বুর্কিনা ফাসো ও নাইজার

উত্তর: ঘ. মালি, বুর্কিনা ফাসো ও নাইজার

৬. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে?

ক. ৪৮ টি

খ. ৫১ টি

গ. ৫৫ টি

ঘ. ৫৬ টি

উত্তর: খ. ৫১ টি

৭. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত—

ক. কৃষিপণ্য

খ. হোম টেক্সটাইল পণ্য

গ. পাট ও পাটজাত পণ্য

ঘ. চামড়া ও চামড়াজাত পণ্য

উত্তর: ঘ. চামড়া ও চামড়াজাত পণ্য

৮. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৫ অনুসারে, প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব—

ক. ১১০৪ জন

খ. ১১২১ জন

গ. ১১৭১ জন

ঘ. ১২০৩ জন

উত্তর: গ. ১১৭১ জন

আরও পড়ুন

৯. মিসরের গোয়েন্দা সংস্থার নাম—

ক. মুখবরাত

খ. আমান

গ. MOIS

ঘ. সাবাখ

উত্তর: ক. মুখবরাত

১০. গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ?

ক. ৫%

খ. ১০%

গ. ১৫%

ঘ. ২০%

উত্তর : খ. ১০%

১১. বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?

ক. ১৩ টি

খ. ১৪ টি

গ. ১৭ টি

ঘ. ১৯ টি

উত্তর: গ. ১৭ টি

১২. ‘লিটল রেড বুক’ বইটির রচয়িতা কোন বিশ্বনেতা?

ক. অ্যাডলফ হিটলার

খ. ফিদেল কাস্ত্রো

গ. জোসেফ স্তালিন

ঘ. মাও সে–তুং

উত্তর: ঘ. মাও সে–তুং

আরও পড়ুন

১৩. জাতিসংঘের সাধারণ পরিষদে ‘United Nations Convention against Cybercrime (UNCC)’ গৃহীত হয় কত সালে?

ক. ২০২০ সালে

খ. ২০২২ সালে

গ. ২০২৪ সালে

ঘ. ২০২৫ সালে

উত্তর: গ. ২০২৪ সালে

১৪. লোম্বক প্রণালি কোনো দেশে অবস্থিত?

ক. ইন্দোনেশিয়া

খ. রাশিয়া

গ. ফিলিপাইন

ঘ. মালয়েশিয়া

উত্তর: ক. ইন্দোনেশিয়া

১৫. আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার কয়টি দেশজুড়ে বিস্তৃত?

ক. ৭টি

খ. ৯টি

গ. ১১টি

ঘ. ১২টি

উত্তর: খ. ৯টি (ব্রাজিল, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানা)

আরও পড়ুন