জীববিজ্ঞান - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৭

১০. উদ্ভিদ প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করে কোথা থেকে?

ক. পাতা থেকে খ. পরিবেশ থেকে

গ. মূল থেকে ঘ. পানি থেকে

১১. উদ্ভিদ শোষিত পানি ও CO2–এর বিক্রিয়া ঘটিয়ে কোনটি তৈরি করে?

ক. H2 খ. O2

গ. N2 ঘ. CO

১২. জীবনধারণের জন্য অপরিহার্য উপাদান কোনটি?

ক. নাইট্রোজেন খ. কার্বন ডাই–অক্সাইড

গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন

আরও পড়ুন

১৩. মানবদেহে বাতাসের সাহায্যে ফুসফুসে কোনটি প্রবেশ করে?

ক. কার্বন ডাই–অক্সাইড খ. অক্সিজেন

গ. পানি ঘ. গ্লুকোজ

১৪. দেহের অঙ্গগুলোয় অক্সিজেন কিসের সাহায্যে পৌঁছায়?

ক. লসিকার সাহায্যে খ. খাবারের সাহায্যে

গ. পিত্তরসের সাহায্যে ঘ. রক্তের সাহায্যে

১৫. গলবিলের পশ্চাতে অবস্থিত উপরিতলের ছোট অংশটির নাম কী?

ক. আলাজিহ্বা খ. উপজিহ্বা

গ. ট্রাকিয়া ঘ. মধ্যচ্ছদা

সঠিক উত্তর

অধ্যায় ৭: ১০.খ ১১.খ ১২.গ ১৩.খ ১৪.ঘ ১৫.ক

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন