এসএসসি পরীক্ষার্থীদের জন্য দরকারি ছয়টি কথা
প্রিয় পরীক্ষার্থী, এ পরীক্ষায় ভালো করার মাধ্যমেই তুমি কলেজজীবনে প্রবেশ করবে। তারপরই শুরু হবে উচ্চশিক্ষা। প্রতিটি বিষয়ে ভালো করে পরীক্ষা দেওয়াটা খুব জরুরি। পরীক্ষার সময়সূচি, দরকারি নির্দেশনাগুলো হাতের কাছে রাখবে।
১. পরীক্ষার আগেই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম-পেনসিল, স্কেল, রাবার, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর ইত্যাদি ঠিকমতো গুছিয়ে রাখবে।
২. প্রতিটি বিষয় মনোযোগসহকারে রিভিশন দেবে। যা পড়েছ তা-ই রিভিশন দেবে।
৩. সৃজনশীল অংশে প্রশ্ন বাছা্ই করবে খুব সতর্কতার সঙ্গে, বুঝে শুনে। প্রশ্নের সব অংশ ভালোভাবে উত্তর দিতে পারো কি না, তা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে। যে প্রশ্নটি তোমার কাছে সহজ মনে হবে, সেটির উত্তর আগে দেবে।
৪. পরীক্ষার সময় মাথায় অহেতুক চাপ রাখবে না। মাথা ঠান্ডা রাখতে হবে পরীক্ষার পুরো সময়ই। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। পুষ্টিকর খাবার খাবে।
৫. উত্তর লেখার পর রিভিশনের জন্য কিছু সময় হাতে রাখবে। রিভিশনের মাধ্যমে অনেক ভুলত্রুটি দূর হতে পারে।
৬. কোনো লেখা ভুল হলে একটানে কাটবে। বৃত্ত ভরাট করতে সাবধান থাকবে।
রহিমা আক্তার, প্রধান শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা