শিখন অভিজ্ঞতা–১
সেশন-২: বাস্তবতার ভিন্নতা
প্রিয় শিক্ষার্থী, ভয়েস কমান্ডে কীভাবে বাড়ির কাজটি করব, তার বাকি অংশ আজ আলোচনা করব।
৪। কম্পিউটারের সঙ্গে মাইক্রোফোন সংযুক্ত করে মাইক্রোফোনটিতে ক্লিক করলে আমাদের ভয়েস রেকর্ড হবে এবং সঙ্গে সঙ্গে তা আমার তৈরি করা Docs ফাইলে লেখা হয়ে যাবে।
আমরা একজন একজন করে ল্যাপটপের সামনে এসে আমাদের বাড়িতে তৈরি তালিকা থেকে একটি একটি করে পয়েন্ট বলব আর একটি ডকুমেন্ট তৈরি হবে। ডকুমেন্টটি আমাদের স্কুল বুলেটিন তৈরির সময় কাজে লাগবে। প্রক্রিয়াটি আমাদের অন্যান্য বিষয় যেমন বাংলা, বিজ্ঞান, ধর্ম ইত্যাদি বিষয়ের কাজ করার সময় অনুসরণ করতে পারব, এতে আমাদের কাজ সহজ হয়ে যাবে।
বিদ্যালয়ে কম্পিউটার না থাকলে আমরা বোর্ডেও তালিকা তৈরির কাজটি করতে পারি।
এবার আমরা আজকের মূল আলোচনায় আসি। আমরা জানি টেলিভিশন, সংবাদপত্র, রেডিও এগুলোকে ‘গণযোগাযোগমাধ্যম’ বলে। আর ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোকে ‘সামাজিক যোগাযোগমাধ্যম’ বলে।
আর ইন্টারনেট ব্যবহার করে যেকোনো যোগাযোগের মাধ্যম হচ্ছে ‘নিউ মিডিয়া’।
দর্শক বা টার্গেট গ্রুপ (লক্ষ্য দল)-এর কাছে খুব দ্রুত পৌঁছানোর জন্য অধিকাংশ গণযোগাযোগমাধ্যমের একটি ‘নিউ মিডিয়া’ সংস্করণ বা ভার্সন থাকে। এ ধরনের কিছু উদাহরণ—
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা