আন্তর্জাতিক সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন ১ লাখ ৪৪ হাজার
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অ্যাগ্রিকালচার/ সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্কিল ডেভেলপমেন্ট, ইনকাম জেনারেশন অ্যাকটিভিটিস, উইমেন এমপাওয়ারমেন্ট ও মার্কেট সিস্টেম ইম্প্রুভমেন্টে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থাকতে হবে। ফুড সিকিউরিটি, লাইভলিহুড, মস্কিল ডেভেলপমেন্ট, উইমেন এমপাওয়ারমেন্ট–সংক্রান্ত কোনো প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় এফএসএল, উইমেন্ট এমপাওয়ামেন্ট প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রকল্প ব্যবস্থাপনা, বাস্তবায়ন ও মনিটরিংয়ের দক্ষতা থাকতে হবে। পরিকল্পনা, জরিপ ও অ্যাসেসমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবস্থাপনা ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল ও উপস্থাপনা এবং যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
কাজের ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসিক বেতন ১,৪৪,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসুবিধা, জীবনবিমা, ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, বছরে এক মাস সবেতন অসুস্থতাজনিত ছুটি, বিয়ে ও সন্তান জন্মের সময় ছুটির সুবিধা রয়েছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২২ আগস্ট ২০২৪।