সম্প্রচার শেষ ০৯ মার্চ ২০২৫

যেভাবে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়

১৭: ১৯ , মার্চ ০৯

বিখ্যাত সাদা জ্যাকেট পরে চলছে উৎসব

পুরস্কার বিতরণীর আনুষ্ঠানিকতা শেষ। পদকের পর ভারতের খেলোয়াড়দের দেওয়া হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির বিখ্যাত সাদা জ্যাকেট। সেটি পরে ট্রফি নিয়ে উল্লাস করছেন কোহলি–রোহিতরা। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলরা পিচের ওপর ট্রফি রেখে উল্লাসরত অবস্থায় ছবি তুলেছেন। অন্যরাও যোগ দিয়েছেন আনন্দ–উৎসবে।

১৬: ৪১ , মার্চ ০৯

ফাইনালের সেরা রোহিত, টুর্নামেন্ট–সেরা রাচিন

ফাইনালে ৮৩ বলে ৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। ব্যাট হাতে ২৬৩ রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট এই কিউই অলরাউন্ডার।

ম্যাচসেরা হওয়ার প্রতিক্রিয়ায় রোহিত বলেছেন, ‘এটা দারুণ ব্যাপার। আমরা টুর্নামেন্টজুড়ে দারুণ ক্রিকেট খেলেছি। তাই ফলটা আমাদের পক্ষে আসায় দারুণ আনন্দিত।’

আর রাচিন বলেছেন, ‘অম্ল–মধুর অভিজ্ঞতাই বলতে হয়। ফাইনালটা দারুণ ছিল।’

১৬: ২৮ , মার্চ ০৯

কোহলি–রোহিতদের শিরোপা–উৎসব

দুবাইয়ে আজ জয়সূচক রান আসতেই উল্লাসে মেতে উঠেছে ভারতীয় ক্রিকেটার ও সমর্থকরা। ভারতের নীল রঙের দাপটে ছেয়ে গেছে গোটা স্টেডিয়াম । জয়ের প্রতিক্রিয়ায় হার্দিক পান্ডিয়া বলেন, ‘আইসিসি ট্রফি জেতা সব সময় আনন্দময়। ২০১৭ সালে খুব কাছে গিয়ে পারিনি। এখানে এসে পারলাম। আমি দারুণ তৃপ্ত।’

স্পিনার বরুণ চক্রবর্তী বলেন, ‘হঠাৎ করেই দলে এসেছি। আমি আশা করিনি যে এমন কিছু হবে। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’

প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোহলি বলেন, ‘এই অনুভূতি অসাধারণ। অস্ট্রেলিয়ায় কঠিন সফরের পর আমরা ঘুরে দাঁড়াতে চাচ্ছিলাম। এক ঝাঁক তরুণের সঙ্গে খেলতে পারাটা দারুণ ব্যাপার ছিল। তারা এগিয়ে এসেছে এবং ভারতকে সঠিক পথে নিয়ে যাচ্ছে।’

১৬: ২১ , মার্চ ০৯

চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন ভারত

ভারত: ৪৯ ওভারে ২৫৪/৬

নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় শিরোপা জিতল ভারত। আজ দুবাইয়ে নিউজিল্যান্ডের দেওয়া ২৫২ রানের লক্ষ্য ভারত টপকে যায় ৬ বল হাতে রেখেই। ৩৪ রানে অপরাজিত থেকে ভারতকে জয় এনে দিয়েছেন লোকেশ রাহুল।

জয়ের পর লোকেশ রাহুল
রয়টার্স
১৬: ১২ , মার্চ ০৯

ফিরলেন পান্ডিয়া

ভারত: ৪৭.৩ ওভারে ২৪১/৬

ভারতকে জয়ের কাছে রেখে ফিরলেন হার্দিক পান্ডিয়া। ১৮ রান করা পান্ডিয়াকে ফেরালেন জেমিসন।

১৫: ৫৯ , মার্চ ০৯

শেষ ৫ ওভারে ভারতের প্রয়োজন ৩২

ভারত: ৪৫.৩ ওভারে ২২৭/৫

অক্ষরের বিদায়ের পর ভারতকে জয়ের পথে এগিয়ে নিচ্ছেন লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার জুটি। রাহুল ২৩ ও পান্ডিয়া ১৩ রানের অপরাজিত আছেন।

১৫: ৪৪ , মার্চ ০৯

ফিরলেন অক্ষরও

ভারত: ৪১.৩ ওভারে ২০৩/৫

আইয়ারের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারলেন না অক্ষরও। বড় শট খেলতে গিয়ে ব্রেসওয়েলের বলে উইল ও’রুর্ককে ক্যাচ দিয়েছেন এই ব্যাটসম্যান। ফেরার আগে তিনি করেছেন ৪০ বলে ২৯ রান।

১৫: ৩১ , মার্চ ০৯

আইয়ারকে ফেরালেন স্যান্টনার

ভারত: ৩৮.৩ ওভারে ১৮৩/৪

৪৪ রানে লং অনে আইয়ারের সহজ ক্যাচ ফেলেন জেমিসন। জীবন পেয়ে বেশিক্ষণ টিকতে পারলেন এই ব্যাটসম্যান। স্যান্টনারের বলে দারুণ ক্যাচ নিয়ে তাঁকে ফিরিয়েছেন রাচিন রবীন্দ্র। ফেরার আগে ৬১ বলে ৪৮ রান করেছেন আইয়ার।

১৫: ২১ , মার্চ ০৯

জীবন পেলেন আইয়ার

ভারত: ৩৭ ওভারে ১৭৬/৩

দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল ভারত। সেই চাপ সামলে দলকে ফের এগিয়ে নিচ্ছিলেন শ্রেয়াস আইয়ার –অক্ষর প্যাটেলের জুটি। এই জুটি ভাঙার দারুণ সুযোগ এসেছিল নিউজিল্যান্ডের সামনে। কিন্তু ৩৭তম ওভারে গ্লেন ফিলিপসের বলে লং অনে আইয়ারের হাতের ক্যাচ ফেলে দেন জেমিসন। এই মিসটাই হয়তো ম্যাচ শেষে পোড়াবে নিউজিল্যান্ডকে। জীবন পাওয়ার সময় আইয়ারের রান ছিল ৪৪। অক্ষর অপরাজিত ১৬ রানে।

১৪: ৪৪ , মার্চ ০৯

রোহিতকে ফেরালেন রাচিন

ভারত: ২৬.১ ওভারে ১২২/৩

রাচিন রবীন্দ্রর বলে সামনে বেরিয়ে বড় শট খেলতে গিয়েছিলেন রোহিত। কিন্তু বলের লাইন মিস করে হয়ে যান স্টাম্পিং। দারুণ ব্যাট করতে থাকা রোহিত ফিরলেন ৮২ বলে ৭৬ রান করে।

১৪: ২৩ , মার্চ ০৯

১ রান করেই ফিরলেন কোহলি 

ভারত: ১৯.১ ওভারে ১০৬/২

নিজের প্রথম বলেই ভারতকে বড় ধাক্কা দিলেন মাইকেল ব্রেসওয়েল। কিউই স্পিনারের দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফিরলেন কোহলি। তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১ রান। দ্রুত ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে ভারত।

১৪: ২০ , মার্চ ০৯

গিলকে ফেরাতে বাজপাখি হলেন ফিলিপস

ভারত: ১৮.৫ ওভারে ১০৫/১

মিচেল স্যান্টনারের বলটি শর্ট এক্সট্রা কাভারের ওপর দিয়ে খেলেছিলেন শুবমান গিল। কিন্তু সেখানে যে ছিলেন গ্লেন ফিলিপস! অসাধারণ এক উড়ন্ত ক্যাচে ভারতীয় ওপেনারকে ফিরিয়েছেন তিনি।

অবিশ্বাস্য এক ক্যাচে গিলকে ফিরিয়েছেন গ্লেন ফিলিপস
এএফপি
১৪: ০৮ , মার্চ ০৯

দুর্দান্ত রোহিতে ছুটছে ভারত

ভারত: ১৭ ওভারে ১০০/০

রোহিতের ব্যাটিং ঝড়ে ১৭ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ১০০ রান হয়ে গেল ভারতের। ৬০ বলে ৬৮ রান করে অপরাজিত আছেন ভারত অধিনায়ক। সঙ্গী গিলের রান ২৭।

১৩: ৪৭ , মার্চ ০৯

রোহিতের ফিফটি

ভারত: ১০.১ ওভারে ৬৫/০

দারুণ ব্যাটিংয়ে ৪১ বলে ফিফটি করলেন রোহিত। দলের রান ৬৫। গিল অপরাজিত ১০ রানে।

১৩: ৩৮ , মার্চ ০৯

দুর্দান্ত রোহিতে ভারতের ফিফটি

ভারত: ৮ ওভারে ৫৯/০

রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে অষ্টম ওভারে দলীয় ৫০ হয়ে গেল ভারতের। ৩৫ বলে ৪৭ রান করে অপরাজিত আছেন রোহিত। আর গিলের রান ৭।

শট খেলছেন রোহিত
রয়টার্স
১৩: ৩৩ , মার্চ ০৯

জীবন পেলেন গিল

ভারত: ৭ ওভারে ৪৫/০

জেমিসনের বলে মিড–উইকেটে কঠিন এক ক্যাচ দিয়েছিলেন গিল। কিন্তু বলে হাত ছুঁয়েও শেষ রাখতে পারলেন না ড্যারিল মিচেল। বেঁচে যান ৬ রান করা গিল।

১৩: ২৬ , মার্চ ০৯

রোহিত–গিলের ব্যাটে এগোচ্ছে ভারত

ভারত: ৫ ওভারে ৩১/০

২৫২ রানের লক্ষ্য তাড়ায় ভালোভাবে শুরু করেছে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল। তবে গিলের চেয়ে রোহিতই বেশি আক্রমণাত্মক। ভারত অধিনায়ক ২১ এবং গিল অপরাজিত আছেন ৫ রানে।

১৩: ০৩ , মার্চ ০৯

দ্বিতীয় বলেই রোহিতের ছক্কা 

ভারত: ১ ওভারে ৯/০

২৫২ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের দ্বিতীয় বলে কাইল জেমিসনকে ছক্কা মেরে শুরু করেন রোহিত শর্মা।

রোহিত শর্মা ও শুবমান গিল
রয়টার্স
১২: ৩৩ , মার্চ ০৯

ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৫১/৭

ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাটিং করা দলটি যেভাবে শুরু করেছিল, তাতে মোট রানটাকে কম হয়েছে বলাই যায়। উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র উদ্বোধনী জুটিতে ৭.৫ ওভারেই ৫৭ রান তুলে ফেলেছিলেন। এরপর ৫ ওভারের মধ্যে ইয়াং, রবীন্দ্র ও কেইন উইলিয়ামসনকে তুলে নিয়ে ম্যাচে দারুণভাবে ফিরে আসে ভারত। মাঝ ওভারে ভারতীয় স্পিনে খেই হারানো নিউজিল্যান্ড শেষ পাওয়ার–প্লেতে তোলে ৭৯ রান।

নিউজিল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেন ড্যারিল মিচেল। এ ছাড়া ৪০ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন মাইকেল ব্রেসওয়েল। ভারতের দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব নিয়েছেন ২টি করে উইকেট।

১২: ০৮ , মার্চ ০৯

নিউজিল্যান্ড কি আড়াই শ করতে পারবে

নিউজিল্যান্ড: ৪৫.৪ ওভারে ২১১/৬

মোহাম্মদ শামির বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরেছেন ৬৩ রান করা মিচেল।

১২: ০৩ , মার্চ ০৯

মিচেলের ফিফটি

নিউজিল্যান্ড: ৪৫.৪ ওভারে ২০১/৫

ড্যারিল মিচেলের ফিফটিতে ৪৫তম ওভারে ২০০ রান পার করেছে নিউজিল্যান্ড। হাতে আছে আর ৫ ওভার। দেখা যাক, শেষ পর্যন্ত কত রান তুলতে পারে কিউরা।

১১: ৩৩ , মার্চ ০৯

ভাঙল ৫৭ রানের জুটি

নিউজিল্যান্ড: ৩৮ ওভারে ১৬৫/৫

বড় জুটি গড়ার আভাসই দিচ্ছিলেন নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। কিন্তু জুটিটা ৫৭ রানের বেশি হতে দিলেন না রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। দুর্দান্ত এক ডেলিভারিতে তিনি বোল্ড করে ফিরিয়েছেন ফিলিপসকে। আউট হওয়ার আগে ৫২ বলে ৩৪ রান করেছেন তিনি।

১১: ২১ , মার্চ ০৯

ক্যাচটি কঠিনই ছিল

নিউজিল্যান্ড: ৩৬ ওভারে ১৫৬/৪

অক্ষর প্যাটেলের বলে বড় শট খেলার চেষ্টা করেছিলেন ড্যারিল মিচেল। কিন্তু বল যায় মিড উইকেটে থাকা ভারতের অধিনায়ক রোহিত শর্মার হাতে। অনেকটা লাফিয়ে উঠে বলে হাত লাগালেও ক্যাচটি নিতে পারেননি রোহিত। ওই বল থেকে ২ রান নেন মিচেল। ‘জীবন’ পেয়েছেন ব্যক্তিগত ৩৮ রানে।

পরের ওভারেই জীবন পেয়েছেন গ্লেন ফিলিপসও। রবীন্দ্র জাদেজার বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ ফেলেছেন শুবমান গিল। ফিলিপসের রান ছিল ২৭।

১১: ১১ , মার্চ ০৯

ধীরে এগোচ্ছেন মিচেল–ফিলিপস

ভারতের স্পিন বোলিংয়ের সামনে দ্রুতই চার উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। বিনা উইকেটে ৫৭ থেকে ৪ উইকেটে ১০৮ রান হয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডকে টানার চেষ্টা করছেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। চতুর্থ উইকেট জুটিতে ৫২ বলে ৩৫ রান তুলে অবিচ্ছিন্ন আছেন তাঁরা। মিচেল ৩৪ ও ফিলিপস ২২ রানে অপরাজিত আছেন।

১০: ৫৮ , মার্চ ০৯

স্পিনে হাঁসফাঁস কিউই ব্যাটসম্যানদের

ভারত দলে খেলছেন চার স্পিনার। ষষ্ঠ ওভারেই বরুণ চক্রবর্তীকে দিয়ে স্পিন আক্রমণ শুরু করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে ১১তম ওভার থেকে শুরু হয় অলস্পিন আক্রমণ। এখনো চলছে। ভারত দলের এমন স্পিন আক্রমণে যেন হাঁসফাঁস করছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। টানা ১৭ ওভার স্পিন খেলতে হয়েছে তাঁদের। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৬৯ রান তোলা নিউজিল্যান্ড সর্বশেষ ১৭ ওভারে তুলতে পেরেছে ৫৪ রান, হারিয়েছে ৩ উইকেট। কিউইদের চারটি উইকেটই নিয়েছেন স্পিনাররা।

১০: ৪৭ , মার্চ ০৯

রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ল্যাথাম

নিউজিল্যান্ড: ২৩.২ ওভারে ১০৮/৪

মিডল স্টাম্পে ফ্ল্যাটার ডেলিভারি দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সুইপ করতে গিয়েছিলেন টম ল্যাথাম। কিন্তু বল ব্যাটে লাগাতে পারেননি। আম্পায়ার আঙুল তুলে দেন। বলটি দেখে মনে হচ্ছিল এলবিডব্লু হয়ে গেছেন ল্যাথাম। কিন্তু তিনি রিভিউ নেন। তবে বাঁচতে পারেননি।

১০: ৩৮ , মার্চ ০৯

৭২ বল ডট

নিউজিল্যান্ড: ২২ ওভারে ১০৪/৩

২২তম ওভারে মাত্র ২ রান দিয়েছেন জাদেজা। এই ওভারে ল্যাথামের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করে রিভিউ নিয়েছিল ভারত। তৃতীয় আম্পায়ারের সাড়া মেলেনি। নিউজিল্যান্ডের রানের চাকা ধরে রেখেছেন দুই স্পিনার জাদেজা ও বরুণ।

এ পর্যন্ত আসতে ৭২টি বল ডট খেলেছে নিউজিল্যান্ড।

১০: ৩১ , মার্চ ০৯

নিউজিল্যান্ডের সেঞ্চুরি

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১০১/৩।

২০তম ওভারে ২ রান দিয়েছেন জাদেজা। ল্যাথাম ২০ বলে ১২ ও মিচেল ৩৪ বলে ১৭ রানে অপরাজিত।

সর্বশেষ ৪০ বলে বাউন্ডারি নেই।

১০: ২৪ , মার্চ ০৯

২৭ বল আগে সর্বশেষ বাউন্ডারি

নিউজিল্যান্ড: ১৮ ওভারে ৯৫/৩।

জুটি গড়ার চেষ্টা করছেন মিচেল ও ল্যাথাম। ৩৪ বলে এ পর্যন্ত ২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তাঁরা।

২৭ বল আগে সর্বশেষ বাউন্ডারি মেরেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানেরা।

লেথাল ল্যাথাম

ওয়ানডেতে ভারতের বিপক্ষে ২৪ ইনিংসে ৪৭.২৬ গড়ে ৮৯৮ রান টম ল্যাথামের। এখন ব্যাট করছেন।

১০: ২১ , মার্চ ০৯

নিউজিল্যান্ডের একমাত্র সমর্থক?

ছবিতে দুবাই স্টেডিয়ামের গ্যালারিতে নিউজিল্যান্ডের পতাকা হাতে একজনকে দেখা যাচ্ছে। ফাইনাল শুরুর আগে দুবাই স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছিলেন, গ্যালারিতে সবাই ভারতের সমর্থক। নিউজিল্যান্ডের সমর্থক তখন পর্যন্ত চোখে পড়েনি। তবে এরপর ছবিতে নিউজিল্যান্ডের যে সমর্থককে দেখা যাচ্ছে, প্রশ্নটি তাই উঠতেই পারে—ফাইনালে এই ভদ্রলোকই কি নিউজিল্যান্ডের একমাত্র সমর্থক?

নিউজিল্যান্ডের পতাকা হাতে গ্যালারিতে এক সমর্থক
প্রথম আলো
১০: ০৪ , মার্চ ০৯

কুলদীপের হাতে ‘বন্দী’ উইলিয়ামসন

নিউজিল্যান্ড: ১৩ ওভারে ৭৭/৩।

১৩তম ওভারের তৃতীয় বলে কুলদীপের হাতে মোয়ার মতো সহজ ক্যাচ তুলে আউট উইলিয়ামসন। বলের ফ্লাইটে বোকা বনে ক্যাচ তুলে দেন। ১৪ বলে ১১ রানে ফিরলেন উইলিয়ামসন। ১৫ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে জাপে নিউজিল্যান্ড।

পাঁচে নেমেছেন টম ল্যাথাম।

ওয়ানডেতে কুলদীপের ৬৮টি বল খেলে ৩ বার আউট হয়েছেন উইলিয়ামসন। রান করেছেন ৬৮, ডট ৩১টি।

১০: ০১ , মার্চ ০৯

আক্রমণে আরেক স্পিনার

নিউজিল্যান্ড: ১২ ওভারে ৭৫/২।

১২তম ওভারে স্পিনার অক্ষর প্যাটেলকে বোলিংয়ে এনেছেন রোহিত। নিজের প্রথম ওভারে মাত্র ২ রান দিয়ে ভালো শুরু করছেন এই বাঁহাতি।

নিউজিল্যান্ডের ইনিংসে এ পর্যন্ত ডট বল ৩৭টি।

৬৯/১

১০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর। দুবাইয়ে এবার চ্যাম্পিয়নস ট্রফিতে পাওয়ার প্লেতে এটা যৌথভাবে সর্বোচ্চ স্কোর। বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও ১০ ওভারে ১ উইকেটে ৬৯ তুলেছিল ভারত।

০৯: ৫৫ , মার্চ ০৯

কুলদীপের গুগলিতে আউট রবীন্দ্র

নিউজিল্যান্ড: ১১ ওভারে ৭৩/২।

পারফেক্ট গুগলি! ১১তম ওভারে কুলদীপের প্রথম বলটি বাতাসে ভাসতে ভাসতে পড়ল রবীন্দ্রর চোখের সামনে। গুগলি ডেলিভারিটি বুঝতেই পারেননি রবীন্দ্র। অফসাইডে খেলার চেষ্টা করেছিলেন। বল তাঁর ব্যাট ফাঁকি দিয়ে আঘাত হেনেছে স্টাম্পে। ১ ছক্কা ও ৪ চারে ২৯ বলে ৩৭ রানে ফিরলেন রবীন্দ্র।

চারে নেমেছেন ড্যারিল মিচেল।

বোল্ড হন রবীন্দ্র
এএফপি
০৯: ৪৪ , মার্চ ০৯

ইয়াং আউট!

নিউজিল্যান্ড: ৮ ওভারে ৫৮/১।

বরুণের করা অষ্টম ওভারের পঞ্চম বলে এলবিডব্লু ইয়াং। রিভিউ না নিয়ে ড্রেসিংরুমে ফিরে গেলেন কিউই ওপেনার। ২৩ বলে ১৫ রানে আউট হলেন ইয়াং।

তিনে নেমেছেন কেইন উইলিয়ামসন।

০৯: ৪১ , মার্চ ০৯

...এবং আবারও রবীন্দ্রর ক্যাচ মিস!

বরুনের করা অষ্টম ওভারের প্রথম বলেই রবীন্দ্রর বিপক্ষে ক্যাচ আউটের আবেদন উঠেছিল। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান রবীন্দ্র। পরের বলেই ছক্কা মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলেছিলেন। শ্রেয়াস দৌড়ে গিয়ে ক্যাচটা নিতে পারেননি।

০৯: ৩৬ , মার্চ ০৯

রবীন্দ্রর ক্যাচ মিস!

নিউজিল্যান্ড: ৭ ওভারে ৫১/০।

শামির করা সপ্তম ওভারের তৃতীয় বলে বোলারকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন রবীন্দ্র। বল তেমন জোরে না এলেও শামি হাতে রাখতে পারেননি।

০৯: ৩০ , মার্চ ০৯

ষষ্ঠ ওভারেই আক্রমণে স্পিনার

নিউজিল্যান্ড: ৬ ওভারে ৪৬/০।

আগের দুটি ওভার পেসাররা বাজে করায় ভারতের অধিনায়ক রোহিত শর্মাও কৌশল পাল্টালেন। ষষ্ঠ ওভারে ওভারে আক্রমণে তাই স্পিনার বরুন চক্রবর্তীকে এনেছেন রোহিত। মোট ৯ রান দিয়েছেন বরুন। প্রথম বলেই ওয়াইডসহ হয়েছে বাউন্ডারি। মানে ৫ রান!

এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে এটাই সর্বোচ্চ রানের ওপেনিং জুটি।

০৯: ২৬ , মার্চ ০৯

দুটি ভালো ওভার গেল নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ড: ৫ ওভারে ৩৭/০।

চতুর্থ ওভারে ১৬ রান তোলার পর পঞ্চম ওভারে ১১ রান তুলেছে নিউজিল্যান্ড। শামির করা পঞ্চম ওভারে দুটি চার মেরেছেন রবীন্দ্র।

রবীন্দ্র ১৪ বলে ২৫ রানে অপরাজিত। ইয়াং অন্য প্রান্তে ১৬ বলে ১০*।

০৯: ২২ , মার্চ ০৯

রাচিনের ‘রাবীন্দ্রিক ব্যাটিং’ শুরু!

নিউজিল্যান্ড: ৪ ওভারে ২৬/০।

হার্দিক পান্ডিয়ার করা চতুর্থ ওভারের চতুর্থ বলে রবীন্দ্রর পুল শটটি দেখে মনে হতে পারে, এ বুঝি রবিঠাকুরের সুরের মূর্চ্ছনা! স্রেফ টাইমিংয়ের ওপর ছক্কা। পরের বলে পয়েন্ট দিয়ে চার। শেষ বলে আবারও পুল করে চার! রাচিন রবীন্দ্র অন সং!

এই ওভারে উঠল ১৬ রান।

০৯: ১২ , মার্চ ০৯

 ২ রান দিয়ে শুরু পান্ডিয়ার

নিউজিল্যান্ড: ৩ ওভারে বিনা উইকেটে ১০।

অন্য প্রান্ত থেকে পেসার হার্দিক পান্ডিয়া বোলিং করলেন। নিজের প্রথম ওভারে ২ রান দিয়েছেন এ পেস অলরাউন্ডার।

তৃতীয় ওভারে ৪ রান দিয়েছেন শামি।

চার স্পিনার নিয়ে নেমেছে ভারত। সঙ্গে দুই পেসার শামি ও পান্ডিয়া।

নিউজিল্যান্ড ওপেনার রাচিন রবীন্দ্র
এএফপি
০৯: ০৫ , মার্চ ০৯

৪ রান দিয়ে শুরু শামির

নিউজিল্যান্ড: ১ ওভারে বিনা উইকেটে ৪।

ভারতের হয়ে প্রথম ওভার বোলিং করলেন পেসার মোহাম্মদ শামি। ওভারের শেষ বরে তাঁকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে কাট করে চার মারেন কিউই ওপেনার উইল ইয়াং। ওপেনিংয়ে অন্য প্রান্তে নেমেছেন রাচিন রবীন্দ্র।

০৮: ৪৪ , মার্চ ০৯

নিউজিল্যান্ডের একাদশ

উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ ও উইল ও’রুর্ক।

০৮: ৪২ , মার্চ ০৯

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও বরুন চক্রবর্তী।

ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই।

দুবাইয়ে ১০ ম্যাচ খেলে হারেনি ভারত। ৯ জয়ের পাশাপাশি ১ টাই। দুবাইয়ে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কত্ব করে আইপিএল ফাইনালও জিতেছেন রোহিত শর্মা।

০৮: ৩৯ , মার্চ ০৯

রোহিতের আবারও টস হার!

মুদ্রা নিক্ষেপ করে ভাগ্য পরীক্ষায় হারলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আবারও টস হার তাঁর! ওয়ানডেতে এ নিয়ে টানা ১২ বার টসে হারলেন রোহিত।  ২০২৩ বিশ্বকাপের ফাইনাল থেকে তাঁর এই দুর্ভাগ্যের শুরু। এর মধ্য দিয়ে ব্রায়ান লারার ওয়ানডেতে টানা সর্বোচ্চ টস হারের রেকর্ডও ছুঁয়ে ফেললেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ১৯৯৮ সালের ৩১ অক্টোবর থেকে ১৯৯৯ সালের ২১ মে পর্যন্ত টানা ১২টি টসে হারেন।

ওয়ানডেতে এ নিয়ে টানা ১৫তম টস হারল ভারত।

সেমিফাইনালে রোহিত টস হারের পর লারার রেকর্ড থেকে এক ধাপ দূরে ছিলেন। এ নিয়ে জানতে ক্লিক করুন নিচের লিংকে।

টানা ১১ ওয়ানডেতে টস হারা রোহিতের সামনেও আছেন একজন

টস হারের পর রোহিতের প্রতিক্রিয়া
এএফপি

নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। দলটির অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছেন, চোটের কারণে ম্যাট হেনরি ফাইনালে খেলছেন না। নিউজিল্যান্ডের জন্য এটা ‘বিগ মিস’—হেনরি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। তাঁর জায়গায় আরেক পেসারকে নাথান স্মিথকে দলে টেনেছে নিউজিল্যান্ড।

০৮: ৩৩ , মার্চ ০৯

ফাইনালের পিচ যেমন...

গ্রুপপর্বে ভারত–পাকিস্তান ম্যাচ যে পিচে খেলা হয়েছে, ফাইনালও অনুষ্ঠিত হচ্ছে সেই পিচেই। আকাশ চোপড়া জানিয়েছেন, পিচ খুব শুকনো এবং শক্ত। দিনের খেলা গড়ানোর সঙ্গে পিচও একটু ভাঙবে। তবে স্পিনারেরা খুব বেশি বাঁক পাবেন বলে মনে করেন না তিনি। আগে ব্যাটিং নেওয়া দল ২৭০ এর আশপাশে রান করতে চাইবে বলে মনে করেন ভারতের বিশ্লেষক আকাশ চোপড়া।

চ্যাম্পিয়নস ট্রফির সেরা খেলোয়াড়ের দৌড়ে কারা আছেন, ফাইনাল শুরুর আগে তা জেনে নিতে পারেন নিচের লিংকে ক্লিক করে।

চ্যাম্পিয়নস ট্রফির সেরা খেলোয়াড়ের দৌড়ে কোহলি–রবীন্দ্রর সঙ্গে আর কারা

এক ফ্রেমে দুই দলের অধিনায়ক স্যান্টনার ও রোহিত
এএফপি
০৮: ৩১ , মার্চ ০৯

গ্যালারিতে সব ভারতের সমর্থক

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, স্টেডিয়ামের বাইরে কয়েক কিলোমিটার রাস্তাজুড়ে যানজট, দুবাইয়ে খেলা থাকলে যেটা স্বাভাবিক। গ্যালারিতে এখন পর্যন্ত প্রায় সবাই ভারতের সমর্থক। নিউজিল্যান্ডের জার্সি শুধু দলটির খেলোয়াড়দের গায়েই দেখা যাচ্ছে। গ্যালারিতে নিউজিল্যান্ডের সমর্থকদের এখনো দেখা মেলেনি।

ভারতের সমর্থকে ভর্তি গ্যালারি
প্রথম আলো
স্টেডিয়ামে যাওয়ার পথে ভারতের সমর্থকেরা। ছবিটি দুবাই স্টেডিয়ামের বাইরে থেকে তোলা
প্রথম আলো
০৮: ১২ , মার্চ ০৯

টসে রোহিতের হার চান অশ্বিন, কেন?

ওয়ানডেতে রোহিত শর্মা টানা ১১টি টস হেরেছেন।  ২০২৩ বিশ্বকাপ ফাইনাল থেকে তাঁর এই দুর্ভাগ্যের শুরু। কিন্তু আজকের ফাইনালেও রোহিতের টস হার চাচ্ছেন কেন তাঁরই এক সময়ের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন! জানতে হলে ক্লিক করুন নিচের লিংকে।

আজও টসে রোহিতের হার দেখতে চান অশ্বিন 

ফাইনাল শুরুর আগে দুবাই স্টেডিয়ামের একাংশ
প্রথম আলো
০৮: ১২ , মার্চ ০৯

ফাইনালের আগে নিউজিল্যান্ডের ‘গোপন’ খবর ফাঁস!

ফাইনালে ভারতের স্পিন আক্রমণ নিয়ে সতর্ক নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। প্রতিপক্ষের স্পিন সামলাতে নেটে বিশেষ প্রস্তুতিও সেরেছে মিচেল স্যান্টনারের দল। সেই প্রস্তুতির খবরই ভারতের সংবাদমাধ্যমকে জানিয়েছেন নিউজিল্যান্ডের অনুশীলনে ভারতের নেট বোলার।

ফাইনালের আগে দুবাই স্টেডিয়ামে অনুশীলনে নিউজিল্যান্ড দল
প্রথম আলো
০৮: ১২ , মার্চ ০৯

ফাইনালে স্বাগতম

চ্যাম্পিয়নস ট্রফিতে ১৪ ম্যাচ শেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। ফাইনাল! দুবাই স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড।

ফাইনালে অনেকের চোখেই ভারত ফেবারিট। তবে ভারত ফেবারিট হওয়ায় নিউজিল্যান্ড কেন নির্ভার, সেটাই দুবাই থেকে বিশ্লেষণে জানিয়েছেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ। জানতে হলে ক্লিক করুন নিচের লিংকে।

ভারত ফেবারিট বলেই নির্ভার নিউজিল্যান্ড

ঢাকা প্রিমিয়ার লিগে আজকের খবর যাঁরা জানেন না, তাঁদের জন্য নিচের দুটি লিংক।

দুই শ হলো না নাঈমের, চার শ করে ইতিহাস প্রাইম ব্যাংকের

৪২২ রান করে যে রেকর্ড ভাঙল প্রাইম ব্যাংক