এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৮

৮১. যন্ত্রপাতির উদ্বৃত্ত জানুয়ারি ১, ২০১৭ তারিখে ৯০,০০০ টাকা। উক্ত বছরে ৩০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো। যন্ত্রপাতি যার ক্রয়মূল্য ছিল ২০,০০০ টাকা এবং অবচয় সঞ্চিতি ৫,০০০ টাকা, বিক্রি করা হলো ১৩,০০০ টাকায়। ২০১৭ সালে ৩০ নভেম্বর যন্ত্রপাতির উদ্বৃত্ত টাকায় কত হবে?

ক. ৯৫,০০০ টাকা

খ. ৯৮,০০০ টাকা

গ. ১,০০,০০০ টাকা

ঘ. ১,০২,০০০ টাকা

৮২. ৪ বছর আগে ২০,০০০ টাকায় একটি কম্পিউটার ক্রয় করা হয়, যার আয়ুষ্কাল ধরা হয়েছিল ৫ বছর। কম্পিউটারটি বর্তমানে ৬,০০০ টাকায় বিক্রয় করা গেলে, লাভ বা লোকসান কত হয়?

ক. ৩,০০০ টাকা লোকসান

খ. ২,০০০ টাকা লাভ

গ. ৪,০০০ টাকা লাভ

ঘ. ২,০০০ টাকা লোকসান

৮৩. একটি আসবাপত্রের ক্রয়মূল্য ৩,৫০০ টাকা। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের হার বার্ষিক ১০%। পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ ২,১০০ টাকা হলে আসবাবটি ক্রয় করা হয়

ক. ১০ বছর আগে খ. ১ বছর আগে

গ. ২ বছর আগে ঘ. ৬ বছর আগে

৮৪. সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় কোনটি বিবেচিত হয় না?

ক. ক্রয়মূল্য

খ. আনুমানিক কার্যকাল

গ. বার্ষিক মুদ্রাস্ফীতি সূচক

ঘ. আনুমানিক নিঃশেষ মূল্য

৮৫. কোন জাতীয় সম্পত্তির ওপর অবচয় ধার্য করা যায়?

ক. চলতি সম্পত্তি খ. স্থায়ী সম্পত্তি

গ. সব সম্পত্তি ঘ. অস্থায়ী সম্পত্তি

৮৬. সম্পত্তির মূল্য ৭,০০০ টাকা, আয়ুষ্কাল ৫ বছর, ভগ্নাবশেষের মূল্য ২,০০০ টাকা, সরলরৈখিক পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত?

ক. ১,০০০ টাকা খ. ১,২৫০ টাকা

গ. ৭৫০ টাকা ঘ. ১,২০০ টাকা

৮৭. একটি যন্ত্রের ক্রয়মূল্য ২০,০০০ টাকা। ১০% হারে অবচয় দেখানো হলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয়ের পরিমাণ কত?

ক. ১,৪১৮ টাকা খ. ১,৪২০ টাকা

গ. ১,৬২০ টাকা ঘ. ১,৮০০ টাকা

৮৮. ১০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করা হলো। ১০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হলে দ্বিতীয় বছরের অবচয়ের পরিমাণ হবে

ক. ৭১০ টাকা খ. ৯০০ টাকা

গ. ৮১০ টাকা ঘ. ১,০০০ টাকা

৮৯. সরলরৈখিক পদ্ধতিতে ৭ বছর আয়ুষ্কাল সম্পন্ন একটি সম্পত্তি বার্ষিক অবচয় ৫,০০০ টাকা। সম্পত্তির অর্জিত মূল্য ৪০,০০০ টাকা হলে এর ভগ্নাবশেষ মূল্য কত হবে?

ক. ৪,০০০ টাকা খ. ৩৫,০০০ টাকা

গ. ১,০০০ টাকা ঘ. ৫,০০০ টাকা

৯০. একটি ব্যবসায় প্রতিষ্ঠান ৩,২০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করেছে। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতি অনুযায়ী ২৫% হারে অবচয় ধার্য করতে হবে। ২ বছর শেষে অবশিষ্ট মূল্য কত হবে?

ক. ১,৬০,০০০ টাকা

খ. ১,৮০,০০০ টাকা

গ. ২,৪০,০০০ টাকা

ঘ. ২,৪৮,০০০ টাকা

সঠিক উত্তর

অধ্যায় ৮: ৮১.গ ৮২.খ ৮৩.ঘ ৮৪.গ ৮৫.খ ৮৬.ক ৮৭.গ ৮৮.খ ৮৯.ঘ ৯০.খ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)