সম্প্রচার শেষ ২৩ নভেম্বর ২০২৫

বাংলাদেশ–আয়ারল্যান্ড

দ্বিতীয় টেস্টের শুরু থেকে শেষ: মুশফিকের শততম টেস্টে ২১৭ রানে জিতল বাংলাদেশ

০৭: ৫৩ , নভেম্বর ২৩

অবশেষে জয়

৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। অনেকেই ভেবেছিলেন প্রথম সেশনেই হয়তো টেস্ট জিতে নেবে বাংলাদেশ। সেটি আর হয়নি। পঞ্চম দিনে ৪ উইকেট পেতে প্রায় ৬০ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে।

শেষ পর্যন্ত আইরিশরা গুটিয়ে গেছে ১১৩.৩ ওভারে ২৯১ রান করে। চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও আয়ারল্যান্ড হেরে গেছে ২১৭ রানে। মিরপুরে চতুর্থ ইনিংসে বল খেলার রেকর্ড গড়া কার্টিস ক্যাম্ফার ৭১ রানে অপরাজিত ছিলেন।

৪ উইকেট নিয়েছেন মুরাদ
শামসুল হক

বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম। শেষটা করেছেন হাসান মুরাদ। ক্যাম্ফার ও হোয়ের ইনিংস সর্বোচ্চ ৫৪ রানের জুটি ভাঙেন তিনি। ৩৭ রান করে আউট হন হোয়ে। এরপরের বলেই তিনি বোল্ড করে দেন হামফ্রিসকে। তাতে মুশফিকের শততম টেস্টে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৭৬ ও ৬৯ ওভারে ২৯৭/৪ ডি. (মুমিনুল ৮৭, সাদমান ৭৮, মাহমুদুল ৬০, মুশফিক ৫৩*; হোয়ে ২/৮৪)। আয়ারল্যান্ড: ২৬৫ ও ২৯১ (ক্যাম্ফার ৭১*, টেক্টর ৫০, হোয়ে ৩৭; মুরাদ ৪/৪৪, তাইজুল ৪/১০৪)। ফল: বাংলাদেশ ২১৭ রানে জয়ী। সিরিজ: বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়ী। ম্যাচসেরা: মুশফিকুর রহিম। সিরিজসেরা: তাইজুল ইসলাম।
০৭: ৪৫ , নভেম্বর ২৩

সাকিবের রেকর্ড এখন ক্যাম্ফারের

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ১১৩ ওভারে ২৯১/৮

মিরপুরে টেস্টের চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে আয়ারল্যান্ড। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের করা ৪১৮ রান এখনো সর্বোচ্চ। সফরকারী দল হিসেবে সর্বোচ্চ আয়ারল্যান্ডেরই।

রেকর্ড গড়েছেন দলটির ব্যাটসম্যান কার্টিস ক্যাম্ফার। এখন পর্যন্ত তিনি দ্বিতীয় ইনিংসে ২৫৯ বল খেলেছেন, মিরপুরে চতুর্থ ইনিংসে এটি সর্বোচ্চ বল খেলার রেকর্ড। মিরপুরে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১২ বল খেলার রেকর্ড এত দিন ছিল সাকিব আল হাসানের।

হোয়েকে নিয়ে তিনি গড়েছেন ৫৪ রানের জুটি। এই ইনিংসে এটি তাদের সর্বোচ্চ। দশ নম্বরে নামা হোয়ে এরইমধ্যে ১০০ বলের বেশি খেলেছেন।

০৭: ২৭ , নভেম্বর ২৩

ক্যাম্ফার‍+হোয়ে

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ১০৮ ওভারে ২৮২/৮

লাঞ্চের পরও দারুণ শুরু করল আয়ারল্যান্ড। ক্যাম্ফার এখন ৬৯ রানে অপরাজিত, হোয়ে অপরাজিত ৩০ রানে। দুজনে মিলে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি গড়েছেন।

০৫: ৫৬ , নভেম্বর ২৩

বাংলাদেশের অপেক্ষা বাড়ছে

প্রথম সেশনে বাড়ানো হলো ২০ মিনিট। দুপুর ১১.৩০ এর জায়গায় দুই দল লাঞ্চে গেল ১১.৫০ মিনিটে। এই সেশনে খেলা হয়েছে ৩৯ ওভার। তাতেও আয়ারল্যান্ডকে অলআউট করতে পারেনি বাংলাদেশ। ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড ৮ উইকেটে ২৬৩ রান নিয়ে লাঞ্চে গেছে।

ক্যাম্ফার এবার জুটি গড়েছেন গ্যাভিন হোয়ের সঙ্গে। এই জুটি লাঞ্চের আগ পর্যন্ত খেলেছে ৬৯ বল, রান করেছে ২৬। আয়ারল্যান্ড এখনো বাংলাদেশের লক্ষ্য থেকে ২৪৬ রান দূরে।

০৫: ১১ , নভেম্বর ২৩

৪৮ রানের জুটি ভাঙলেন মিরাজ

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ৮৩ ওভারে ২৩৮/৮

ম্যাকব্রাইনকে ফেরানোর পর নিলকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েছিলেন ক্যাম্ফার। সেই জুটি ভেঙেছেন মিরাজ। ৩০ রানে ফিরেছেন নিল। এই ইনিংসে এটি মিরাজের প্রথম উইকেট।

ক্যাম্ফার এখন ৫৫ রানে অপরাজিত।

০৪: ১৮ , নভেম্বর ২৩

তাইজুল ছাড়া আর কে

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ৬৯ ওভারে ১৯৪/৭

অবশেষে সেই তাইজুলের হাত ধরেই এসেছে পঞ্চম দিনের প্রথম উইকেট। ২১ রান করা ম্যাকব্রাইনকে এলবিডব্লিউ করেছেন তাইজুল। ভেঙেছেন ম্যাকব্রাইন ও ক্যাম্ফারের ১০৫ বলে ২৬ রানের জুটি।

টেস্টে এটি তাঁর ২৫০তম উইকেট। এই ইনিংসে এটি তাইজুলের চতুর্থ উইকেট, টেস্টে অষ্টম।

টেস্ট জিততে ৩ উইকেট দূরে বাংলাদেশ।

০৪: ১২ , নভেম্বর ২৩

বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি তাইজুলকে নিয়ে সাকিব যা বলেছেন

আরও পড়ুন
০৪: ০৯ , নভেম্বর ২৩

ক্যাম্ফার ও ম্যাকব্রাইনের প্রতিরোধ

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ৬৬ ওভারে ১৮৯/৬

পঞ্চম দিন সকাল এরইমধ্যে খেলা হয়েছে ১২ ওভার। তবে এখনো উইকেট পায়নি বাংলাদেশ। তাইজুল ও মিরাজের করা ওভারগুলো বেশ দক্ষতার সঙ্গেই সামলাচ্ছেন ম্যাকব্রাইন ও ক্যাম্ফার। মিরপুর টেস্টে সবচেয়ে বেশি টার্ন দেখা যাচ্ছে আজ সকালে। সেটি সামলেই ৩৭ রানে অপরাজিত আছেন ক্যাম্ফার, ২১ রানে ম্যাকব্রাইন।

১০: ৪৭ , নভেম্বর ২২

শেষ দিনে ৪ উইকেট দরকার বাংলাদেশের

দিনের খেলা শেষে ফিরছেন বাংলাদেশের খেলোয়াড়েরা
শামসুল হক

শেষ হলো চতুর্থ দিনের খেলা। আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭৬ রান তোলার পর শেষ হয় দিনের খেলা। ম্যাচ জিততে আগামীকাল শেষ দিনে ৪ উইকেট দরকার বাংলাদেশের, আয়ারল্যান্ডের দরকার ৩৩৩ রান।

আইরিশরা ষষ্ঠ উইকেট হারিয়েছিল ১৬৩ রানে। এরপর অ্যান্ডি ম্যাকব্রাইনকে নিয়ে আর উইকেট পড়তে দেননি কার্টিস ক্যাম্ফার। ক্যাম্ফার ৩৪ ও ম্যাকব্রাইন ১১ রান অপরাজিত আছেন।

দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেওয়ার পথে সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া তাইজুল ইসলাম আর ১টি উইকেট পেলেও ২৫০ উইকেটের মাইলফলক ছোঁবেন।

১ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শুরু বাংলাদেশ ৪ উইকেটে ২৯৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। তাতে আইরিশরা ম্যাচ জিততে ৫০৯ রানের লক্ষ্য পায়। বিশ্ব রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানেই প্রথম ২ উইকেট খোয়ানো আয়ারল্যান্ড এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। হ্যারি টেক্টর করেছেন সর্বোচ্চ ৫০ রান।

সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন শেষে)

বাংলাদেশ: ৪৭৬ ও ৬৯ ওভারে ২৯৭/৪ ডি. (মুমিনুল ৮৭, সাদমান ৭৮, মাহমুদুল ৬০, মুশফিক ৫৩*; হই ২/৮৪)।
আয়ারল্যান্ড: ২৬৫ ও ৫৪ ওভারে ১৭৬/৬ (টেক্টর ৫০, ক্যাম্ফার ৩৪*; তাইজুল ৩/৫৫, মুরাদ ২/৩৫)।
১০: ৩১ , নভেম্বর ২২

তাইজুলের তৃতীয় উইকেট

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ৫১ ওভারে ১৬৩/৬

দুই ওপেনারকে ফেরানোর পর এবার মিডল অর্ডার ব্যাটসম্যান স্টিভেন ডোয়েনিকে ফিরিয়েছেন তাইজুল। তাঁর বলে এলবিডব্লিউ হয়েছেন ডােয়েনি। কয়েকবার জীবন পাওয়া এই ক্রিকেটার আউট হয়েছেন ১৫ রানে।

০৯: ৩৭ , নভেম্বর ২২

ফিরলেন টাকারও

তাইজুল ও মুরাদের সঙ্গে উইকেটশিকারির তালিকায় যোগ দিলেন খালেদ আহমেদ। এই পেসার আউট করেছেন টাকারকে। ৭ রান করে ফিরেছেন টাকার। আয়ারল্যান্ড এখনো বাংলাদেশের দেওয়া লক্ষ্য থেকে ৩৭৯ রান দূরে।

০৯: ২০ , নভেম্বর ২২

মুরাদের দ্বিতীয় উইকেট

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ৩৫ ওভারে ১২২/৪

কারমাইকেল ফেরার পর ক্যাম্ফারকে নিয়ে জুটি গড়েছিলেন টেক্টর। তবে ৪১ রানের সেই জুটি ভেঙেছেন বাঁহাতি স্পিনার মুরাদ। ৫০ রান করে লং অফে মুশফিককে ক্যাচ দিয়েছেন টেক্টর। উইকেটে এসেছেন টাকার।

০৮: ৫৩ , নভেম্বর ২২

আয়ারল্যান্ডের ১০০

মিরপুরে ৫০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট ১০০ রান করেছে আয়ারল্যান্ড। এর আগে ২৩ ওভারে ৮৮ রান করে চা বিরতিতে যায় আইরিশরা। ফিরে এসে আর কোনো উইকেট না হারিয়ে শতরান পেরোয় দলটি। উইকেটে আছেন ১২ রান করা ক্যাম্ফার, ৪২ রান করা টেক্টর।

০৮: ২০ , নভেম্বর ২২

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৩ ওভারে ৮৮/৩

পাহাড়সমান টার্গেট আয়ারল্যান্ডের সামনে। মিরপুরে ৫০৯ রান তাড়া করা অনেকটা অসম্ভবই! তবে এরপরও আইরিশরা ইতিবাচক ক্রিকেটই খেলছে। দ্বিতীয় ইনিংসে দলটি ২৩ ওভারে ৮৮ রান করে চা বিরতিতে গেছে। উইকেটে আছেন ১০ রান করা ক্যাম্ফার, ২৫ রান করা টেক্টর।

০৮: ০০ , নভেম্বর ২২

তাইজুলের পর মুরাদ

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২০ ওভারে ৭৭/৩

প্রথম দুই উইকেট নিয়েছিলেন তাইজুল। ২৬ রানে দুই ওপেনারকে হারানোর পর ৫১ রানের জুটি ভেঙেছিলেন টেক্টর ও কারমাইকেল। ১৯ রানে কারমাইকেলকে এলবিডব্লিউ করে সেই জুটি ভেঙেছেন মুরাদ। আয়ারল্যান্ডের টেস্ট জিততে লাগবে ৪৩২ রান, বাংলাদেশ ৭ উইকেট।

০৭: ০৮ , নভেম্বর ২২

তাইজুলের জোড়া আঘাত

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ৮ ওভারে ২৬/২

আইরিশ দুই ওপেনারকে ফিরিয়েছেন তাইজুল। বলবার্নির পর ফিরে গেছেন পল স্টার্লিংও।

০৭: ০১ , নভেম্বর ২২

তাইজুল এখন শীর্ষে

টেস্টে তাইজুলের উইকেট এখন ২৪৭। আইরিশ ওপেনার বলবার্নিকে ফিরিয়ে সাকিবকে ছাড়িয়ে গেছেন তিনি।
০৬: ৩২ , নভেম্বর ২২

বাংলাদেশ: ২৯৭/৪ (ডিক্লেয়ার)

মুমিনুলের সেঞ্চুরির অপেক্ষাই ছিল। সে কারণেই লাঞ্চের পর আবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ৮৭ রান করে মুমিনুল আউট হলেও বাংলাদেশ তাদের ইনিংস ঘোষণা করেছে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিক অপরাজিত ছিলেন ৫৩ রানে।

মিরপুরে টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে ২৯৭ রান তুলেছিল। তাতে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়িয়েছে ৫০৯ রানের। টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের লক্ষ্য ছুঁয়েছিল তারা। মানে বাংলাদেশকে হারাতে হলে আয়ারল্যান্ডকে বিশ্ব রেকর্ড গড়তে হবে।

০৫: ৩৪ , নভেম্বর ২২

৫০০ রানের লিডের পথে বাংলাদেশ

বাংলাদেশ ২য় ইনিংস: ৬৬ ওভারে ২৮০/৩

অনেকটা ওয়ানডে মেজাজেই খেলছেন মুশফিক ও মুমিনুল। দুজনে মিলে এখন পর্যন্ত ১৪৯ বলে তুলেছেন ১০৬ রান। আজ প্রথম সেশনের শুরুর দিকে সাদমান ও নাজমুল ফিরে গেলেও আয়ারল্যান্ডকে একটুও ম্যাচে ফেরার সুযোগ দেননি এই দুজন। ৭৯ রান নিয়ে লাঞ্চে গেছেন মুমিনুল, ৪৪ রানে মুশফিকুর। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড এখন ৪৯১ রান।

আজ সকালে আয়ারল্যান্ডের হয়ে উইকেট নিয়েছেন ম্যাকব্রাইন ও নিল। সাদমান করেছিলেন ৭৯ রান, নাজমুল ফিরেছেন ১ রানে।

০৫: ১৮ , নভেম্বর ২২

২৫০ ছাড়াল বাংলাদেশ

বাংলাদেশ ২য় ইনিংস: ৬৩ ওভারে ২৬৫/৩

চতুর্থ দিন সকালেও দারুণ ব্যাটিং করছে বাংলাদেশ। নাজমুল ও সাদমান বিদায় নিলেও মুশফিককে সঙ্গে নিয়ে লিড বড় করছেন মুমিনুল। বাঁহাতি এই ব্যাটসম্যান এরইমধ্যে করেছেন ফিফটি। ১৬ রানে জীবন পাওয়া মুশফিক খেলছেন ৩৯ রানে।

বাংলাদেশের লিড ৪৭৭ রান।

০৪: ৪৮ , নভেম্বর ২২

মুমিনুলের আরও একটি ফিফটি

বাংলাদেশ ২য় ইনিংস: ৫৫ ওভারে ২১৯/৩

আয়ারল্যান্ডের সিরিজে খেলা ৩টি ইনিংসেই ফিফটি পেলেন মুমিনুল হক। আজ মিরপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৭৬ বলে অর্ধশতকের দেখা পান মুমিনুল। টেস্টে এটি মুমিনুলের ২৪তম ফিফটি।

টানা ৩ ফিফটি মুমিনুলের
শামসুল হক
০৪: ২৪ , নভেম্বর ২২

সাদমান ও নাজমুল আউট

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৪৯ ওভারে ২০৫/৩। ৪১৬ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

চতুর্থ দিনে আজ সকালের সেশনে চতুর্থ ওভারে ম্যাকব্রাইনের বলে এলবিডব্লু হয়ে ফেরেন সাদমান ইসলাম। ১১৯ বলে ৭৮ রান করলেন এই বাঁহাতি। আজ সকালে নিজের ইনিংসে মাত্র ৯ রান যোগ করতে পেরেছেন।

সাদমান (৪০.২ ওভার) আউট হওয়ার চার বল পর ৪১. ১ ওভারে নাজমুল বলবার্নিকে ক্যাচ দিয়ে ফেরেন। ৫ বলে ১ রান করলেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রিজে রয়েছেন মুমিনুল (৪০*) ও মুশফিক (১৭*)

নাজমুলকে ফিরিয়ে নিল পেয়েছেন প্রথম টেস্ট উইকেট
শামসুল হক
১১: ২০ , নভেম্বর ২১

৩৬৭ রানে এগিয়ে বাংলাদেশ

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩৭ ওভারে ১৫৬/১। দুই ইনিংস মিলিয়ে ৩৬৭ রানে এগিয়ে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৫৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ। প্রথম ইনিংসে নেওয়া ২১১ রানের লিড যোগ করে বাংলাদেশ এখন আয়ারল্যান্ডের চেয়ে ৩৬৭ রানে এগিয়ে।

আগামীকাল চতুর্থ দিন সকালে সাদমান ৬৯ এবং মুমিনুল ১৯ রান নিয়ে ব্যাট করতে নামবেন।

আজ সকালে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে দিন শুরু করেছিল। শেষ ৫ উইকেট নিয়ে আজ ৫০.৩ ওভার ব্যাট করেছে সফরকারি দলটি, যোগ করেছে ১৬৭ রান। আয়ারল্যান্ডকে ৮৮.৩ ওভারে ২৬৫ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন তাইজুল ইসলাম। ৭৬ রানে ৪ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। আরেক বাঁহাতি স্পিনার হাসান মুরাদ নেন ২ উইকেট, সমান উইকেট খালেদ আহমেদেরও।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

বাংলাদেশ: ৪৭৬ ও ১৬৭/১ (সাদমান ৬৯*, মাহমুদুল ৬০, মুমিনুল ১৯*; হোয়ে ১/৫৬)। আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ২৬৫ (টাকার ৭৫*, দোহানি ৪৬; তাইজুল ৪/৭৬, খালেদ ২/৩৯, মুরাদ ২/৫৩)।
১০: ৩১ , নভেম্বর ২১

ফিরলেন মাহমুদুল

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩৬ ওভারে ১৪৭/১। দুই ইনিংস মিলিয়ে ৩৫৮ রানে এগিয়ে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছে মাহমুদুল হাসান–সাদমান ইসলামের ওপেনিং জুটি। ইনিংসের ৩২তম ওভারের প্রথম বলে গ্যাভিন হোয়ের বলে এলবিডব্লু হয়েছেন মাহমুদুল। তিনি ফিরে যাওয়ার সময় বাংলাদেশ দলের রান ১১৯/১। মাহমুদুল ৯১ বলের ইনিংসে ৬ চারে করে গেছেন ৬০ রান।

তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন মুমিনুল। সাদমানের সঙ্গে জুটিতে থিতু হওয়ার চেষ্টায় তিনি। ৩৬তম ওভারের প্রথম দুই বলে হোয়েকে দুটি বাউন্ডারি মেরেছেন তিনি। তাতে বাংলাদেশের লিড সাড়ে তিন শ ছাড়িয়েছে।

০৯: ৫৩ , নভেম্বর ২১

তিন মাইফলক

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৬ ওভারে ১০৩/০। দুই ইনিংস মিলিয়ে ৩১৪ রানে এগিয়ে বাংলাদেশ।

ইনিংসের ২৬তম ওভারে গ্যাভিন হোয়ের দ্বিতীয় বলে দুই রান নিয়েছেন সাদমান ইসলাম। এ দুই রানে সাদমান ছুঁয়েছেন ৫০ রানের মাইলফলক, বাংলাদেশ পৌঁছেছে ১০০ রানে।

আগের ওভারে পঞ্চাশ স্পর্শ করেছেন মাহমুদুল হাসানও। অর্থাৎ, ৬ বলের মধ্যে দল ও দুই ওপেনার মিলিয়ে মোট ৩টি মাইলফলকের দেখা পেয়েছে বাংলাদেশ।

মাহমুদুলের ফিফটি তাঁর ক্যারিয়ারের পঞ্চম, সাদমানেরটি অষ্টম।

০৮: ৪৮ , নভেম্বর ২১

পঞ্চাশ পেরিয়ে বাংলাদেশ

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১০ ওভারে ৫৩/০। দুই ইনিংস মিলিয়ে ২৬৪ রানে এগিয়ে বাংলাদেশ।

তৃতীয় সেশনের তৃতীয় ওভারে বাংলাদেশের দলীয় সংগ্রহ পঞ্চাশ পেরিয়েছে। সাদমান ২৫ ও মাহমুদুল ২৮ রানে ব্যাট করছেন।

০৮: ১০ , নভেম্বর ২১

বাংলাদেশের ভালো শুরু

বাংলাদেশ ২য় ইনিংস: ৭ ওভারে ৪১/০

দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ভালো শুরু করেছে বাংলাদেশ। ৭ ওভারে দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান ইসলাম তুলেছেন ৪১ রান। মাহমুদুল অপরাজিত ২৩ রানে, সাদমান ১৮ রানে থেকে চা বিরতিতে গেছেন।

বাংলাদেশের লিড এখন ২৫২ রানের। এর আগে ২৬৫ রান করে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড।

০৭: ৪৪ , নভেম্বর ২১

আয়ারল্যান্ড ২৬৫ রানে অলআউট

৮৯তম ওভারের তৃতীয় বলে হামফ্রিস আউট হলেন তাইজুলের বলে। এর মধ্য দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হলো আয়ারল্যান্ড।

বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ২১১ রানে পিছিয়ে আয়ারল্যান্ড।

৭৬ রানে ৪ উইকেট বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামের। ২টি করে উইকেট খালেদ আহমেদ ও হাসান মুরাদের।

বাংলাদেশ দল আয়ারল্যান্ডকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নেমেছে।

০৭: ৩৭ , নভেম্বর ২১

সাকিব–তাইজুল এখন সমান

২৪৬
টেস্টে সাকিব ও তাইজুল দুজনেরই উইকেট এখন ২৪৬। বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুজন যৌথভাবে আছেন শীর্ষে।
০৭: ২৩ , নভেম্বর ২১

নতুন বলে দুই উইকেট

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৮৬ ওভারে ২৫৬/৯

নতুন বলে বাংলাদেশকে দুই উইকেট এনে দিয়েছেন দুই পেসার। ইবাদত ফিরিয়েছেন ৪৯ রান করা নিলকে। এরপর খালেদের বলে আউট হয়েছেন গ্যাবিন হোয়ে। এখনো আইরিশরা পিছিয়ে ২২০ রানে।

০৫: ৪২ , নভেম্বর ২১

আয়ারল্যান্ড ৭ উইকেটে ২১১

৫ উইকেটে ৯৮ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড প্রথম সেশন শেষ করেছে ৭ উইকেটে ২১১ রান নিয়ে। এই সেশনে আয়ারল্যান্ড তুলেছে ১১১ রান, উইকেট হারিয়েছে দুটি। আউট হয়েছেন স্টিফেন ডোয়েনি ও ম্যাকব্রাইন। দুজনকেই ফিরিয়েছেন তাইজুল।

৫৬ রানে অপরাজিত থেকে লাঞ্চে গেছেন টাকার, ২৪ রানে অপরাজিত নিল।

০৫: ০১ , নভেম্বর ২১

ভূমিকম্পের পর তাইজুলের জোড়া আঘাত

আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ৬০ ওভারে ১৮০/৭। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ২৯৬ রানে পিছিয়ে আয়ারল্যান্ড।

ভূমিকম্পের কারণে খেলা প্রায় তিন মিনিট বন্ধ ছিল। খেলা এরপর পুনরায় শুরুর পর তিন বলের মধ্যে দুই উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। ৫৯তম ওভারে প্রথম তিন বলের মধ্যে তিনি ফেরান স্টিফেন ডোয়েনি ও ম্যাকব্রাইনকে। প্রথম বলে দুর্দান্তভাবে বোল্ড করেন ডোয়েনিকে (৪৬)। তৃতীয় বলেও বোল্ড হন ম্যাকব্রাইন।

ক্রিজে আছেন জর্ডান নিল ও লোরকান টাকার।

০৪: ৫৬ , নভেম্বর ২১

ভূমিকম্প!

ঢাকাসক দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়।

শেরেবাংলা স্টেডিয়ামেও ভূ–কম্পন অনুভূত হয়েছে। সেখান থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, মাঠজুড়ে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। খেলাও কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।

ভূমিকম্পের খবর পড়তে ক্লিক করতে পারেন নিচের লিংকে:

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্পে বন্ধ ছিল খেলা
শামসুল হক
০৪: ১৪ , নভেম্বর ২১

আয়ারল্যান্ডের ভালো শুরু

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৪৯ ওভারে ১৫০/৫

তৃতীয় দিন শুরুটা ভালোই করেছেন আয়ারল্যান্ড। গত দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান টাকার ও ডোয়েনি আজ সকালে তুলেছেন ৫২ রান। সব মিলিয়ে এই জুটি থেকে এসেছে ৫৬ রান। ৩৪ রানে ব্যাট করছেন ডোয়েনি, টাকার ৩১।

১২ রানে জীবন পেয়েছেন ডোয়েনি। ইবাদতের করা ইনিংসের ৪২তম ওভারে গালিতে মাহমুদুল ক্যাচ নিতে পারেননি।

১০: ৫৮ , নভেম্বর ২০

দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ড ৯৮/৫

দিনের খেলা শেষে মাঠ ছাড়ছেন বাংলাদেশের খেলোয়াড়েরা
শামসুল হক

মুশফিকুর রহিমের শততম টেস্টের দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ৯৮ রান তুলতেই ৫ উইকেট হারানো আইরিশরা ফলো অনের শঙ্কায় পড়ে দিন শেষ করেছে। এর আগে মুশফিক ও লিটনের সেঞ্চুরিতে ভর করে ৪৭৬ রান করে বাংলাদেশ।

বাংলাদেশ দিন শুরু করেছিল ৪ উইকেটে ২৯২ রান নিয়ে আর মুশফিক ৯৯ রান নিয়ে। শততম টেস্টে শতকের দেখা পেতে আজ মোটেই দেরি করেননি মুশফিক। একাদশ খেলোয়াড় হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করার কীর্তি গড়ে আউট হয়েছেন ১০৬ রানে।

এরপর বাংলাদেশের ইনিংসটা টানেন লিটন দাস। টেস্টে পঞ্চম সেঞ্চুরি পাওয়া লিটন ফিরেছেন ১২৮ রান তুলে। আইরিশ অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন ১০৯ রানে ৬ উইকেট পেয়েছেন। টেস্ট এটিই তাঁর সেরা বোলিং।

এরপর আইরিশদের উদ্বোধনী জুটি তুলে ফেলে ৪১ রান। পল স্টার্লিংকে এলবিডব্লু করে জুটি ভাঙেন পেসার খালেদ আহমেদ। এরপর তুলে নেওয়া ৪ উইকেটই পেয়েছেন স্পিনাররা। সর্বোচ্চ ২টি বাঁহাতি স্পিনার হাসান মুরাদের।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪১.১ ওভারে ৪৭৬ (লিটন ১২৮, মুশফিক ১০৬, মুমিনুল ৬৩, মিরাজ ৪৭; ম্যাকব্রাইন ৬/১০৯)।
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৩৮ ওভারে ৯৮/৫ (স্টার্লিং ২৭, বলবার্নি ২১; মুরাদ ২/১০, মিরাজ ১/১১, খালেদ ১/৩০, তাইজুল ১/৩২)।
১০: ৩৭ , নভেম্বর ২০

টেক্টরকে ফিরিয়ে পঞ্চম উইকেট এনে দিলেন তাইজুল

হাসান মুরাদের করা আগের ওভারে আম্পায়ার আউট দিয়ে দিয়েছিলেন হ্যারি টেক্টরকে। আইরিশ ব্যাটসম্যান রিভিউ নিয়ে বদলেছিলেন এলবিডব্লুর সিদ্ধান্ত। আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের করা পরের ওভারে আবার আঙুল উঠল টেক্টরের বিপক্ষে। এবার আর রিভিউ নিয়ে বাঁচতে পারেননি টেক্টর। আম্পায়ার্স কলের কারণে সিদ্ধান্তটা বাংলাদেশের পক্ষেই গেছে। ৯৪ রানে পঞ্চম উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। তাইজুলের এটি প্রথম উইকেট।

১০: ০৫ , নভেম্বর ২০

মুরাদের দ্বিতীয় শিকার

দ্বিতীয় উইকেট পেলেন মুরাদ। তাঁর দুর্দান্ত বলে ফিরলেন ক্যাম্ফার। ফিরেছেন শূন্য রানে। ৮৪ রানে ৪ উইকেট নেই আইরিশদের।

১০: ০০ , নভেম্বর ২০

ফিরলেন কারমাইকেল

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬.২ ওভারে ৮৪/৩

খালেদ, মুরাদের পর বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দিলেন মিরাজ। তিনি ফিরিয়েছেন কারমাইকেলকে। ইনিংসের ২৬তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হয়েছেন কারমাইকেল। তিনি করেছেন ১৭ রান।

০৯: ৪৪ , নভেম্বর ২০

আয়ারল্যান্ড ৪০৯ রানে পিছিয়ে

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৩ ওভারে ৬৭/২

হাসান মুরাদের বলে ফিরলেন বলবার্নি। ২১ রান করা আইরিশ অধিনায়ক ক্যাচ দিলেন নাজমুল হোসেনকে।

০৮: ৫৭ , নভেম্বর ২০

ফিরলেন পল স্টার্লিং

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ১২ ওভারে ৪৩/১

আইরিশ ওপেনার স্টার্লিংকে এলবিডব্লিউ করেছেন পেসার খালেদ। তাতে ভেঙেছে ৪১ রানের ওপেনিং জুটি। ২৭ রান করেছেন স্টার্লিং।

০৮: ১৫ , নভেম্বর ২০

আয়ারল্যান্ডের সাবধানি শুরু

আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ৩ ওভারে বিনা উইকেটে ৮। বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৭৬ রানে অলআউট হয়।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাবধানি শুরু করেছেন আয়ারল্যান্ডের দুই ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ডি বলবার্নি। দুই পেসার ইবাদত হোসেন ও খালেদ আহমেদ বোলিং করছেন দুই প্রান্ত থেকে।

০৭: ৪৫ , নভেম্বর ২০

বাংলাদেশের ৪৭৬

মুশফিক–লিটনের সেঞ্চুরিতে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ তুলতে পেরেছে ৪৭৬ রান। ১৪১.১ ওভারে গুটিয়ে দল নাজমুলের দল। আইরিশ স্পিনার ম্যাকব্রাইন নিয়েছেন ৬ উইকেট।

এই ইনিংসে প্রথমবারের মতো চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়েছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র তিনবার। এ ছাড়া তৃতীয়বার এক ইনিংসে তিনটি শতরানের জুটি গড়েছে বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে মুশফিক–মুমিনুল, পঞ্চম উইকেটে মুশফিক লিটন, ষষ্ঠ উইকেটে লিটন–মিরাজ শতরানের জুটি গড়েছেন। রানটা আরও বড় হতে পারত। তবে বাংলাদেশ শেষ ৫ উইকেট হারিয়েছে ৪৩ রানে।

০৭: ১৭ , নভেম্বর ২০

বাংলাদেশের আরেকটি কীর্তি

নিজেদের টেস্ট ইতিহাসে তৃতীয়বার এক ইনিংসে তিনটি শতরানের জুটি গড়ল বাংলাদেশ। এর আগের দুটি ঘটনাই ২০১৩ সালে। একটি শ্রীলঙ্কা ও অন্যটি নিউজিল্যান্ডের বিপক্ষে।
০৭: ১৪ , নভেম্বর ২০

তিনটি শতরানের জুটিতে রেকর্ড

মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে চতুর্থ,পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়েছে বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি প্রথম। সব দেশ মিলিয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে চতুর্থ,পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়ার ঘটনা এ নিয়ে ঘটল তিনবার। এর আগে দুবার হয়েছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ (১৯৭৯) এবং পাকিস্তান-শ্রীলঙ্কা (২০২৩) টেস্টে।
০৭: ১২ , নভেম্বর ২০

ফিরলেন তাইজুলও

লিটনের পর তাইজুলও ফিরে গেছেন দ্রুত। হোয়ের বলে বোল্ড হয়েছেন তিনি। করেছেন ৪ রান।

০৭: ০৫ , নভেম্বর ২০

১২৮ রানে ফিরলেন লিটন

বাংলাদেশ ১ম ইনিংস: ১৩২ ওভারে ৪৩৭/৭

দ্রুত রান তোলার চেষ্টায় ফিরলেন লিটনও। হামফ্রিসের বলে সুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন লিটন। হাওয়ায় ভাসানো বলটিতে শট আগেই খেলে ফেলেন এই ব্যাটসম্যান, বল ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে।

০৬: ৫৮ , নভেম্বর ২০

৪৭ রানে ফিরলেন মিরাজ

বাংলাদেশ ১ম ইনিংস: ১৩০ ওভারে ৪৩৩/৬

শুরুটা হয় এলবিডব্লিউ দিয়ে। স্পিনার হামফ্রিসের করা ইনিংসের ১২৯তম ওভারের পঞ্চম বলে মিরাজের বিপক্ষে এলবিডব্লিউর সিদ্ধান্ত দেন আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ। তবে রিভিউ নিয়ে বেঁচে যান মিরাজ। অভিষিক্ত গ্যাভিন হোয়ের করা পরের ওভারেই মিরাজ তোলেন ক্যাচ। ক্যাচ মিস করেন টেক্টর। একই ওভারে এক বলে পরে আবার ক্যাচ তোলেন মিরাজ। কারমাইকেল সহজ ক্যাচটি ছাড়েননি।

০৬: ৪১ , নভেম্বর ২০

লিটন ও মিরাজের শতরানের জুটি

লিটন ও মিরাজ জুটি এরইমধ্যে রান তুলেছে ১১৪। টেস্টে এটি দুজনের তৃতীয় শতরানের জুটি।
০৬: ২৭ , নভেম্বর ২০

বাঁচলেন লিটন

বাংলাদেশ ১ম ইনিংস: ১২৪ ওভারে ৩৯৮/৫

হামফ্রিসের বলে লিটনকে এলবিডব্লিউর সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার। লিটন রিভিউ নিলে সিদ্ধান্ত তাঁর পক্ষে যায়। বল ট্রাকিং অনুযায়ী, লেগ স্টাম্প মিস করে বলটি।

০৫: ৩৭ , নভেম্বর ২০

আরও একটি বাংলাদেশের সেশন

টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছে বাংলাদেশ। টেস্টের দ্বিতীয় দিনেও একই ধারা ধরে রেখেছে বাংলাদেশ। আজ প্রথম সেশনে খেলা হয়েছে ৩০ ওভার। রান উঠেছে ৯৫। এই সেশনে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ১০৩ রানে অপরাজিত আছেন লিটন, মিরাজ ৩০ রানে।

প্রথম সেশনে মুশফিক আউট হয়েছেন। তাঁকে ফিরিয়েছেন হামফ্রিস।

০৫: ১২ , নভেম্বর ২০

লিটনের সেঞ্চুরি

বাংলাদেশ ১ম ইনিংস: ১১৬ ওভারে ৩৮২/৫

সবার চোখ ছিল মুশফিকের দিকে। তবে আড়ালে থেকে নিজের কাজটা ঠিকই করেছেন লিটন। পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি, মিরপুরে দ্বিতীয়।

এটি প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের শততম ম্যাচ। বিশেষ এই ম্যাচটি সেঞ্চুরি করে রাঙালেন লিটন।

তিনি সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে।

সেঞ্চুরির পর লিটন
শামসুল হক
০৪: ৫৪ , নভেম্বর ২০

মিরাজকে নিয়ে এগোচ্ছেন লিটন

বাংলাদেশ ১ম ইনিংস: ১১১ ওভারে ৩৬১/৫

মুশফিক ফিরে যাওয়ার পর মিরাজের সঙ্গে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন লিটন। নিজেও আছেন সেঞ্চুরির পথে। অপরাজিত আছেন ৮৮ রানে।

০৪: ১৩ , নভেম্বর ২০

মুমিনুলের পাশে মুশফিক

১৩
আজ মুশফিক ১৩তম টেস্ট সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের হয়ে যৌথভাবে এটি সর্বোচ্চ। সমান ১৩টি সেঞ্চুরি আছে মুমিনুল হকের।
০৪: ০৮ , নভেম্বর ২০

ফিরলেন মুশফিক

এমন একটি বলেরই হয়তো দরকার ছিল!

ইনিংসের ৯৯তম ওভারে বাঁহাতি স্পিনার হামফ্রিসের বলটি অতিরিক্ত বাউন্সের সঙ্গে টার্নও করে। সেটি আর সামলাতে পারেননি মুশফিক। ব্যাট ছুঁয়ে বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা ফিল্ডার বলবার্নির হাতে। এক হাতে দারুণ ক্যাচ নিয়েছেন তিনি। মুশফিক আউট হয়েছেন ১০৬ রান করে।

আউট হওয়ার আগেই ইতিহাস গড়েছেন মুশফিক। আউট হওয়ার পর আইরিশ খেলোয়াড়রা তাঁর সঙ্গে হাত মিলিয়ে অভিবাদনও জানিয়েছেন।

০৪: ০২ , নভেম্বর ২০

লিটন‍+মুশফিক

টেস্টে মুশফিক ও লিটনের সপ্তম শতরানের জুটি এটি। যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।
০৩: ৫৭ , নভেম্বর ২০

লিটনের ফিফটি ও শতরানের জুটি

বাংলাদেশ ১ম ইনিংস: ৯৭ ওভারে ৩০৯/৪

মুশফিকের সেঞ্চুরির পরপরই ফিফটি পেয়েছেন লিটন দাস। টেস্টে এটি লিটনের ২০তম ফিফটি। দুজনে মিলে গড়েছেন ১০৭ রানের অবিচ্ছিন্ন জুটি।

মুশফিকের সেঞ্চুরিতে খুশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম
শামসুল হক
০৩: ৪০ , নভেম্বর ২০

মুশফিক ১১তম

মুশফিকের আগে যারা শততম টেস্টে সেঞ্চুরি করেছেন
মাহফুজার রহমান
০৩: ৩৭ , নভেম্বর ২০

মুশফিকের ইতিহাস

শততম ম্যাচটা সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক। সেই সঙ্গে রাঙালেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের সকালও! সমর্থকদের মধ্যে যারা মাঠে আছেন তারা হয়তো একটু বেশিই ভাগ্যবান। মুহূর্তটা ক্যামেরাবন্দী করতে পেরেছেন নিজের ফোনেই। টেলিভিশনের পর্দা ও মোবাইল স্ক্রিনে চোখ রাখা সমর্থকদের তো এই সুযোগ নেই!

সেঞ্চুরির পর মুশফিক
শামসুল হক

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছিলেন মুশফিক। মাইলফলক ছোঁয়ার ম্যাচটা এর চেয়ে ভালো করে কীভাবে উদযাপন করা যেত! ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক আজ হামফ্রিসের করা দিনের প্রথম ওভারটিতে কোনো রান নিতে পারেননি। তবে পরের ওভারে পেসার জর্ডান নিলের করা ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে মাইলফলকে পৌঁছান মুশফিক।

বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মুশফিক। টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরির এটি ১২তম ঘটনা। কিংবদন্তি রিকি পন্টিং তাঁর শততম টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন।

১০: ৩৮ , নভেম্বর ১৯

মুশফিক ৯৯* ও বাংলাদেশের ২৯২/৪

না হলো না!

৯০ ওভার শেষে মাঠে আম্পায়ার ও খেলোয়াড়দের অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছিল টেস্টের প্রথম দিনে একটি ওভার বাড়তি খেলাতে পারেন তাঁরা। সেটি হয়নি। মুশফিক অপরাজিত রইলেন ৯৯ রানে। কাল ১ রান করলেই বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিক।

মুশফিক আজ সেঞ্চুরিটি পাবেন কি না, শেষ কয়েক ওভার ধরে সবার মনে এ নিয়েই কৌতুহল ছিল। মুশফিকও হয়তো সেঞ্চুরিটি আজই করতে চেয়েছিলেন। নইলে কি দিনে নিজের শেষ বলটিতে সুইপ খেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান! সেটি করেও পারেননি। সেই শট থেকে এসেছে ১ রান।

মুশফিকের ৯৯* ও মুমিনুলের ফিফটিতে বাংলাদেশ প্রথম দিন শেষ করেছে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে। নাজমুল ছাড়া সবাই শুরুটা ভালো করেছেন। ওপেনার সাদমান করেছেন ৩৫, মাহমুদুল ৩৫। লিটন অপরাজিত আছেন ৪৭ রান নিয়ে।

আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন একাই ৪ উইকেট নিয়েছেন।

১০: ০০ , নভেম্বর ১৯

মুশফিক ও লিটনের জুটি

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৬৯/৪

পঞ্চম উইকেট জুটিতে মুশফিক ও লিটন অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটি গড়েছেন। লিটন অপরাজিত আছেন ৩৯ রানে। ৮৫ রানে অপরাজিত মুশফিক।

এরইমধ্যে টেস্টে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন লিটন। ছাড়িয়ে গেছেন হাবিবুল বাশারকে।

০৯: ০৫ , নভেম্বর ১৯

লিটনের কীর্তি

টেস্টে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রান করেছেন লিটন।
০৮: ৫৭ , নভেম্বর ১৯

লিটনের ‘সেঞ্চুরি’

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি লিটনের শততম ম্যাচ। বড় ইনিংস খেলে নিশ্চয়ই মাইলফলক ছোঁয়ার ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাইবেন লিটন।

অন্যদিকে মুশফিক খেলছেন শততম টেস্ট।

০৮: ৪০ , নভেম্বর ১৯

ইনিংস বড় হলো না মুমিনুলের

বাংলাদেশ ১ম ইনিংস: ৬৪ ওভারে ২০৪/৪

তৃতীয় সেশনের দ্বিতীয় ওভারেই আউট মুমিনুল। স্পিনার ম্যাকব্রাইনকে সুইপ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন। মুমিনুলের ধারার ব্যাটসম্যানের জন্য একটু অদ্ভুত আউটই বটে! ১২৮ বলে ৬৩ রানে আউট হলেন মুমিনুল। মুশফিক অন্য প্রান্তে ৫৭ রানে অপরাজিত। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিটন দাস।

৬৩ রানে আউট হলেন মুমিনুল
শামসুল হক
০৮: ৩৫ , নভেম্বর ১৯

মুশফিকের ফিফটি

বাংলাদেশ ১ম ইনিংস: ৬৩ ওভারে ২০২/২

চা বিরতি শেষে তৃতীয় সেশনের প্রথম বলেই (৬৩তম ওভার) চার মেরে ফিফটি তুলে নেন মুশফিক। একই ওভারে দলীয় রান দুই শও পেরিয়ে যায় বাংলাদেশ

মুশফিক ৫৭ ও মুমিনুল ৬৩ রানে অপরাজিত।

০৮: ১৮ , নভেম্বর ১৯

বাংলাদেশের সেশন

বাংলাদেশ ১ম ইনিংস: ৬২ ওভারে ১৯২/৩

মিরপুর টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনটা পুরোপুরি বাংলাদেশের। প্রথম সেশনের মতো এই সেশনেও খেলা হয়েছে ৩১ ওভার। এই সেশনে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৯২ রান। মুশফিক অপরাজিত ৪৮ রানে, মুমিনুল ৬২।

বাংলাদেশের ব্যাটসম্যানদের অবশ্য ভাগ্য ভালো। মুমিনুল এখন পর্যন্ত জীবন পেয়েছেন দুইবার, মুশফিক একবার। আয়ারল্যান্ড তিনটি ক্যাচই ছেড়েছে এই সেশনে।

০৭: ২৭ , নভেম্বর ১৯

মুমিনুলের ফিফটি

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৩ ওভারে ১৬৬/৩

টেস্ট ক্যারিয়ারের ২৪তম ফিফটি পেলেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। ২৩ রানে জীবন পাওয়া মুমিনুল ব্যক্তিগত ৪৯ রানেও একবার জীবন পেয়েছেন। দুইবার জীবন পাওয়া মুমিনুল সেঞ্চুরি পাবেন কী?

প্রথম টেস্টে মুমিনুল ৮২ রান করেছিলেন।

০৭: ১৩ , নভেম্বর ১৯

জীবন পেলেন মুশফিকও

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৮ ওভারে ১৪৬/৩

ব্যক্তিগত ২২ রানে জীবন পেয়েছেন মুশফিক। অভিষিক্ত লেগ স্পিনার গ‍্যাভিন হোয়ের বল মুশফিকের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার লরকান টাকারের কাছে যায়। সেটি গ্লাভসে আটকে রাখতে পারেননি টাকার। এর আগে জীবন পেয়েছেন মুমিনুলও।

মুমিনুল ও মুশফিক জুটি এরইমধ্যে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি গড়েছেন।

০৬: ২১ , নভেম্বর ১৯

জীবন পেলেন মুমিনুল

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪ ওভারে ১১১/৩

ব্যক্তিগত ২৩ রানে জীবন পেলেন মুমিনুল। ম্যাকব্রাইনের বলে সুইপ খেলতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দিয়েছিলেন তিনি। ক্যাচটি নিতে পারেননি কারমাইকেল।

০৫: ৩৭ , নভেম্বর ১৯

প্রথম সেশন কোন দলের

বাংলাদেশ ১ম ইনিংস: ৩১ ওভারে ১০০/৩

মিরপুর টেস্টের প্রথম দিনে প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে বাংলাদেশ দল। ওপেনিং জুটিতে ৫২ রান তোলে বাংলাদেশ। দলকে ভালো শুরু এনে দিলেও ওপেনাররা কেউ বড় ইনিংস খেলতে পারেননি। সাদমান করেছেন ৩৫, মাহমুদুল ৩৪ রান। চারে নামা নাজমুল হোসেন আউট হয়েছেন ৮ রানে।

১৭ রান নিয়ে অপরাজিত আছেন মুমিনুল। ৩ রানে অপরাজিত মুশফিক। আইরিশদের হয়ে ৩টি উইকেটই নিয়েছেন ম্যাকব্রাইন।

০৫: ২২ , নভেম্বর ১৯

আবার ম্যাকব্রাইন

বাংলাদেশ ১ম ইনিংস: ২৮ ওভারে ৯৫/৩

ডানহাতি স্পিনার ম্যাকব্রাইনের ছক্কা মেরে ৮৮ বলের বাউন্ডারি খরা কাটিয়েছিলেন নাজমুল। তবে পরের বলেই হয়ে গেলেন বোল্ড। আয়ারল্যান্ডের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন ম্যাকব্রাইন। ৮ রান করেছেন নাজমুল।

০৫: ১২ , নভেম্বর ১৯

ফিরলেন আরেক ওপেনার

বাংলাদেশ ১ম ইনিংস: ২৫.১ ওভারে ৮২/২

ম্যাকব্রাইনের দ্বিতীয় শিকার। ফিরলেন ওপেনার মাহমুদুল। বড় শট খেলতে গিয়ে ৩৪ রান করে ফিরেছেন মাহমুদুল। অনেকক্ষণ ধরেই কিপটে বোলিং করে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন আইরিশ বোলাররা। সেই চাপ থেকে মুক্তি পেতেই হয়তো বড় শট খেলতে চেয়েছিলেন মাহমুদুল।

০৪: ৩৪ , নভেম্বর ১৯

রিভিউ নিয়ে সাদমানকে ফেরাল আয়ারল্যান্ড

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪ ওভারে ৫২/১

৩৫ রান করে ফিরলেন সাদমান। ডানহাতি স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন সাদমান। ফিল্ড আম্পায়ার শুরুতে আউট না দিলে রিভিউ নেন অ্যান্ডি বলবার্নি। সফল হন তিনি।

০৪: ২৭ , নভেম্বর ১৯

টেস্টে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস: ১৩.২ ওভারে ৫২/০

টসে জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ প্রথম ১৩.২ ওভারে রান তুলেছে ৫২। বাংলাদেশ দলের দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান খেলছেন সাবলীলভাবে। সাদমান অপরাজিত ৩৫ রানে, মাহমুদুল ১৫ রানে।

সিলেট টেস্ট এই দুজন মিলে ওপেনিং জুটিতে তুলেছেন ১৬৮ রান।

০৩: ৫৫ , নভেম্বর ১৯

মুশফিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব যা লিখেছেন

আমার মনে আছে যখন আপনি লর্ডসে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন, আমি বিকেএসপির বিনোদন কক্ষ থেকে প্রতিটি বল দেখেছিলাম। সেই দিন থেকে আপনি আমাকে এবং বাংলাদেশসহ বিশ্বের অগণিত ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন। আপনি অনেক দিন ধরে খেলছেন এবং দলকে আপনার সেরাটা দিয়েছেন। যখন আপনি বয়সভিত্তিক দলকে নেতৃত্ব দিয়েছেন, তখন থেকেই আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি, আর এখনো এবং যত দিন আমি ক্রিকেট খেলব আপনিই থাকবেন আমার অধিনায়ক। মুশফিক ভাই, এই শুভক্ষণে আমি আপনাকে আপনার ১০০তম টেস্ট ম্যাচের জন্য শুভকামনা জানাই। এটি যেকোনো ক্রিকেটারের জন্য একটি ঐতিহাসিক অর্জন। আমি যেমন আপনার প্রথম ম্যাচে প্রতিটি বল দেখেছিলাম, তেমনি আমি আপনার ১০০তম টেস্ট ম্যাচেও আপনার খেলা প্রতিটি বল দেখব। আশা করি আপনি এই ম্যাচ উপভোগ করবেন। যদি এমন হতো, আপনার সঙ্গে এই ম্যাচটা খেলতে পারতাম এবং মাঠে আপনার গৌরবের দিনটাকে উদ্‌যাপন করতে পারতাম!
০৩: ২৮ , নভেম্বর ১৯

শততম টেস্টের আগে মুশফিক যা বলেছেন

আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যাঁরা উপস্থিত আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য এক শ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য।
০৩: ২৫ , নভেম্বর ১৯

মুশফিককে নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল

অভিনন্দন মুশফিক ভাই। এটা আপনার ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত। আমরা আপনাকে ছোটবেলা থেকে অনুসরণ করেছি, আপনার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। আমি আশা করি মাঠে ও বাইরে আপনি যে কঠোর পরিশ্রম করেন সেটা চালিয়ে যাবেন। আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সব সময় দলের জন্য খেলেন। আপনি নিজের নয়, দলের কথা চিন্তা করেন।
০৩: ২২ , নভেম্বর ১৯
পরিবারের সঙ্গে মুশফিক
শামসুল হক

মুশফিককে বিশেষ ক্যাপ উপহার

মুশফিককে শততম টেস্ট উপলক্ষে বিশেষ ক্যাপ উপহার দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। অভিষেক টেস্টেও তাঁকে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন তখনকার এই অধিনায়ক।

মুশফিককে শততম টেস্ট উপলক্ষে বিশেষ ক্যাপ উপহার দিয়েছেন হাবিবুল বাশার
শামসুল হক

জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানও দিয়েছেন বিশেষ উপহার। মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমূল আবেদীন। মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের সিগনেচার করা জার্সি উপহার দিয়েছেন নাজমুল ও হাবিবুল।

০৩: ১৫ , নভেম্বর ১৯

মিরপুরে এখন যা হচ্ছে 

মুশফিকুর রহিমকে নিয়ে চলছে নানা আয়োজন। গ্যালারিতেও হাজির কিছু দর্শক। একই রকমের জার্সি গায়ে দিয়ে তাঁরা এসেছেন মুশফিকের শততম টেস্ট উদ্‌যাপন করতে। সতীর্থদের নিয়ে মাঠে ঢুকছেন মুশফিক।

সতীর্থদের নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন মুশফিক। পাশে আছেন ম্যাচ অফিশিয়াল ও সাপোর্ট স্টাফের সদস্যরা। মুশফিকের সঙ্গে আছেন পরিবারের সদস্যরাও। এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন আতাহার আলী খান।

০৩: ১২ , নভেম্বর ১৯

একাদশে দুই পরিবর্তন

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে খেলা দুই পেসার হাসান মাহমুদ আর নাহিদ রানা নেই এই ম্যাচে। তাঁদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ

০৩: ০৬ , নভেম্বর ১৯

বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করবে

মিরপুরে টসে জিতে ব্যাটিং করবে বাংলাদেশ দল। এর আগের টেস্টে টসে জিতে ব্যাটিং করেছিল আয়ারল্যান্ড।

০৩: ০৪ , নভেম্বর ১৯

বাংলাদেশ ১–০ তে এগিয়ে

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশের লক্ষ্য থাকবে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করা।

০২: ৪১ , নভেম্বর ১৯

আজ মুশফিকের দিন

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম আজ খেলতে নামছেন তাঁর ক্যারিয়ারের শততম টেস্ট। শততম টেস্টে মুশফিকের জন্য মিরপুরে থাকবে বিশেষ আয়োজন।

আরও পড়ুন