বিষয়: বাংলা - পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পর্ব-৬

প্রতীকী ‘মানব–কল্যাণ’ ও ‘তাহারেই পড়ে মনে’ছবি: প্রথম আলো ও মেহমেত আলি পিকার

[প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী, গত পর্বের (পর্ব-১, পর্ব-২,পর্ব-৩,পর্ব-৪পর্ব-৫) ধারবাহিকতায় আমরা আজকে বাংলা বই থেকে দুটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেখব]

বাংলা সাহিত্যপাঠের অন্তর্ভুক্ত আবুল ফজল (১৯০৩-১৯৮৩) রচিত প্রবন্ধ ‘মানব-কল্যাণ’ এবং সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯) রচিত ‘তাহারেই পড়ে মনে’ কবিতা থেকে আজ নির্বাচিত কিছু প্রশ্ন দেওয়া হলো। আমরা ধারাবাহিকভাবে এ আলোচনা ও অনুশীলনী তোমাদের জন্য প্রকাশ করব।
১. কোন কাজ মনুষ্যত্ববোধ ও মানব-মর্যাদাকে ক্ষুণ্ন করে?
A. ভিক্ষা প্রদান করা

B. অন্যকে সাহায্য-সহযোগিতা করা

C. অপরের ব্যথায় ব্যথিত হওয়া

D. মানবসেবায় নিয়োজিত হওয়া

২. ‘নিচের হাত’ বলতে লেখক কী বুঝিয়েছেন?

A. পরোপকারী

B. গ্রহীতা

C. মহত্ত্ব হৃদয়কে

D. দাতা

৩. দান বা ভিক্ষা গ্রহণকারীর মধ্যে কোনটি প্রতিফলিত হয়?
A. বিষণ্নতা

B. সততা

C. মৌনতা

D. দীনতা

৪. জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে তোলা কার দায়িত্ব?
A. জনগণের

B. রাষ্ট্রের

C. সরকারের

D. প্রত্যেকের

৫. মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক কী বুঝিয়েছেন?
A. মানুষের বোধশক্তি নষ্ট হওয়াকে

B. মানুষের কল্যাণ সাধিত হওয়াকে

C. মানুষের অভাব দীর্ঘস্থায়ী হওয়াকে

D. মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ন হওয়াকে

৬. নবী (সা.) ভিক্ষুককে কী দিয়েছিলেন?
A. অর্থ

B. গরু

C. কুড়াল

D. কাপড়

৭. সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি?
A. পরিবার

B. গোত্র

C. দল

D. ব্যক্তি

৮. ‘Human dignity’ বলতে লেখক কী বুঝিয়েছেন?
A. মানব-মর্যাদাকে

B. মানব–কল্যাণকে

C. মানবধর্মকে

D. মানবাধিকারকে

৯. ‘রেডক্রস’ কোন ধরনের সংস্থা?
A. অর্থনৈতিক

B. সেবাধর্মী

C. সামাজিক

D. বাণিজ্যিক

১০. অস্তিত্ববাদের মূলকথা কী?
A. সামষ্টিক মানুষের অস্তিত্বকে অস্বীকার করা

B. ব্যক্তিমানুষের অস্তিত্বকে অস্বীকার করা

C. ব্যক্তিমানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান

D. সামষ্টিক মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান

১১. ‘Rational’ শব্দের আভিধানিক অর্থ কী?
A. বিচারবুদ্ধিসম্পন্ন

B. মানবিকতাসম্পন্ন

C. জাতীয়তাবোধসম্পন্ন

D. আচরণগত

১২. ‘তাহারেই পড়ে মনে’ কী ধরনের কবিতা?
A. শোক কবিতা

B. কাহিনি কবিতা

C. গাথা কবিতা

D. সংলাপপ্রধান কবিতা

১৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ফুল ফোটার কথা বলা হয়েছে?
A. গাঁদা ফুল

B. রজনীগন্ধা ফুল

C. মাধবী কুঁড়ির ফুল

D. বাতাবিলেবুর ফুল

১৪. ‘কুহেলি’ শব্দের অর্থ—
A. কোকিলা

B. কুহুধ্বনি

C. কুয়াশা

D. জ্যোত্স্না

১৫. বসন্ত কাকে সরণ করে পৃথিবীতে এসেছে?
A. কবিকে

B. প্রিয়জনকে

C. ফাল্গুনকে

D. প্রকৃতিকে
১৬. সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থের নাম—
A. অবরোধবাসিনী

B. উদাত্ত পৃথিবী

C. মাটির ফসল

D. এক পথ দুই বাঁক

১৭. কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন মৃত্যুবরণ করেন কত সালে?
A. ১৯২৪

B. ১৯২৯

C. ১৯৩২

D. ১৯৩৪

১৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
A. ভারতী

B. মাসিক মোহাম্মদী

C. মাহে-নও

D. সমকাল

১৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’ বলতে বোঝানো হয়েছে—
A. শীত ঋতু

B. কুয়াশা

C. আঁধার

D. জীর্ণ অবস্থা

২০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির বসন্তবিমুখতার কারণ—
A. অভিমান

B. দ্বিধা

C. রাগ

D. প্রিয় বিয়োগ

আগামী পর্বে থাকবে – মাসি পিসি, আঠারো বছর বয়স


উত্তরমালা
১। A. ভিক্ষা প্রদান করা ২। B. গ্রহীতা ৩। D. দীনতা ৪। B. রাষ্ট্রের ৫। D. মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ন হওয়াকে ৬। C. কুড়াল ৭। A. পরিবার ৮। A. মানব-মর্যাদাকে ৯। B. সেবাধর্মী ১০। C. ব্যক্তিমানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান
১১। A. বিচারবুদ্ধিসম্পন্ন ১২। D. সংলাপপ্রধান কবিতা ১৩। D. বাতাবিলেবুর ফুল ১৪। C. কুয়াশা ১৫। C. ফাল্গুনকে ১৬। B. উদাত্ত পৃথিবী  ১৭। C. ১৯৩২ ১৮ । B. মাসিক মোহাম্মদী ১৯। A. শীত ঋতু ২০। D. প্রিয় বিয়োগ

রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা