নুরুলকে ‘যোগ্য’ অধিনায়ক বললেন সাকিব

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসানছবি: প্রথম আলো

নতুন টি-টোয়েন্টি অধিনায়ককে শুভকামনা জানিয়েছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে নুরুল ভালোই করবেন, এমনই আশা টেস্ট দলের অধিনায়কের। কাল রাতে চট্টগ্রামে ডিবিএল সিরামিক্সের এক অনুষ্ঠানে এ কথা বলেন সাকিব।

আরও পড়ুন
বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান
ছবি: প্রথম আলো

নুরুলকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেওয়া প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘আমি তো মনে করি, সে (নুরুল হাসান) যোগ্য। বিসিবিও মনে করেছে, সে ভবিষ‌্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে। এ জন‌্য তাকে অধিনায়কত্ব দিয়েছে। আমি তাকে শুভকামনা জানাচ্ছি। আশা করি, জিম্বাবুয়ে সিরিজ তার জন‌্য একটা ভালো চ‌্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটা সে উতরে যেতে পারবে।’

টি-টোয়েন্টির সঙ্গে টেস্ট ক্রিকেটও কদিন আগে অধিনায়কত্ব বদল এসেছে। মুমিনুল হক দায়িত্ব ছাড়ার পর থেকে সাকিবকে টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয়েছে। দীর্ঘ পরিসরের ক্রিকেটে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়েও স্বাভাবিকভাবে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সাকিবকে।

আরও পড়ুন

বাংলাদেশ দলের টেস্ট পারফরম্যান্সের গ্রাফ নিন্মগামী কেন, এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন, ‘টেস্টে আমাদের সময় লাগবে। ভালো করার জন‌্য সময় লাগবে। বাংলাদেশ দল এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাই আমাদের একটু সময় লাগবে।’

আরও পড়ুন