বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন রিলেশনশিপ অফিসার
বেসরকারি খাতের নতুন প্রজন্মের বাণিজ্যিক ব্যাংক ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি’ তাদের রিটেইল ব্যাংকিং (শাখা ও উপশাখা) বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘আরও/এসআরএম’ পদে অভিজ্ঞ ও দক্ষ কর্মী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।
পদের নাম ও দায়িত্ব
ব্যাংকটি রিলেশনশিপ অফিসার (আরও) বা সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (এসআরএম) পদে নিয়োগ দেবে। নিযুক্ত প্রার্থীকে মূলত ব্যাংকের রিটেইল বিজনেসের লক্ষ্যমাত্রা (অ্যাসেট ও লায়াবিলিটি) অর্জন, নতুন গ্রাহক সংগ্রহ এবং ক্রেডিট কার্ডের প্রসারে কাজ করতে হবে। এ ছাড়া গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করা এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ও এএমএল (AML) গাইডলাইন কঠোরভাবে মেনে চলা তাঁদের অন্যতম দায়িত্ব।
যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো নামী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ/বিএসসি বা স্নাতক (সম্মান) ডিগ্রি, তবে শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: নামী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রিটেইল ব্যাংকিং বিভাগে অন্তত দুই থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রিয়েল-টাইম অনলাইন ব্যাংকিং পরিবেশে কাজ করার অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
অন্যান্য দক্ষতা: সেলস, নেগোসিয়েশন এবং গ্রাহক সেবায় পারদর্শী হতে হবে। কম্পিউটারের সাধারণ অ্যাপ্লিকেশন ও অনলাইন ব্যাংকিং সিস্টেমে দক্ষ হওয়া আবশ্যক।
বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
সুযোগ-সুবিধা ও কর্মস্থল
নির্বাচিত প্রার্থীদের ব্যাংকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। পদটিতে নিয়োগ পেলে দেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনের নিয়ম ও শেষ সময়
আগ্রহী যোগ্য প্রার্থীদের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নির্ধারিত প্রক্রিয়ায় অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৭ ফেব্রুয়ারি ২০২৬। শুধু বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।