চীনে সরকারি বৃত্তি, আবেদন করা যাবে ২৬ ডিসেম্বর পর্যন্ত

প্রতীকী ছবি।

চীনের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে বাংলাদেশিদের আবেদনপত্র নেওয়া হচ্ছে। ‘চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ’ নামের এই বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, জেনারেল/ সিনিয়র স্কলার প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

স্নাতকে আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ২৫ বছর, স্নাতকোত্তরে ৩৫ এবং পিএইচডির জন্য বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে পারে। এ ছাড়া জেনারেল স্কলার প্রোগ্রামে আবেদন করা যাবে, সে ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৫। সিনিয়র স্কলার প্রোগ্রামের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৫০ বছর হতে পারে।

আরও পড়ুন
আরও পড়ুন

আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি, মোটিভেশনাল লেটার, অনলাইন আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সুপারিশপত্র (রিকমেন্ডেশন লেটার), স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), ভাষা দক্ষতার সনদ হিসেবে আইইএলটিএস বা টোয়েফল স্কোর এবং পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি চীন সরকার বহন করবে। থাকবে আবাসন সুবিধা, মাসিক উপবৃত্তিসহ নানা সুযোগ। বাংলাদেশি শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের পাশাপাশি যাবতীয় সনদ এ দেশের সচিবালয়ে জমা দিতে হবে। আবেদনপত্রের কপি মন্ত্রণালয়ে জমা না দেওয়া হলে আবেদন বাতিল হতে পারে। চীন সরকারের এই বৃত্তির জন্য আবেদন করতে ক্লিক করুন এখানে। এ ছাড়া বিস্তারিত দেখতে পারেন নিচে যুক্ত করা বিজ্ঞপ্তিতে।

চীনা সরকারি বৃত্তির বিজ্ঞপ্তি.pdf
আরও পড়ুন