ভিন্ন পোশাকে বর–কনে, দেখুন ৭টি ছবি

বিয়ের কোনো একটি অনুষ্ঠানে কনেদের গাউন পরার প্রতি আগ্রহ দেখা যাচ্ছে, বর পরছেন সাদা স্যুট। স্যুটের ওপর পকেট স্কয়ার হিসেবে চলে এসেছে গ্ল্যাডিওলাসের কলি আর জংলি সাদা ফুল। ছবিতে দেখুন একালের বর–কনের সাজ।

১ / ৭
কনে পরেছেন ফিট, ফ্লেয়ার কাটে বানানো গাউন। মডেল: তাইন, পোশাক: সাফিয়া সাথী, সাজ: অরা বিউটি লাউঞ্জ
ছবি: কবির হোসেন
২ / ৭
বর পরেছেন সাদা স্যুট। মডেল: ইমন, স্যুট: ইনফিনিটি, সাজ: অরা বিউটি লাউঞ্জ
ছবি: কবির হোসেন
৩ / ৭
এক জায়গায় জবুথবু হয়ে বসে থাকার চেয়ে জেনজি বর–কনেরা মুহূর্তগুলো উপভোগ করতেই এখন বেশি আগ্রহী। মডেল: ইমন ও তাইন, গাউন: সাফিয়া সাথী, স্যুট: ইনফিনিটি, সাজ: অরা বিউটি লাউঞ্জ
ছবি: কবির হোসেন
আরও পড়ুন
৪ / ৭
কনে এক হাতে পরেছেন কাঁচা ফুলের গয়না। মডেল: তাইন, পোশাক: সাফিয়া সাথী, সাজ: অরা বিউটি লাউঞ্জ
ছবি: কবির হোসেন
৫ / ৭
কনের চুলে ছোট ছোট জংলি ফুল। মডেল: তাইন, পোশাক: সাফিয়া সাথী, সাজ: অরা বিউটি লাউঞ্জ
ছবি: কবির হোসেন
আরও পড়ুন
৬ / ৭
বরের স্যুটের ওপর পকেট স্কয়ার হিসেবে চলে এসেছে গ্ল্যাডিওলাসের কলি আর জংলি সাদা ফুল।মডেল: ইমন, স্যুট: ইনফিনিটি, সাজ: অরা বিউটি লাউঞ্জ
ছবি: কবির হোসেন
৭ / ৭
কনের হাতে ঝোলানো ফুলের তোড়াটি নজর কাড়ছে। মডেল: তাইন, পোশাক: সাফিয়া সাথী, সাজ: অরা বিউটি লাউঞ্জ
ছবি: কবির হোসেন
আরও পড়ুন