অনুশীলনে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ বল খেলেন বাবর আজম

বাবর আজমের নেটে ব্যাটিং অনুশীলনের প্রস্তুতিফাইল ছবি

২০২০ সালে পাকিস্তান সুপার লিগের টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। পরের বছর হয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়। আর গত বছর টানা দ্বিতীয়বারের মতো আইসিসির ওয়ানডে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পাশাপাশি হয়েছেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও।

সব মিলিয়ে কয়েক বছর ধরেই দারুণ ধারাবাহিক সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। পাকিস্তান অধিনায়কের ব্যাটিংয়ে এমন সাফল্যের রহস্য কী? বাবর জানান কঠোর অনুশীলনের কথা।

আরও পড়ুন
অনুশীলনে ব্যস্ত বাবর আজম
ছবি: এএফপি

‘পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি’—এটা যেন খুব ভালো করেই মানেন বাবর। একই সঙ্গে মানেন, যত বেশি অনুশীলন করা যাবে, হওয়া যাবে তত বেশি নিখুঁত। পাকিস্তান সুপার লিগের পডকাস্টে নিজের সাফল্যের রহস্য জানাতে গিয়ে এমন কিছুই বললেন বাবর। তাঁর সেই পরিশ্রম প্রতিদিন অনুশীলনে পাঁচ শতাধিক বল খেলা!

বাবর বিষয়টি নিয়ে বলেন, ‘আমি মনে করি, কঠোর অনুশীলন করলেই আপনি ম্যাচে ভালো খেলতে পারবেন। আমি প্রতিদিন অনুশীলনে ৫০০ থেকে ৬০০ বল খেলি।’ এত গেল স্বাভাবিক সময়ের কথা। যখনই একটু খারাপ সময় যায়, বাবরের পরিশ্রম আরও বেড়ে যায়, ‘ফর্মে না থাকলে আমি এর চেয়ে বেশি বল খেলি। আমি বিশ্বাস করি, মাঠে কেউ ভালো করতে চাইলে অনুশীলন খুব গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন
মাঠে বাবর আজমের সাফল্যের পেছনে রহস্য কী, জানিয়েছেন তিনি নিজেই
ছবি: এএফপি

সাফল্য পেলেও বাবরের ব্যাটিংয়ের সমালোচনা করেন অনেকেই। বিশেষ করে রঙিন পোশাকের ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট নিয়ে আছে সমালোচনা। এ বিষয়ে বাবর বলেন, ‘সমালোচনা সব সময়ই থাকবে, সেটা আপনি ভালো খেলুন বা ভালো না খেলুন। সবারই নিজস্ব মত আছে।’

বাবর এরপর যোগ করেন, ‘আমি মনে করি, আপনি যখন নিজের ব্যাটিংয়ে কোনো সমস্যা খুঁজে পান, সেটা ঠিক করতে কিছুটা সময় লাগবে। মানুষ চায়, আপনি দ্রুতই সমস্যা দূর করবেন। সেটা আসলে সম্ভব নয়।’

আরও পড়ুন