১৮তম শিক্ষক নিবন্ধন: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৭

মডেল: রবিউল হাসান ও নাহিদা আহমেদ
ছবি: সাবিনা ইয়াসমিন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনে আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ১৭তম পর্বে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. বাংলা ভাষায় কতটি মৌলিক ধ্বনি রয়েছে?
ক. ৩২টি
খ. ৩৫টি
গ. ৩৭টি
ঘ. ৪২টি

২. মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?
ক. চতুর্থ
খ. পঞ্চম
গ. সপ্তম
ঘ. ষষ্ঠ

আরও পড়ুন

৩. কোনগুলো মহাপ্রাণ ধ্বনি?
ক. ঘ, হ
খ. স, শ
গ. ঢ, ঢ়
ঘ. ক ও গ উভয়ই

৪. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে, তাকে কী বলে?
ক. বলক
খ. প্রত্যয়
গ. বিভক্তি
ঘ. উপসর্গ

৫. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
ক. জবাবদিহি
খ. একত্রিত
গ. মিথস্ক্রিয়া
ঘ. গৌরবিত

৬. ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. হুমায়ুন আজাদ
খ. শামসুর রাহমান
গ. দাউদ হায়দার
ঘ. নির্মলেন্দু গুণ

আরও পড়ুন

৭. ‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. ফারসি
খ. তুর্কি
গ. পর্তুগিজ
ঘ. গুজরাটি

৮. ‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বোঝায়-
ক. টিকটিকি
খ. উইপোকা
গ. তেলেপোকা
ঘ. মাকড়সা

৯. নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?
ক. অনল
খ. আবীর
গ. বহ্নি
ঘ. পাবক

১০. ‘তুমি না বলেছিলে আগামীকাল আসবে?’-এখানে ‘না’ কোন অর্থে ব্যবহৃত?
ক. সন্দেহ
খ. অনুমান
গ. নিশ্চয়তা
ঘ. বিস্ময়

আরও পড়ুন

১১. কোন বানানটি শুদ্ধ?
ক. আইনজীবি
খ. কথপোকথন
গ. ব্রাহ্মণ
ঘ. ভৌগোলিক

১২. কোন বাক্যটি অশুদ্ধ?
ক. পূর্বদিকে সূর্য উদিত হয়।
খ. সকল সভ্যই উপস্থিত ছিলেন।
গ. এ কাজ আমার পক্ষে সম্ভবপর নয়।
ঘ. প্রাণে ঐক্যতান বাজলে দুঃখ থাকে না।

১৩. বাংলা স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা কয়টি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি

১৪. রিক্শা > রিশ্কা -এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
ক. অসমীকরণ
খ. অপিনিহিতি
গ. বিষমীভবন
ঘ. ধ্বনিবিপর্যয়

আরও পড়ুন

১৫. ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটি কার লেখা?
ক. নির্মলেন্দু গুণ
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. শামসুর রাহমান
ঘ. হাসান আজিজুল হক

১৬. ‘উপচয়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সঞ্চয়
খ. অনাচার
গ. অপচয়
ঘ. উপাচার

১৭. কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়। এর উদাহরণ কোনটি?
ক. মুদ্রণ
খ. মিশ্রণ
গ. নগণ্য
ঘ. মসৃণ

১৮. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?
ক. সক্রিয় দর্শক
খ. কর্তব্যবিমুখ
গ. কর্তব্যপরায়ণ
ঘ. নিষ্ক্রিয় দর্শক

আরও পড়ুন

১৯. ‘যা দমন করা যায় না’ এক কথায় হবে-
ক. অদম্য
খ. দুর্দম
গ. দুর্দমনীয়
ঘ. অসম্ভব

২০. ‘Persecution’–এর বাংলা পরিভাষা কোনটি?
ক. নিপীড়ন
খ. প্রচলন
গ. পরিপন্থী
ঘ. সংরক্ষণ

মডেল টেস্ট ১৭-এর উত্তর

১. গ। ২. ঘ। ৩. ঘ। ৪. ক। ৫. খ। ৬. খ। ৭. ঘ। ৮. ঘ। ৯. খ। ১০. গ।
১১. ঘ। ১২. ঘ। ১৩. গ। ১৪. ঘ। ১৫. ক। ১৬. গ। ১৭. গ। ১৮. ঘ। ১৯. ক। ২০. ক।