এসএসসি ২০২৩ - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৭
৪১. তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্কের কী পরিবর্তন হবে?
ক. কমবে খ. বাড়বে
গ. শূন্য হবে ঘ. অপরিবর্তিত থাকবে
৪২. নিচের কোনটিতে শব্দের বেগ সবচেয়ে কম?
ক. হীরা খ. লোহা
গ. হাইড্রোজেন ঘ. পানি
৪৩. শব্দের তীক্ষ্ণতার একক কোনটি?
ক. ms-2 খ. Hg
গ. wm-2 ঘ. ms-1
৪৪. বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি?
ক. হারমোনিয়াম খ. তবলা
গ. বেহালা ঘ. ঢোল
৪৫. নিচের কোনটি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়?
ক. তীক্ষ্ণতা খ. তীব্রতা
গ. টিম্বার ঘ. দশা
৪৬. তীব্রতার একক কোনটি?
ক. S-1 খ. ms-1
গ. Hg ঘ. Wm-2
৪৭. কোনো বস্তুর কম্পনের ফলে শব্দতরঙ্গ সৃষ্টি হয়। এ ক্ষেত্রে সম্ভব—
i. প্রতিফলন
ii. প্রতিসরণ
iii. উপরিপাতন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. আলোর তরঙ্গ কোন ধরনের তরঙ্গ?
ক. পর্যাবৃত্ত তরঙ্গ
খ. বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ
গ. তাড়িত চৌম্বকীয় তরঙ্গ
ঘ. যান্ত্রিক তরঙ্গ
৪৯. যান্ত্রিক তরঙ্গের বেগ কিসের ওপর নির্ভর করে?
ক. বিস্তার
খ. দশা
গ. মাধ্যমের প্রকৃতি
ঘ. চাপ
৫০. যে তরঙ্গ কম্পনের দিকের সঙ্গে লম্বভাবে অগ্রসর হয়, তাকে কী বলে?
ক. অণুপ্রস্থ তরঙ্গ
খ. আড় তরঙ্গ
গ. তাড়িত চৌম্বক তরঙ্গ
ঘ. অণুদৈর্ঘ্য তরঙ্গ
সঠিক উত্তর
অধ্যায় ৭: ৪১.ক ৪২.গ ৪৩.খ ৪৪.ক ৪৫.ঘ ৪৬.ঘ ৪৭.ঘ ৪৮.ঘ ৪৯.গ ৫০.ক
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা