বাংলা ১ম পত্র - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

প্রবাস বন্ধু

৪১. আবদুর রহমানের বিবেচনায় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কোনটি?

ক. খাজামোল্লা খ. পানশির

গ. কাবুল ঘ. পাগমান

৪২. পানশিরের হাওয়ার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের?

ক. ধারালো ছুরি খ. ঘোড়ার তেজ

গ. ঠান্ডা বরফ ঘ. ময়লাহীন ফুল

৪৩. শীতকালে পানশিরে একেকবার দম ফেলাতে কী পরিমাণ বেমারি বেরিয়ে যাবে?

ক. ১১টি খ. ২০টি

গ. ৬০টি ঘ. ১০০টি

৪৪. ‘শীতকালটা আমি পানশিরেই কাটাব’—কেন?

ক. পাহাড় দেখার জন্য

খ. ভ্রমণের জন্য

গ. প্রাণ বাঁচানোর জন্য

ঘ. ঝরনা দেখার জন্য

৪৫. ‘মর্তমান জাতের কলা’ উৎপন্ন হয় কোথায়?

ক. বালি দ্বীপে

খ. মাদাগাস্কার দ্বীপে

গ. সেন্টমার্টিন দ্বীপে

ঘ. মার্তাবান দ্বীপে

৪৬. আফগানিস্তানের রাজধানীর নাম কী?

ক. দিল্লি খ. ইসলামাবাদ

গ. তেহরান ঘ. কাবুল

আরও পড়ুন

৪৭. আবদুর রহমানের স্বভাবের কোন দিকটিতে কখনো কখনো লেখকের ধৈর্যচ্যুতি ঘটেছে—

i. দেশপ্রেমে

ii. আতিথেয়তায়

iii. সরলতায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৮. সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ঐ কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। উক্তিটিতে প্রকাশ পেয়েছে—

i. আনুগত্যবোধ

ii. শ্রদ্ধা ও আন্তরিকতা

iii. সরলতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৯. ‘কী কী রাঁধতে জানো?’—আবদুর রহমান যা যা রাঁধতে পারে—

i. পোলাও

ii. কোরমা

iii. কাবাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

প্রবাস বন্ধু: ৪১.খ ৪২.ক ৪৩.ঘ ৪৪.গ ৪৫.ঘ ৪৬.ঘ ৪৭.ঘ ৪৮.ঘ ৪৯.ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন