অশ্বিনের বিরুদ্ধে সাবেক ক্রিকেটারকে অসম্মান করার অভিযোগ

অশ্বিন তাঁর কল কেটে দিয়েছেন বলে অভিযোগ করেছেন শিবরামকৃষ্ণানএএফপি, ইনস্টাগ্রাম

ধর্মশালায় আগামীকাল পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষটি খেলতে নামছে ভারত–ইংল্যান্ড। এ ম্যাচ দিয়েই ১৪তম ভারতীয় হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন।

তবে নতুন মাইলফলকে পৌঁছানোর আগে অশ্বিনের বিরুদ্ধে সাবেক ক্রিকেটারকে অসম্মান করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ এনেছেন ভারতের সাবেক স্পিনার ও বর্তমান ধারাভাষ্যকার লক্ষ্মণ শিবরামকৃষ্ণান।

অশ্বিনের ১০০তম টেস্ট সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ তাঁর প্রশংসা করে একটি পোস্ট দিয়েছেন ভারতীয় সাংবাদিক ভরত সুন্দরেসন।

সুন্দরেসনের সেই পোস্টেই অশ্বিনকে নিয়ে মন্তব্য করেন শিবরামকৃষ্ণান। সাবেক এই লেগ স্পিনার লিখেছেন, ‘১০০তম টেস্ট উপলক্ষে ওকে (অশ্বিনকে) শুভেচ্ছা জানাতে কয়েকবার কল করেছিলাম। ও ফোনটা স্রেফ কেটে দিল। একটি বার্তাও পাঠালাম, কোনো উত্তর পেলাম না।’ এরপর আক্ষেপ নিয়ে শিবরামকৃষ্ণান লিখেছেন, ‘আমরা সাবেক ক্রিকেটাররা এ রকম সম্মানই পেয়ে থাকি।’

আরও পড়ুন

চলমান সিরিজেই ৫০০ টেস্ট উইকেটের মাইলফলক ছোঁয়া অশ্বিনের শিবরামকৃষ্ণানের ফোন কেটে দেওয়ার সম্ভাব্য কিছু কারণ থাকতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্বিনকে নিয়ে এর আগে নেতিবাচক কথা বলেছেন ৫৮ বছর বয়সী শিবরামকৃষ্ণান। কখনো অশ্বিনের ভারত দলে সুযোগ পাওয়া, কখনো অশ্বিনের বোলিং অ্যাকশন, কখনো তাঁর বিদেশের মাটিতে তেমন সাফল্য না পাওয়া এবং সর্বশেষ ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের দলে থাকা নিয়ে বিতর্কিত মন্তব্যও করেছেন।

নিজের ১০০তম টেস্ট সামনে রেখে বোলিং অনুশীলনে অশ্বিন। আজ ধর্মশালায়
এএফপি

শিবরামকৃষ্ণান একবার দাবি করেছিলেন, অশ্বিন চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে না খেললে এত দ্রুত ভারতের জাতীয় দলে সুযোগ পেতেন না। গত বিশ্বকাপ শুরুর কদিন আগে অশ্বিনের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন শিবারামকৃষ্ণান। এক টুইটে তিনি অশ্বিনকে ‘আনফিট’ ও ‘দলের বোঝা’ বলেছিলেন।

তবে বেশির ভাগ ইন্টারনেট ব্যবহারকারী অশ্বিনের পক্ষই নিয়েছেন। কেউ কেউ শিবরামকৃষ্ণানকে কটাক্ষ করে লিখেছেন, অশ্বিন যতবার এক ইনিংসে ৫ উইকেট পেয়েছেন, শিবরামকৃষ্ণান ভারতের হয়ে ততগুলো ম্যাচও খেলেননি।

আরও পড়ুন

এমন মন্তব্য দেখে অশ্বিনের এক ভক্তের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন শিবরামকৃষ্ণান। তিনি লিখেছেন, ‘সম্মান শুধু সভ্য মানুষের কাছ থেকে প্রত্যাশা করা যায়। যা–ই হোক, এর আগে আমি ওর বোলিং অ্যাকশনের ছোটখাটো সংশোধন করে দিতে টুইট করেছিলাম, ওর সমালোচনা করিনি। মানুষ যদি সেটা বুঝত।’

ইন্টারনেট ব্যবহারকারীদের আন্তর্জাতিক ক্রিকেট বোঝার ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন শিবরামকৃষ্ণান, ‘আপনারা সবাই কি আমার চেয়ে বেশি ক্রিকেট খেলেছেন, ৯ টেস্ট ও ১৬ ওয়ানডে?’