অস্ট্রেলিয়ায় বেয়ারস্টোদের ব্যঙ্গাত্মক ছবি, আবার বিতর্ক

ইংল্যান্ডের উইকেটকিপার–ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর ও মিডিয়া ব্যক্তিত্ব পিয়ার্স মরগানের এই ব্যঙ্গাত্মক ছবি ২০২৩ অ্যাশেজ ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেএক্স

এক হাতে বল, আরেক হাতে অ্যাশেজের ভস্মাধার নিয়ে বসে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর দুই পাশে বাচ্চাদের ডায়াপার পরে দাঁড়িয়ে জনি বেয়ারস্টো ও পিয়ার্স মরগান। বেয়ারস্টো–মরগানের দৈহিক গড়নও শিশুদের মতো। ইংলিশদের নিয়ে এমন এক চিত্রই এঁকেছেন অস্ট্রেলিয়ান চিত্রশিল্পী জেমস ব্রেনান।

ব্রেনান ছবিটির নাম দিয়েছেন ‘লাইক টেকিং অ্যাশেজ ফর্ম আ বেবি’—যেটা এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিখ্যাত ব্যঙ্গাত্মক শিল্প প্রতিযোগিতা বাল্ড আর্চি অ্যাওয়ার্ডের জন্য তিনি জমা দিয়েছেন। ২০১৬ সালের পর বাল্ড আর্চি অ্যাওয়ার্ড বন্ধ ছিল। এ বছর থেকে তা আবারও চালু হয়েছে। এবার দেওয়া হবে গত বছরের সেরা ছবির পুরস্কার।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ব্রেনানের আঁকা সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ২০২৩ অ্যাশেজ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াতে শুরু করেছে। ছবিটি যে লর্ডস টেস্টে ইংল্যান্ডের হারের ক্ষতে নুনের ছিটা দেওয়ার মতোই। সেই টেস্টের ৭ মাস পেরিয়ে গেলেও বেয়ারস্টোর বিতর্কিত স্টাম্পিংয়ের ঘটনা কারও ভোলার কথা নয়।

ওভার শেষ হয়েছে ভেবে ক্রিজের বাইরে বেরিয়েছিলেন বেয়ারস্টো। এই সুযোগে তাঁকে স্টাম্পড করেন ক্যারি। ২০২৩ অ্যাশেজে লর্ডস টেস্টের এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়
এক্স

ক্যামেরন গ্রিনের বাউন্সারটা ‘ডাক’ করে ওভার শেষ হয়েছে ভেবে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন বেয়ারস্টো। এই সুযোগে আন্ডারআর্ম থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ানরা আবেদন জানালে বেয়ারস্টোকে আউট দেন টিভি আম্পায়ার।

সেই আউট ম্যাচের ফল নির্ধারণে বড় প্রভাব ফেলে। বেন স্টোকসের ১৫৫ রানের দারুণ ইনিংসের পরও ৪৩ রানে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। যে সিরিজটি পরে ২-২ সমতায় শেষ হয়, আগের অ্যাশেজ জেতার কারণে ভস্মাধার ধরে রাখে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

বেয়ারস্টোর বিতর্কিত আউট লর্ডসের বিখ্যাত লং রুম থেকে শুরু করে দুই দলের ডাইনিং রুমেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। বেয়ারস্টোকে ওভাবে আউট করায় ইংল্যান্ডের অনেকেই অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের কড়া ভাষায় সমালোচনা করেন।

সমালোচকদের তালিকায় ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব পিয়ার্স মরগানও। ক্ষুব্ধ মরগান বলেছিলেন, ‘বেয়ারস্টোকে আউট করে অস্ট্রেলিয়া অলিখিতভাবে ক্রিকেটীয় চেতনা লঙ্ঘন করেছে।’ আর অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স স্বাভাবিকভাবেই তাঁর দলের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমার কাছে আউটটা যৌক্তিক।’

যুগে যুগে যেসব ঘটনা ইংল্যান্ডকে বেদনা দিয়েছে, সেগুলোই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে আনন্দের খোরাক জুগিয়েছে। ক্যারির উপস্থিত বুদ্ধিমত্তায় বেয়ারস্টোর স্টাম্পড আউটও সেটার ব্যতিক্রম নয়। চিত্রশিল্পী ব্রেনান তাঁর আঁকা ব্যঙ্গাত্মক ছবিটার মাধ্যমে বেয়ারস্টো-মরগান তথা ইংলিশদের খোঁচা দেওয়ার চেষ্টা করেছেন।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) সাংবাদিক জেমস গ্লেনডে ছবিটি এক্সে পোস্ট করে মরগানকে ট্যাগ করেছেন। সেটা নজরে আসার পর মরগান লিখেছেন, ‘কিছু অহংকারী অস্ট্রেলিয়ান তাদের শৌচাগারের দেয়ালে ছবিটা যেন টাঙাতে না পারে, তাই আমাকে এটা কিনতে হতে পারে।’

আরও পড়ুন

তবে ছবিটির মাধ্যমে অ্যাশেজে অস্ট্রেলিয়ার আধিপত্য তুলে ধরায় চিত্রশিল্পী ব্রেনানকে প্রশংসায় ভাসিয়েছেন দেশটির ক্রিকেট অনুসারীরা। একজন মরগানকে ট্যাগ করা সেই পোস্টে মন্তব্য করেন, ‘অস্ট্রেলিয়ার প্রতিটি আরএসএল (প্রতিরক্ষা বাহিনীর স্বাধীন সহায়তা সংস্থা), গণভবন, স্কুল থেকে রাজা চার্লসের ছবি সরিয়ে এই অসাধারণ শিল্পকর্মটি টাঙানো হোক।’

অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী জেমস ব্রেনান
ফেসবুক

আগামী মার্চে বাল্ড আর্চি অ্যাওয়ার্ডের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সেরা চিত্রশিল্পী ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (৭ লাখ ১৫ হাজার টাকা) অর্থ পুরস্কার পাবেন। ব্রেনান আগেও একবার এই পুরস্কার জিতেছিলেন।