নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের স্কুলে ইনহাউস প্রশিক্ষণের নির্দেশ

নতুন পাঠ্যক্রম বিষয়ে প্রশিক্ষণ পেলেন মাদনপুর আলোর পাঠশালার সাত জন শিক্ষকছবি: প্রথম আলো

অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে এ বছরই। এ জন্য সব স্কুলে শিক্ষকদের ইনহাউস প্রশিক্ষণ আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিষ্ঠানপ্রধান ও প্রশিক্ষণ পাওয়া শিক্ষকদের সমন্বয়ে স্ব-উদ্যোগে ইনহাউস প্রশিক্ষণ আয়োজন করতে হবে স্কুলগুলোকে। এদিকে শিক্ষক সহায়িকা অনুসারে ক্লাস চলছে কি না, তা-ও মনিটর করতে বলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের।

আজ মঙ্গলবার এ নির্দেশ দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষা অধিদপ্তর থেকে আদেশটি সরকারি-বেসরকারি সব স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

আদেশে বলা হয়েছে, নতুন কারিকুলাম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক প্রতিষ্ঠানপ্রধান তাঁর প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণকারী বিষয়ভিত্তিক শিক্ষকদের সমন্বয়ে স্ব-উদ্যোগে ইনহাউস প্রশিক্ষণ আয়োজন করবেন। এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধান তাঁর প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক শিক্ষকদের নেওয়া প্রশিক্ষণ অনুযায়ী শিক্ষক সহায়িকা অনুসরণ করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করছেন কি না, তা মনিটর করবেন।

আরও পড়ুন

২০২৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ২০২৪ শিক্ষাবর্ষ থেকে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হয়েছে।

নতুন কারিকুলাম বাস্তবায়নে ইতিমধ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। গত বছরের ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইআইআইএনধারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম চলেছে।

আরও পড়ুন