প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৯

প্রতীকী ছবি: আশরাফুল আলম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ১৯তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন মো. আফজাল হোসেন

১. কত সালে সরকার ‘স্কুল ব্যাংকিং’ কার্যক্রম চালু করে?
ক. ২০১০
খ. ২০১১
গ. ২০১২
ঘ. ২০১৩

২. শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দিতে হয়?
ক. বছরে একবার
খ. বছরে দুইবার
গ. বছরে তিনবার
ঘ. এর কোনোটিই নয়

আরও পড়ুন

৩. স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি নয় কোনটি?
ক. স্মার্ট সিটিজেন
খ. স্মার্ট ইকোনমি
গ. স্মার্ট গভর্নমেন্ট
ঘ. স্মার্ট ফোন

৪. বর্তমানে সারা দেশে কতটি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে?
ক. ১৪,১০০টি
খ. ১৪,০০০টি
গ. ১৪,২০০টি
ঘ. ১৪,০৫০টি

৫. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা চিহ্ন আছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৬. জাতীয় ‘গণহত্যা দিবস’ পালিত হয় কবে?
ক. ২৫ মে
খ. ২৫ আগস্ট
গ. ২৫ মার্চ
ঘ. ২৫ সেপ্টেম্বর

আরও পড়ুন

৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ ‘সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া’ সম্পর্কিত?
ক. ৬৮
খ. ৬৭ (১)
গ. ৬৯
ঘ. ৭২

৮. কোন ভাইরাসের কারণে ডেঙ্গু জ্বর হয়?
ক. নিপা ভাইরাস
খ. ইবোলা ভাইরাস
গ. চিকুনগুনিয়া ভাইরাস
ঘ. ফ্ল্যাভি ভাইরাস

৯. কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে’র দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ৩ দশমিক ৭৩
খ. ৩ দশমিক ৩২
গ. ৩ দশমিক ৫০
ঘ. ৩ দশমিক ৭৫

১০. ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ কবে পালিত হয়?
ক. ৬ সেপ্টেম্বর
খ. ৬ আগস্ট
গ. ৬ অক্টোবর
ঘ. ৯ অক্টোবর

আরও পড়ুন

১১. ‘চমন-স্পিন বোল্ডাক’ সীমান্তবর্তী স্থানটি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক. ভারত ও পাকিস্তান
খ. আফগানিস্তান ও পাকিস্তান
গ. চীন ও পাকিস্তান
ঘ. ভারত ও চীন

১২. বাংলাদেশের উত্তর-পশ্চিম দিকে বিস্তৃত ‘বরেন্দ্রভূমি’ অঞ্চলটির আয়তন কত বর্গ কিলোমিটার?
ক. ৮,৩২০
খ. ৯,৩২০
গ. ৭,৩২০
ঘ. ৫,৩২০

১৩. ‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ কোন দেশের সঙ্গে সংশ্লিষ্ট?
ক. ভিয়েতনাম
খ. উত্তর কোরিয়া
গ. চীন
ঘ. রাশিয়া

১৪. বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে?
ক. ২০২৪
খ. ২০২৫
গ. ২০২৬
ঘ. ২০৩০

আরও পড়ুন

১৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে ‘আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা ঘোষণা’ করা হয়েছে?
ক. ২১
খ. ২৫
গ. ২৭
ঘ. ২৮

১৬. বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত?
ক. ২০২১-৩১
খ. ২০২৩-৩৩
গ. ২০২১-৪১
ঘ. ২০২৪-৩৪

১৭. বাংলাদেশ ‘দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’-এর সদস্য হয় কবে?
ক.  ২০১২
খ. ২০২২
গ. ২০২০
ঘ. ২০২১

১৮. ‘আলুটিলা পাহাড়’ কোথায় অবস্থিত?
ক. সিলেট
খ. ময়মনসিংহ
গ. বান্দরবান
ঘ. খাগড়াছড়ি

আরও পড়ুন

১৯. বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় হয় কত সালে?
ক. ২০১৪
খ. ২০১৫
গ. ২০১৬
ঘ. ২০১৮

২০. আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি?
ক. মাইক্রোসফ্ট
খ. ওয়ালটন
গ. অ্যাপল
ঘ. আইবিএম

বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৯-এর উত্তর

১. ক। ২. খ। ৩. ঘ। ৪. গ। ৫. গ। ৬. গ। ৭. খ। ৮. ঘ। ৯. খ। ১০. গ।
১১. খ। ১২. খ । ১৩. গ। ১৪. গ। ১৫. খ। ১৬. গ। ১৭. ঘ। ১৮. ঘ। ১৯. খ। ২০. গ।

আরও পড়ুন