বেতনের দাবিতে এফডিসিতে মানববন্ধন

এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে মানববন্ধনে কর্মচারীরাছবি: সংগৃহীত

পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্মকর্তা থেকে মালি, ক্লিনার, নিরাপত্তারক্ষীসহ ২১২ কর্মী।

আরও পড়ুন

গত সোমবার বেতনের দাবিতে এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন কলাকুশলী ও কর্মচারী লীগের (সিবিএ) ব্যানারে মানববন্ধন করেছেন কর্মচারীরা।

আরও পড়ুন

মানববন্ধনে কর্মচারীরা জানান, পাঁচ মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন কাটছে তাঁদের। বাসাভাড়া দিতে পারছেন না, সন্তানদের পড়াশোনার খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন।
অতিসত্বর বকেয়া বেতন পরিশোধের দাবি জানান কর্মচারীরা।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এফডিসির নিজস্ব তহবিল থেকেই কর্মীদের বেতন-ভাতা পরিশোধের বিধি রয়েছে। তবে লোকসানের মুখে প্রায় দেড় দশক ধরে ধুঁকছে ঢাকাই সিনেমার প্রাণকেন্দ্র এফডিসি। চলচ্চিত্রের শুটিং কমে যাওয়া, অব্যবস্থাপনাসহ নানা জটিলতার জেরে নিজস্ব তহবিল থেকে কর্মীদের বেতন পরিশোধে ব্যর্থ হয়ে বছর সরকারের অনুদানের ওপর নির্ভর করে চলছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন