ফল পুনর্নিরীক্ষণ কীভাবে

টেলিটকের যেকোনো প্রিপেইড নম্বর থেকে এসএমএস করতে হবে। প্রথম এসএমএস: GME < Space > RSC < Space > Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME < Space > RSC < Space > 1116000) ফিরতি মেসেজে একটি পিন নম্বর আসবে। দ্বিতীয় এসএমএস: ফি প্রদানের জন্য প্রাপ্ত পিন নম্বর দিয়ে এসএমএস করতে হবে DGME < Space > RSC < Space >YES < Space > PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে (যেমন: DGME < Space > RSC < Space > YES < Space > 3699) ফিরতি এসএমএসে ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার এসএমএস পাওয়া যাবে। ভর্তিসংক্রান্ত বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।