এইচএসসি ২০২৩ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
৭১. কোনটি নতুন পণ্যের ডিজাইন তৈরিতে প্রয়োজন?
ক. CAD খ. PLA
গ. MICR ঘ. GPS
৭২. চালকবিহীন বিমানকে কী বলা হয়?
ক. ড্রোন খ. মিসাইল
গ. রকেট ঘ. ফাইটার
৭৩. UAV–এর পূর্ণরূপ কী?
ক. Unnamed Aerial Vehicle
খ. Unmounted Aerial Vehicle
গ. United Aerial Vehicle
ঘ. Unmanned Aerial Vehicle
৭৪. বায়োমেট্রিকস পদ্ধতি ব্যবহৃত হয়—
i. বাড়ির নিরাপত্তায়
ii. শিক্ষার্থীদের উপস্থিতি নির্ণয় করতে
iii. অপরাধপ্রবণতা শনাক্তকরণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৫. MIST–এর পূর্ণরূপ কী?
ক. Marine Institute of Science and Technology
খ. Military Institute of Science and Technology
গ. Malaysia Institute of Science and Technology
ঘ. Multinational Institute of Science and Technology
৭৬. কোনটি বায়োমেট্রিকসে ব্যবহৃত হয়?
ক. সেন্সর
খ. ডিজিটাল মিটার
গ. ওয়েট মিটার
ঘ. থার্মোমিটার
৭৭. কোনটি DNA-এর পূর্ণরূপ নির্দেশ করে?
ক. Deoxyribo Neucleon Acid
খ. Deoxyribo Neucleo Acid
গ. Deoxyribo Neucleas Acid
ঘ. Deoxyribo Nucleic Acid
৭৮. বায়োমেট্রিকস পদ্ধতি ব্যবহৃত হয়—
i. কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণে
ii. অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণে
iii. পাসপোর্ট তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৯. বায়োমেট্রিকসের পাসওয়ার্ড কেমন?
ক. নির্দিষ্ট শব্দ
খ. নির্দিষ্ট সংখ্যা
গ. মানুষের বৈশিষ্ট্য
ঘ. শব্দ ও সংখ্যা
৮০. বৈশিষ্ট্যের ভিন্নতায় বায়োমেট্রিকস কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
সঠিক উত্তর
অধ্যায় ১: ৭১.ক ৭২.ক ৭৩.ঘ ৭৪.ঘ ৭৫.খ ৭৬.ক ৭৭.ঘ ৭৮.ঘ ৭৯.গ ৮০.ক
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা