মেডিকেল ভর্তি পরীক্ষা: পূর্ণাঙ্গ মডেল টেস্ট-৩

বিশেষ নির্দেশনা: এখানে মোট ১০০টি প্রশ্ন আছে। এই মডেল টেস্টটি আজকের প্রথম আলোর ছাপা কাগজেও পাওয়া যাচ্ছে। নিচে দেওয়া নির্দেশনা মতো মডেল টেস্ট দিন। এই মডেল টেস্টটি তৈরি করেছেন ঢাকা মেডিকেলের প্রাক্তন পাঁচজন মেধাবী শিক্ষার্থী, যারা হলেন:

  • ডা. রিজভী তৌহিদ (জাতীয় মেধায় ১ম, ২০১৬-১৭)

  • ডা. মাইনুল ইসলাম সফল (জাতীয় মেধায় ১০ম, ২০১৬-১৭)

  • ডা. শেখ সাদী (জাতীয় মেধায় ১৫ তম, ২০১৬-১৭)

  • ডা. অন্তর সাহা (জাতীয় মেধায় ৩৭ তম, ২০১৬-১৭)

  • ডা. নাইমুল ইসলাম রাহাত (জাতীয় মেধায় ৮৫ তম, ২০১৬-১৭)

যেভাবে মডেল টেস্টটি দিবেন: ঘড়ি ধরে ১ ঘন্টার একটি সময় ঠিক করে নিন। নিচে দেওয়া OMR শিটটি প্রিন্ট করে নিন (অথবা মডেল টেস্ট ১মডেল টেস্ট ২-এর মতো করে খাতায় লিখেও চালিয়ে নিতে পারেন)। মডেল টেস্ট দেওয়া শুরু করলে OMR শিটে প্রতিটি প্রশ্নের বিপরীতে সঠিক অপশনটির বৃত্ত ভরাট করুন। এভাবে পুরো ১০০টি প্রশ্নের উত্তর দিন। সময় দেখে কতক্ষণ লাগল সেটাও লিখে রাখতে পারেন। নিচে সঠিক উত্তর দেওয়া আছে, সেটির সঙ্গে OMR শিটের উত্তর মিলিয়ে নিন। যেকোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে ভিজিট করুন প্রথম আলো-পড়াশোনার ফেসবুক পেজে অথবা ই-মেইল করুন এই ঠিকানায় [email protected]
OMR শিট ডাউনলোড করুন.pdf

1. He has assured me safety.
(A) with
(B) at
(C) for
(D) of
2. ‘সেপ্টেম্বর অন যশোর রোড’–এর রচয়িতা—
(A) খলিল জিবরান
(B) রবার্ট ফ্রস্ট
(C) ওয়াল্ট হোয়াইটম্যান
(D) অ্যালেন গিন্সবার্গ
3. কোনো ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স কত হলে ওই ভেক্টর ক্ষেত্রটি সলিনয়ডাল হবে?
(A) ১
(B) ০
(C) অসীম
(D) কোনোটিই নয়
4. পানিকে 0°C তাপমাত্রা হতে 10°C তাপমাত্রায় উত্তপ্ত করলে উহার আয়তন—
(A) প্রথমে কমে তারপর বাড়ে
(B) কমে
(C) অপরিবর্তিত থাকে
(D) প্রথমে বাড়ে তারপর কমে
5. 50 পাকবিশিষ্ট কোনো কুণ্ডলীতে 0.02. সেকেন্ডে চৌম্বক ফ্লাক্স 0.03 Wb থেকে 0.025 Wb এ পরিণত করা হলে ওই কুণ্ডলীতে আবিষ্ট emf কত?
(A) 0.125
(B) 12.5
(C) 25
(D) 50
6. ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল 1971 সালের ডিসেম্বর মাসের—
(A) ৫ তারিখ
(B) ৬ তারিখ
(C) ৭ তারিখ
(D) ৮ তারিখ
7. RNA ভাইরাস নয় কোনটি?
(A) ডেঙ্গু
(B) পোলিও
(C) মাম্পস
(D) ভ্যারিওলা
8. একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে?
(A) হালকা বস্তুর গতিশক্তি
(B) ভারী বস্তুর গতিশক্তি
(C) উভয়ের গতিশক্তি সমান
(D) কোনোটিই নয়
9. আয়নিক বন্ধন গঠনের সময় অধাতব পরমাণু কোন ধরনের চার্জে চার্জিত হয়?
(A) উপধর্মী
(B) ঋণাত্মক
(C) চার্জ নিরপেক্ষ
(D) ধনাত্মক
10. হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালি নির্ণয় করেন কে?
(A) মিলিকান
(B) রিডবার্গ
(C) ক্রুকস্
(D) স্টোনি
11. মানুষে রক্ত জমাট বাঁধার স্বাভাবিক সময়কাল কত?
(A) ৪-৫ মিনিট
(B) ১০-১৫ মিনিট
(C) ২০-২৫ মিনিট
(D) ২-৩ মিনিট
12. থ্যালামাস সম্পর্কে যে উক্তিটি সত্য নয়—
(A) এটি গ্রেম্যাটারে গঠিত
(B) স্নায়ু আবেগ →থ্যালামাস→সেরেব্রাম
(C) থ্যালামাস উদ্বেগের কেন্দ্র
(D) এটি ডিম্বাকার
13. লেন্সের চারপাশে বায়ুর পরিবর্তে অন্য কোন ঘন মাধ্যম থাকলে লেন্সের ফোকাস দূরত্ব—
(A) হ্রাস পায়
(B) বৃদ্ধি পায়
(C) একই থাকে
(D) পরিবর্তিত হবে কি না বলা যায় না
14. You have no right to do it. Here ‘right’ is—
(A) Noun
(B) Adjective
(C) Adverb
(D) Verb
15. Which one of the following is correct?
(A) He speaks English like English.
(B) He speaks the English like English.
(C) He speaks English like the English.
(D) He speaks the English like the English.
16. নিচের কোনটি দুধের প্রোটিন?
(A) ট্রিপসিন
(B) Actin
(C) হোয়ে
(D) মিয়োসিন
17. কোনটি হাইড্রার চলন নয়?
(A) লুপিং
(B) গ্লাইডিং
(C) ড্রপিং
(D) ক্রলিং
18. শ্বসনের কোন ধাপে O2 প্রয়োজন হয়?
(A) গ্লাইকোলাইসিস
(B) এসিটাইল কো এ সৃষ্টি
(C) ক্রেবস চক্র
(D) ETS
19. নিম্নের কোনটি দ্বারা হেক্সামিন তৈরি হয়?
(A) ফরমালিন
(B) অ্যামিন
(C) ইথিলিন
(D) ফরমালডিহাইড
20. মুজিবনগর সরকারের অস্থায়ী সদর দপ্তর কোথায় ছিল?
(A) মেহেরপুর
(B) কলকাতা
(C) দিল্লি
(D) আগরতলা
21. তড়িৎদ্বার বিভব নিচের কোনটির ওপর নির্ভরশীল নয়?
(A) তাপমাত্রা
(B) তড়িৎ বিশ্লেষ্যের ঘনমাত্রা
(C) তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতি
(D) তড়িৎদ্বারের আকার
22. কোনটি প্যারান্যাসাল সাইনাস নয়?
(A) ম্যাক্সিলারি
(B) ম্যান্ডিবুলার
(C) ফ্রন্টাল
(D) এথময়ডাল
23. Passive form of—‘Do not shut the door’.
(A) The door is not to be shut
(B) The door may not be shut
(C) Let not the door be shut
(D) The door will not be shut
24. প্রকৃতিতে আর্সেনিকের খনিজ সালফাইড নয় কোনটি?
(A) নিকোলাইট
(B) নিকেল গ্ল্যান্স
(C) ওরপিমেন্ট
(D) আর্সেনোলাইট
25. প্রাণশক্তি মতবাদের প্রবক্তা কে?
(A) বার্জেলিয়াস
(B) ডাল্টন
(C) ফ্রেডরিখ উহলার
(D) জি এস কোব

26. নিচের কোন বলের কারণে বিটা ক্ষয় হয়?
(A) সবল নিউক্লিয় বল
(B) মহাকর্ষ বল
(C) তড়িৎ চুম্বকীয় বল
(D) দুর্বল নিউক্লীয় বল
27. ক্রমবর্ধমান শক্তির সঠিক ক্রম কোনটি?
(A) 5p<6s<4f
(B) 4f<5d<6s
(C) 6s<4d<5p
(D) 5f<7s<6p
28. কোনটির কেলাস ঘনক আকৃতির?
(A) NaCl
(B) SnCl2
(C) BaSO4
(D) KNO3
29. একটি নৌকাকে লগি দিয়ে গতিশীল করা হলে নিচের কোন রাশি নৌকাটিকে সামনে এগিয়ে নিয়ে যায়?
(A) লগি কর্তৃক প্রযুক্ত বলের উলম্ব উপাংশ
(B) লগি কর্তৃক প্রযুক্ত বলের অনুভূমিক উপাংশ
(C) প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ
(D) প্রতিক্রিয়া বলের উলম্ব উপাংশ
30. নিচের কোনটি সেক্সলিংকড অসুখ নয়?
(A) বর্ণান্ধতা
(B) মাস্কুলার ডিসট্রফি
(C) রক্ত স্বল্পতা
(D) হিমোফিলিয়া
31. তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কোনটি ভুল?
(A) পরমাণুর আকার বৃদ্ধিতে হ্রাস পায়
(B) নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিতে বৃদ্ধি পায়
(C) আকার বৃদ্ধিতে বৃদ্ধি পায়
(D) একই গ্রুপে নিচের দিকে হ্রাস পায়
32. Rh ফ্যাক্টর মোট কয়টি সাধারণ অ্যান্টিজেনের সমষ্টিবিশেষ?
(A) 6
(B) 3
(C) 2
(D) 4
33. What is the correct spelling?
(A) Bureaucracy
(B) Bureucracy
(C) Boreucracy
(D) None of them
35. I spent with the patient.
(A) some time
(B) sometime
(C) sometimes
(D) some times
34. পাতার প্রতিটি ক্লোরোফিল অণু তৈরিতে কোন মৌল দরকার?
(A) Ca
(B) Mg
(C) K
(D) Fe
36. অসম বেগের ক্ষেত্রে—
(A) শুধু দিকের পরিবর্তন হয়
(B) শুধু মানের পরিবর্তন হয়
(C) উভয়েরই পরিবর্তন হয়
(D) কোনোটিই নয়
37. By next month Ms. Karim the mayor of rupnagar for two years.
(A) will be
(B) will
(C) have been
(D) will have been
38. ‘স্বোপার্জিত স্বাধীনতা’–এর ভাস্কর—
(A) হামিদুজ্জামান খান
(B) মর্তুজা বশীর
(C) শামীম সিকদার
(D) মৃণাল হক
39. H2SO4 এর অপর নাম কী?
(A) অয়েল অব ভিট্রিয়ল
(B) অয়েল অব ভেনাস
(C) অয়েল অব সালফার
(D) অয়েল অব ম্যাগনেশিয়া
40. বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?
(A) চর কুকরি মুকরি
(B) নিঝুম দ্বীপ
(C) সেন্টমার্টিন
(D) চর নিজাম
41. লাল অস্থিমজ্জার বড় মেগাক্যারিওসাইট থেকে উৎপত্তি লাভ করে—
(A) লিউকোসাইট
(B) মনোসাইট
(C) থ্রম্বোসাইট
(D) লিম্ফোসাইট
42. ম্যান্টল কিসের শনাক্তকারী বৈশিষ্ট্য?
(A) Annelida
(B) Arthropoda
(C) Actoprocta
(D) Mollusca
43. রুই মাছের হৃৎপিণ্ডের উপ প্রকোষ্ঠ কোনটি?
(A) অ্যাট্রিয়াম
(B) সাইনাস ভেনোসাস
(C) ভেন্ট্রিকল
(D) কোনোটিই নয়
44. প্যাটেলা কোথায় অবস্থিত?
(A) টিবিয়ার প্রান্তে
(B) ফিবুলার প্রান্তে
(C) ফিমারের প্রান্তে
(D) শ্রোণি অস্থিচক্রে
45. পরীক্ষাগারে ব্যবহৃত গ্লাস সামগ্রী কোনটি?
(A) টেস্টটিউব
(B) পিপেট
(C) ব্যুরেট
(D) সবগুলো
46. নিচের কোনটি লাইসোজোমের কাজ নয়?
(A) কোষ বিভাজনের সময় প্রেরণা জোগায়
(B) কেরাটিন সৃষ্টিতে সাহায্য করে
(C) ডিম্বাণুর আবরণের অংশ বিশেষের বিগলন ঘটায়
(D) প্রোটিন উৎপাদন করে
47. আয়োডোফরম বিক্রিয়া ব্যবহৃত হয়—
(A) ইথাইল অ্যালকোহল শনাক্তকরণে
(B) ফেনল শনাক্তকরণে
(C) মিথাইল অ্যালকোহল শনাক্তকরণ
(D) কোনোটিই নয়
48. নিচের কোন জোড়া আইসোবার?
(A) 146C,147N
(B) 146C,136C
(C) 146C,168O
(D) 6429Cu, 6430Zn
49. ‘রিফিউজি-৭১’–এর পরিচালক কে?
(A) জহির রায়হান
(B) বাবুল চৌধুরি
(C) রবার্ট রজার্স
(D) বিনয় রায়
50. মল্ট মিশ্রণে থাকে?
(A) ১৫% মিথানল
(B) ৬-১০% ইথানল
(C) ১০% ইথানল
(D) ১০% ইথানয়িক অ্যাসিড

51. কেঁচোর ভেজা মাটিতে বসবাস—
(A) হাইড্রোট্যাক্সিস
(B) জিওট্যাক্সিস
(C) থিগমোট্যাক্সিস
(D) স্টেরোট্যাক্সিস
52. নিচের কোনটি সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য?
(A) কাণ্ড শাখা–প্রশাখাযুক্ত
(B) গ্যামেটোফাইট বিদ্যমান
(C) সমরেণুপ্রসূ
(D) পক্ষল যৌগিক পত্রবিশিষ্ট
53. জিবেরেলিন নামক হরমোন আহরণ করা হয় কোন ছত্রাক থেকে?
(A) Gibberella fujikuri
(B) Rhizopus
(C) Neurospora crassa
(D) Mucor
54. বেগুনি বর্ণের আলোকের চেয়ে লাল বর্ণের আলোকের জন্য ন্যূনতম বিচ্যুতি কোণ—
(A) বেশি
(B) কম
(C) সমান
(D) কোনোটিই নয়
55. একটি মাত্র বাদ্যযন্ত্র থেকে যে শব্দের সৃষ্টি হয়, তাকে কী বলে?
(A) সমমেল
(B) টনিক
(C) ত্রয়ী
(D) সলো
56. ওডোন্টয়েড প্রসেস থাকে কোনটিতে?
(A) ফিমার
(B) স্যাক্রাম
(C) অ্যাটলাস
(D) অ্যাক্সিস
57. প্রতিটি ফিউশন বিক্রিয়ায় কত MeV শক্তি নির্গত হয়?
(A) 200
(B) 13.6
(C) 2000
(D) 17.6
58. মৃৎক্ষারীয় ধাতুর জারণসংখ্যা কত?
(A) +1
(B) +2
(C) -2
(D) -3
59. ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ কোনটি?
(A) শিম
(B) ছোলা
(C) রেড়ি
(D) পান
60. হাইড্রার প্রতিসাম্যতা কোন ধরনের?
(A) দ্বিপার্শ্বীয়
(B) সমদ্বিপার্শ্বীয়
(C) অপ্রতিসম
(D) অরীয় প্রতিসম
61. অগ্ন্যাশয় রস সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
(A) একটি অম্লীয় তরল
(B) দুই ধরনের পরিপাকীয় এনজাইম থাকে
(C) বহিঃক্ষরা অংশ থেকে রসের অংশ হিসেবে ক্ষরিত হয় NH4+ আয়ন
(D) অম্ল-ক্ষারের সাম্য, পানিসাম্য, দেহ তাপ প্রভৃতি নিয়ন্ত্রণ করে
62. 25°C এ Mg(OH)2 এর দ্রাব্যতা গুণফল 4×10-3 হলে, তখন OH- অয়নের ঘনমাত্রা কত molL-1 হয়?
(A) 10-1
(B) 10-2
(C) 10-3
(D) 10-4
63. নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বিজারক?
(A) H
(B) Zn
(C) Fe
(D) Cu
64. স্পার্মিওজেনেসিস প্রক্রিয়া সম্পন্ন হতে কত দিন সময় লাগে?
(A) ৬০-৭০ দিন
(B) ৯০-১০০ দিন
(C) ৪০-৫০ দিন
(D) ২০-৩০ দিন
65. শার্পেনিং এজেন্ট নয় কোনটি?
(A) Na2S
(B) NaCN
(C) জৈব অ্যামিন
(D) NaClO4
66. ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময়কাল কত?
(A) 0.3
(B) 0.7
(C) 0.5
(D) 0.1
67. একটি 220 ভোল্টের হিটার 110 ভোল্টে চালালে উৎপাদিত তাপ-
(A) অর্ধেক হবে
(B) দ্বিগুণ হবে
(C) তিন গুণ হবে
(D) একই পরিমাণ হবে
68. The father with his three sons left the place.
(A) have
(B) were
(C) has
(D) will
69. The antonym of ‘opaque’ is-
(A) Transparent
(B) Dark
(C) Hazy
(D) Obscure
70. অ্যাসিড বৃষ্টিতে নিচের কোন অ্যাসিডটির ভূমিকা নেই?
(A) H2SO3
(B) HNO3
(C) HCL
(D) H2SO4
71. স্থির অবস্থান থেকে চলমান বস্তুর ক্ষেত্রে কোনটি সত্য নয়?
(A) বেগ সময়ের সমানুপাতিক
(B) সরণ সময়ের বর্গের সমানুপাতিক
(C) বেগ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক
(D) বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক
72. চলনের সময় হাঁটুকে ভাজ করে কোন মাংসপেশি?
(A) বাইসেপস ফিমোরিস
(B) ট্রাইসেপস
(C) ডেলটয়েড
(D) রেকটাস ফিমোরিস
73. রুই মাছের আঁইশ কোন ধরনের?
(A) সাইক্লয়েড
(B) প্লাকয়েড
(C) গ্যানয়েড
(D) কোনোটিই নয়
74. My wife reminded me .
(A) of my appointment
(B) to go my appointment
(C) to my appointment
(D) my appointment
75. Which one is a masculine gender?
(A) Nurse
(B) Judge
(C) Virgin
(D) Shrew

76. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল?
(A) সিপাহি
(B) ল্যান্স নায়েক
(C) হাবিলদার
(D) ক্যাপ্টেন
77. সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে কোনটি?
(A) গলগি বডি
(B) লাইসোজোম
(C) ক্লোরোপ্লাস্ট
(D) সেন্ট্রিওল
78. কোন দ্রবণে সামান্য অম্ল বা ক্ষার যোগ করলে pH এর মান পরিবর্তিত হয় না?
(A) মোলার দ্রবণ
(B) ঘন দ্রবণ
(C) ফেনফথ্যালিন দ্রবণ
(D) বাফার দ্রবণ
79. একটি বস্তুকে 4.9 ms-1 বেগে খাড়া ওপরের দিকে ছুড়ে দিয়ে তা কতক্ষণ শূন্যে থাকবে?
(A) 2 s
(B) 1 s
(C) 3 s
(D) 4 s
80. ৭ মার্চ ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
(A) ৬
(B) ৪
(C) ১১
(D) ৭
81. নিচের কোনটি বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ?
(A) ইপক্সি ইথেন
(B) সাইক্লোপ্রোপেন
(C) বেনজিন
(D) পিরিডিন
82. পৌষ্টিকনালির সর্বাধিক প্যাঁচানো অংশ—
(A) ডিওডেনাম
(B) জেজুনাম
(C) ইলিয়াম
(D) কোলন
83. গ্যাসের পরম তাপমাত্রা অণুগুলোর মোট গতিশক্তির—
(A) সমানুপাতিক
(B) ব্যস্তানুপাতিক
(C) বর্গের সমানুপাতিক
(D) বর্গের ব্যস্তানুপাতিক
84. Helal’s luck Couldn’t have been than Ahnaf.
(A) worst
(B) worser
(C) worse
(D) worsted
85. মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি— গানটির শিল্পী কে?
(A) আপেল মাহমুদ
(B) সৈয়দ আব্দুল হাদী
(C) আবদুল জব্বার
(D) রুনা লায়লা
86. কৃত্রিম অ্যান্টি–অক্সিডেন্ট কোনটি?
(A) ভিটামিন-C
(B) NaCl
(C) সুগার
(D) প্রোপাইল গ্যালেট
87. নিচের কোনটি সেলুলোজের ধর্ম নয়?
(A) সেলুলোজ স্বাদহীন, গন্ধহীন
(B) পানিতে অদ্রবণীয়
(C) মিষ্টি বিবর্জিত
(D) বিজারণ ক্ষমতা আছে
88. I (buy) a new bicycle last week.
(A) have bought
(B) had bought
(C) have been buying
(D) bought
89. ‘হুলিয়া’ চলচ্চিত্রের পরিচালক কে?
(A) চাষী নজরুল ইসলাম
(B) আমজাদ হোসেন
(C) তানভীর মোকাম্মেল
(D) জহির রায়হান
90. পাতার মর্মর শব্দের তীব্রতা লেভেল কত dB?
(A) 30
(B) 40
(C) 10
(D) 20
91. নিম্নের কোনটি খনিজ উদ্ভিদের খনিজ পুষ্টি দ্রব্যের মাইক্রো উপাদান নয়?
(A) লৌহ
(B) তামা
(C) সালফার
(D) ক্লোরিন
92. Co এবং Co2+ এর জন্য নিচের কোন যোজ্যতা ইলেকট্রন বিন্যাস সঠিক হবে?
(A) 3d5 4s1 and 3d5 4s0
(B) 4d7 5s2 and 4d7 5s0
(C) 3d7 3s2 and 3d7 3s0
(D) 3d7 4s2 and 3d7 4s0
93. Tamara speaks very Russian, but she knows words.
(A) little, a little
(B) little, a few
(C) few, little
(D) a few, few
94. 60 W-220V ও 60W-110V বাল্ব দুটির রোধের অনুপাত কত?
(A) 1: 1
(B) 2: 1
(C) 1: 4
(D) 4: 1
95. ‘The French’ refers to—
(A) The French people
(B) The French language
(C) The French manners
(D) The French society
96. কপাটিকা সৃষ্টি করে হৃৎপিণ্ডের কোন স্তর?
(A) এপিকার্ডিয়াম
(B) মায়োকার্ডিয়াম
(C) পেরিকার্ডিয়াম
(D) এন্ডোকার্ডিয়াম
97. পরম শূন্য তাপমাত্রা কোনটি?
(A) 0°C
(B) 0 K
(C) -273.15°C
(D) B & C
98. ‘g’–এর মানের ক্ষেত্রে নিচের কোনটি মিথ্যা?
(A) পৃথিবী পৃষ্ঠে বেশি হয়
(B) মেরু অঞ্চল অপেক্ষা বিষুব অঞ্চলে কম হয়
(C) পৃথিবীর কেন্দ্রে শূন্য হয়
(D) কোনোটিই নয়
99. রান্নার ফ্রাই প্যানে কোনটির কোটিং দেওয়া হয়?
(A) পলিপ্রোপিন
(B) PVC
(C) টেফলন
(D) পলিস্ট্যারিন
100. দুধে কী থাকে?
(A) Spermin
(B) Lysozyme
(C) Lactoperoxidase
(D) Hydrolase

সঠিক উত্তর

1. (D), 2) (D), 3. (B), 4. (A), 5. (B), 6. (B), 7. (D), 8. (A), 9. (B), 10. (B),

11. (A), 12. (C), 13. (B), 14. (A), 15. (C), 16. (C), 17. (C), 18. (D), 19. (A), 20. (B),

21. (D), 22. (B), 23. (C), 24. (A), 25. (A), 26. (D), 27. (A), 28. (A), 29. (B), 30. (C),

31. (C), 32. (A), 33. (A), 34. (A), 35. (B), 36. (B), 37. (D), 38. (C), 39. (A), 40. (C),

41. (C), 42. (D), 43. (B), 44. (D), 45. (D), 46. (D), 47. (A), 48. (A), 49. (D), 50. (C),

51. (A), 52. (D), 53. (A), 54. (B), 55. (D), 56. (D), 57. (D), 58. (B), 59. (D), 60. (D),

61. (D), 62. (A), 63. (B), 64. (A), 65. (D), 66. (C), 67. (A), 68. (C), 69. (A), 70. (C),

71. (C), 72. (A), 73. (A), 74. (A), 75. (B), 76. (A), 77. (C), 78. (D), 79. (B), 80. (B),

81. (D), 82. (C), 83. (A), 84. (C), 85. (A), 86. (D), 87. (D), 88. (D), 89. (C), 90. (C),

91. (C), 92. (D), 93. (B), 94. (D), 95. (A), 96. (D), 97. (D), 98. (D), 99. (C), 100. (C)

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন