সোনার তরী
১. ‘ওগো তুমি কোথা যাও কোন বিদেশে’—এখানে ‘তুমি’ কে?
ক. কৃষক খ. তরী
গ. মাঝি ঘ. কবি
২. কবি ‘ছোট খেত’ বলতে কী বোঝাতে চেয়েছেন?
ক. আয়তনে ছোট খেত
খ. নদীর ছোট চর
গ. মানুষের জীবনপরিধি
ঘ. অজানার দেশ
অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জয়নুল আবেদিন বিখ্যাত চিত্রশিল্পী। তিনি শিল্পাচার্য নামে পরিচিত। তাঁর বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে ‘দুর্ভিক্ষের চিত্রমালা’, ‘সংগ্রাম’, ‘সাঁওতাল রমণী’, ‘ঝড়’সহ আরও অনেক ছবি। পৃথিবীর মানুষ এই শিল্পীর পেনসিলের আঁচড়ে প্রতিফলিত দুর্ভিক্ষতাড়িত মানুষ ও সেই সময়কে আজও অনুভব করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠায় তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব।
৩. জয়নুল আবেদিনের সঙ্গে ‘সোনার তরী’ কবিতার কিসের সাদৃশ্য রয়েছে?
ক. মাঝি খ. ভরা নদী
গ. তরী ঘ. কৃষক
৪. উক্ত সাদৃশ্যের পরিপ্রেক্ষিতে কী বলা যায়?
ক. জীবন অতি সংক্ষিপ্ত
খ. সৃষ্টি অবিনশ্বর
গ. সম্পদ ক্ষণস্থায়ী
ঘ. সময় অনন্ত প্রবাহী
৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫ বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. ভানুসিংহ ঠাকুরের পদাবলী
খ. বনফুল
গ. চিত্রা
ঘ. সোনার তরী
৬. ‘শেষের কবিতা’ কোন ধরনের রচনা?
ক. ছোটগল্প খ. উপন্যাস
গ. প্রবন্ধ ঘ. কাব্যগ্রন্থ
৭. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬০ খ. ১৮৬১
গ. ১৮৬২ ঘ. ১৮৬৩
৮. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯১৩ খ. ১৯১৪
গ. ১৯১৫ ঘ. ১৯১৬
৯. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
ক. বনফুল খ. গীতাঞ্জলি
গ. সোনার তরী ঘ. বলাকা
১০. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৮৯৯ খ. ১৮৯৪
গ. ১৯৪১ ঘ. ১৯৪৬
সঠিক উত্তর
সোনার তরী: ১.গ ২.গ ৩.ঘ ৪.খ ৫.খ ৬.খ ৭.খ ৮.ক ৯.খ ১০.গ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা