এইচএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৯১-৯৭)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

৯১. নিচের কোনটি প্রতিষ্ঠানের অন্তর্দায়?

ক. ঋণপত্র খ. প্রদেয় হিসাব

গ. মূলধন ঘ. ব্যাংক জমাতিরিক্ত

৯২. নিচের কোন লেনদেনের সঙ্গে নগদ প্রবাহ জড়িত নয়?

ক. লভ্যাংশ প্রদান

খ. পাওনাদারের দাবি পরিশোধ

গ. অগ্রিম প্রদত্ত ভাড়া

ঘ. কুঋণ অবলোপন

৯৩. প্রদেয় মাসিক ভাড়া ২,০০০ টাকা। রেওয়ামিলের ডেবিটে প্রদত্ত ভাড়া দেওয়া আছে ২০,০০০ টাকা। বকেয়া ভাড়া কত?

ক. ৪,০০০ টাকা

খ. ২০,০০০ টাকা

গ. ২২,০০০ টাকা

ঘ. ২৪,০০০ টাকা

৯৪. বছরের শুরুর তারিখে আসবাবপত্র ১,০০,০০০ টাকা, চলতি বছরের মাঝামাঝি সময়ে ৪০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করা হয়েছে এবং অবচয়ের হার ১০% হলে আসবাবপত্রের অবচয় কত?

ক. ৮,০০০ টাকা

খ. ১০,০০০ টাকা

গ. ১২,০০০ টাকা

ঘ. ১৪,০০০ টাকা

৯৫. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আর্থিক বিবরণীতে কীভাবে দেখানো হয়?

ক. সাময়িকভাবে

খ. স্থায়ীভাবে

গ. অপ্রত্যাশিতভাবে

ঘ. অনিশ্চিতভাবে

৯৬. অবচয় খরচ ব্যবসাপ্রতিষ্ঠানের—

i. সম্পদ বৃদ্ধি করে

ii. ব্যয় বৃদ্ধি করে

iii. সম্পদ হ্রাস করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯৭. সমাপনী মজুত পণ্যের মূল্য বেশি দেখানো হলে—

i. বিক্রীত পণ্যের ব্যয় কম দেখানো হবে

ii. নিট মুনাফা বেশি দেখানো হবে

iii. চলতি সম্পদ বেশি দেখানো হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৯১.গ ৯২.ঘ ৯৩.ক ৯৪.গ ৯৫.ক ৯৬.গ ৯৭.ঘ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা