ঢাকা-৫ আসনের একটি নারী কেন্দ্রে ৪ ঘণ্টায় পড়েছে ১৪১ ভোট

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরের সিটি করপোরেশন আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্র। ঢাকা, ৭ জানুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ীর ধলপুরের সিটি করপোরেশন আদর্শ উচ্চবিদ্যালয়ের একটি নারী ভোটকেন্দ্রে (২৩ নম্বর) আজ রোববার সকাল ৯টা পর্যন্ত (প্রথম ঘণ্টায়) ২৫টি ভোট পড়েছিল। কেন্দ্রটিতে দুপুর ১২টা পর্যন্ত, অর্থাৎ ৪ ঘণ্টায় ভোট পড়ে ১৪১টি। এ কেন্দ্রে ভোটারসংখ্যা ২ হাজার ৫৫১ জন। কেন্দ্র সূত্রে এই তথ্য জানা গেছে।

একই শিক্ষাপ্রতিষ্ঠানের আরেকটি নারী ভোটকেন্দ্রে (২৪ নম্বর) প্রথম ঘণ্টায় ভোট পড়েছিল ৩২টি। আর ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৬৮টি। কেন্দ্রটির ভোটারসংখ্যা ২ হাজার ৩৬২ জন।

সিটি করপোরেশন আদর্শ উচ্চবিদ্যালয়ে মোট চারটি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে দুটি পুরুষ ও দুটি নারী ভোটকেন্দ্র।

এখানকার একটি পুরুষ ভোটকেন্দ্রে (২১ নম্বর) দুপুর ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ৩১৯ জন। কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ৫৪৮ জন।

শিক্ষাপ্রতিষ্ঠানটির আরেকটি পুরুষ ভোটকেন্দ্রে (২২ নম্বর) ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩৬০টি। মোট ভোটার ২ হাজার ৩২০ জন।

আরও পড়ুন

দুপুর ১২টার দিকে সরেজমিনে ৪টি কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি খুবই কম। ভোটকক্ষে এজেন্টরা অলস সময় পার করছেন। ভোটার না আসায় অনেক এজেন্ট পায়চারি করছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র দুই প্রার্থীর সমর্থকদের ভিড় দেখা গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে ঢাকা-৫ আসন গঠিত। ওয়ার্ডগুলো হলো ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০।

আসনটির ভোটারসংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৭৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৫১৭ জন। নারী ভোটার ২ লাখ ৩৯ হাজার ২৪৪ জন। হিজড়া ভোটার ৩ জন। ভোটকেন্দ্র ১৮৭টি।

আসনটির বর্তমান সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম। তিনি এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি, নির্বাচনে প্রার্থীও হননি। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হারুনর রশীদ মুন্না (নৌকা প্রতীক)। স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা (ট্রাক প্রতীক) ও কামরুল হাসান (ঈগল প্রতীক)।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, এখানে দুই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। বাকি প্রার্থীরা নামমাত্র।

আরও পড়ুন

হারুনর রশীদ যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মশিউর রহমান ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর বাবা এই আসনের চারবারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। কামরুল হাসান ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

আসনটির অন্য প্রার্থীরা হলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবু জাফর মো. হাবিব উল্লাহ (চেয়ার), বিএনএফের এস এম লিটন (টেলিভিশন), তৃণমূল বিএনপির আবু হানিফ (সোনালী আঁশ), ইসলামী ঐক্যজোটের আবদুল কাইয়ূম (মিনার), এনপিপির আরিফুর রহমান (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নূরুল আমিন (ছড়ি), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোশারফ হোসেন মিয়া (একতারা), বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম (ডাব), বাংলাদেশ জাতীয় পার্টির সারোয়ার খান (কাঁঠাল), স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান (তরমুজ) ও হাফিজুর রহমান (কবুতর)।

আরও পড়ুন