এইচএসসি ২০২৩ - জীববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১. কোষের অভ্যন্তরে PH রক্ষা করে কোনটি?

ক. সাইটোপ্লাজম খ. কোষগহ্বর

গ. গ্লাইঅক্সিজোম ঘ. নিউক্লিওপ্লাজম

২. কোনটি স্টপ কোডন?

ক. AUG খ. CCG

গ. UAG ঘ. UAU

৩. RNA থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কী বলে?

ক. রেপ্লিকোলন খ. ট্রান্সলেশন

গ. ট্রান্সক্রিপশন ঘ. ট্রান্সফরমেশন

৪. প্লাজমামেমব্রেন-এর ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল?

ক. লিপিড খ. প্রোটিন

গ. এনজাইম ঘ. কার্বোহাইড্রেট

৫. শক্তির রূপান্তরের সঙ্গে জড়িত অঙ্গাণু কোনটি?

ক. রাইবোজোম খ. ক্লোরোপ্লাস্ট

গ. লাইসোজোম ঘ. গলজি বডি

৬. কোষের শক্তি উত্পাদনকারী অঙ্গাণু কোনটি?

ক. ক্লোরোপ্লাস্ট খ. রাইবোজোম

গ. মাইটোকন্ড্রিয়া ঘ. গলজি বস্তু

৭. প্রি mRNA এর যে অংশে ট্রান্সলেশন হয়, তাকে কী বলে?

ক. Exons খ. Zntrons

গ. Splicing ঘ. Muton

৮. কোষ বিভাজনের সময় কোষপ্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু?

ক. গলজি বস্তু খ. রাইবোজোম

গ. লাইসোজোম ঘ. মাইক্রোটিবিউলস

৯. পাইরিমিডিন বেস কোনটি?

ক. অ্যাডেনিন ও থাইসিন

খ. গুয়ানিন ও সাইটোসিন

গ. সাইটোসিন ও ইউরাসিল

ঘ. অ্যাডোনিন ও ইউরাসিল

১০. DNA ধারণকারী কোষীয় অঙ্গাণু—

i. ক্লোরোপ্লাস্ট

ii. মাইটোকন্ড্রিয়া

iii. রাইবোজোম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.খ ২.গ ৩.খ ৪.ক ৫.খ ৬.গ ৭.ক ৮.ক ৯.গ ১০.ক

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন