বরিশাল বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ২১ সেপ্টম্বর পর্যন্ত

মানসম্মত কাজের পরিবেশ বেসরকারি ব্যাংকে চাকরির অন্যতম বৈশিষ্ট্য
ছবি: প্রথম আলো

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা। ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা।
পদের নাম ও পদ সংখ্যা
পদের নাম : সহযোগী অধ্যাপক
বিভাগ: দর্শন
পদের সংখ্যা: ১টি

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে ৫ বছরের অভিজ্ঞতাসহ মোট ১০ বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।  তবে শিক্ষাগত যোগ্যতার কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন: গ্রেড-৪, জাতীয় বেতন স্কেল-২০১৫।
পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ: মার্কেটিং
পদের সংখ্যা : ১টি

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং বিষয়ে স্নাতক (সম্মান) স্নাতকোত্তর পরীক্ষায় কমপক্ষে যেকোনো একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয়টিতে প্রথম বিভাগ অথবা জিপিএ-৪.০০ থাকতে হবে। তবে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন : গ্রেড-৬, জাতীয় বেতন স্কেল-২০১৫।
* আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আরও পড়ুন