মেসি যাননি, তাঁর প্রিয় বন্ধু যেতে পারেন সৌদি আরবে

দি পল ও মেসিছবি: রয়টার্স

লিওনেল মেসিকে বছরে ৪০ কোটি ইউরো পারিশ্রমিকে দলে ভেড়াতে চেয়েছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। আর্জেন্টাইন তারকা এই প্রস্তাবে সাড়া না দিয়ে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিকে। এবার আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ এবং তাঁর বন্ধু রদ্রিগো দি পলের প্রতি হাত বাড়িয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি। দলবদলের বাজার নিয়ে ইতালির নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, রদ্রিগো দি পলকে কিনতে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে যোগাযোগ করেছে আল আহলি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘রেলেভো’র সংবাদকর্মী মাতেও মোরেত্তোও খবরটি নিশ্চিত করেছেন। নাপোলির পোলিশ মিডফিল্ডার পিওতর জেলেনস্কিকে কিনতে চেয়েছিল আল আহলি। কিন্তু জেলেনস্কি সৌদি প্রো লিগে যেতে রাজি হননি। এরপরই আর্জেন্টিনার হয়ে কাতারে গত ডিসেম্বরে বিশ্বকাপজয়ী রদ্রিগো দি পলের প্রতি আগ্রহী হয়ে উঠেছে আল আহলি।

আরও পড়ুন

মেসির জন্য বছরে ৪৬১৯ কোটি টাকার প্রস্তাব সৌদির ক্লাব আল–হিলালেরব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’ জানিয়েছে, দি পলকে কিনতে আতলেতিকোকে রাজি করানো সহজ হবে না আল আহলির জন্য। ডিয়েগো সিমিওনের স্কোয়াডে দি পল অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। উদিনেসে থেকে ২০২১ সালে ৩ কোটি ৫০ লাখ ইউরোয় রদ্রিগো দি পলকে কিনেছিল আতলেতিকো। ট্রান্সফারমার্কেট–এর মতে, বর্তমানে তাঁর দাম ৫ কোটি ৪৫ লাখ ইউরো।

বিশ্ব জয়ের পর দি পল
ছবি: রয়টার্স

আল আহলির ইউরোপিয়ান লিগ থেকে খেলোয়াড় উড়িয়ে আনার অভিযানে রদ্রিগো দি পল নতুন সংযোজন। দলবদলের বাজারে এর মধ্যে ১২ কোটি ৩০ লাখ পাউন্ড খরচ করা আল আহলি ম্যানচেস্টার সিটি থেকে রিয়াদ মাহরেজ ও লিভারপুল থেকে ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনোকে কিনেছে। এখন আক্রমণভাগের সঙ্গে মাঝমাঠের সংযোগ দৃঢ় করতেই দি পলের ওপর নজর পড়েছে ক্লাবটির।

আরও পড়ুন

আর্জেন্টিনা জাতীয় দলে মেসির জন্য ঠিক এই কাজটাই দিনের পর দিন করে যাচ্ছেন দি পল। প্রতিপক্ষের নির্দয় ফাউল থেকেও মেসিকে অনেক সময় রক্ষা করেছেন ২৯ বছর বয়সী এ মিডফিল্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে তাই রদ্রিগো দি পলের আরেক নাম মেসির ‘বডিগার্ড’ বা ‘দেহরক্ষী।’ যদিও সেসব কিছুই নয়, মেসির সঙ্গে দি পলের বোঝাপড়াটা স্রেফ দুর্দান্ত।

আতলেতিকোয় এবারসহ ৩ মৌসুম খেলছেন রদ্রিগো দি পল। মাতেও মোরাত্তোর প্রতিবেদন অনুযায়ী, দি পলকে ছাড়তে চায় না আতলেতিকো মাদ্রিদ। আর্জেন্টাইন তারকা কী চান, তা অবশ্য এখনো জানা যায়নি।