আইয়ুব বাচ্চু স্মরণে বিশেষ অনুষ্ঠান

আইয়ুব বাচ্চু স্মরণে প্রথম আলোর অনলাইনের বিশেষ অনুষ্ঠানে কথা বলছেন তপন চৌধুরী, লতিফুল ইসলাম শিবলী, সুনীল চন্দ্র ও ডি রকস্টারখ্যাত শুভ, ছবি–প্রথম আলো
আইয়ুব বাচ্চু স্মরণে প্রথম আলোর অনলাইনের বিশেষ অনুষ্ঠানে কথা বলছেন তপন চৌধুরী, লতিফুল ইসলাম শিবলী, সুনীল চন্দ্র ও ডি রকস্টারখ্যাত শুভ, ছবি–প্রথম আলো

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে। সকাল সোয়া ৯টার দিকে তিনি মারা যান। দেশের গানের কিংবদন্তি এই শিল্পীকে স্মরণ করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রথম আলো। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোর ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

আইয়ুব বাচ্চু স্মরণে অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন গুণী সংগীতশিল্পী তপন চৌধুরী, গীতিকবি লতিফুল ইসলাম শিবলী, বেহালাবাদক সুনীল চন্দ্র ও ডি রকস্টারখ্যাত শিল্পী শুভ। তপন চৌধুরী বলেন, ‘বাচ্চু মারা গেছে, ওকে নিয়ে এত অল্প সময়ে এভাবে কিছু বলতে হবে—ভাবতেই পারিনি।’

আইয়ুব বাচ্চুর বহু জনপ্রিয় গানের গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। শিবলীর লেখা আইয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া প্রথম হিট গান ‘কষ্ট’ অ্যালবামে ‘আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি’। এরপর শিবলীর লেখা ‘স্ক্রু ড্রাইভার’, ‘নীল বেদনা’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘কেউ সুখী নয়’, ‘মানুষ বড় একা’, ‘বড়বাবু মাস্টার’, ‘রাজকুমারী’, এসব জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছিলেন আইয়ুব বাচ্চু। শিবলী বলেন, ‘বাচ্চু ভাইকে নিয়ে আমাদের কথা বলতে হবে, এটা কখনোই ভাবিনি। বাচ্চু ভাইয়ের সঙ্গে বছরখানেক ধরে মান-অভিমানে ছিলাম। ভেবেছিলাম হঠাৎ দেখা হলে দুঃখ প্রকাশ করে নেব। কিন্তু সুযোগটা আর পেলাম না। এভাবে তাঁকে দেখতে আসতে হবে, আমি কখনোই ভাবিনি।’

অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর গাওয়া জনপ্রিয় কিছু গান পরিবেশন করেন ডি রকস্টারখ্যাত শুভ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবির বকুল। এদিকে আইয়ুব বাচ্চু স্মরণে অনুষ্ঠানের কারণে আজ প্রথম আলোর পূর্বনির্ধারিত অনুষ্ঠান ‘গানবাজ’ প্রচার করা সম্ভব হয়নি।