- বাংলাদেশের জয়
- হাসান মুরাদের ৪ উইকেট
- ফিরলেন হামফ্রিস
- জয়ের সুবাস নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ
- পঞ্চম উইকেট তুলে নিল বাংলাদেশ
- দারুণ এক ক্যাচ নিয়ে বাংলাদেশকে চতুর্থ উইকেট এনে দিলেন সাদমান
- টেক্টরকে ফেরালেন তাইজুল, ৩ উইকেট নেই আইরিশদের
- স্টার্লিংকে রানআউট করে দ্বিতীয় উইকেট বাংলাদেশের
- আইরিশদের প্রতিরোধ
- কারমাইকেল বোল্ড
- ৫৮৭ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের
- ৮ উইকেট নেই বাংলাদেশের, ৫ উইকেট পেলেন হামফ্রিস
- ৭ উইকেটে ৫৭৫ রান নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
- ১৭ রান করে আউট মিরাজ
- সবমিলিয়ে অষ্টম, এই বছরে তৃতীয়
- যেভাবে ফিরলেন লিটন
- লিটনের ফিফটি
- বাংলাদেশের ৫০০
- ১৬১ রানে এগিয়ে বাংলাদেশ
- ফিরলেন মুশফিক
- এবার নাজমুলের ফিফটি
- এক ওভার পর ফিরলেন মুমিনুলও
- মাহমুদুল আউট
- ১ উইকেটে ৩৩৮ রান তুলে দিন শেষ করল বাংলাদেশ
- মাহমুদুলের ক্যারিয়ার–সর্বোচ্চ ইনিংস
- দ্বিতীয় উইকেটে মাহমুদুল–মুমিনুলের ১০০ রানের জুটি
- মুমিনুলের ফিফটি
- মাহমুদুলের সেঞ্চুরি
- বাংলাদেশের আরও একটি সেশন
- ফিরলেন সাদমান
- সাদমান+ মাহমুদুল
- সেঞ্চুরির পথে দুই ওপেনার
- প্রথম সেশনটা বাংলাদেশের
- ফিফটি পেলেন মাহমুদুলও
- ৪৯ বলে সাদমানের ফিফটি
- দারুণ শুরু বাংলাদেশের
- আয়ারল্যান্ড ২৮৬
- আবার তাইজুল
- উইকেট নিয়ে দিন শেষ করল বাংলাদেশ, আয়ারল্যান্ড ২৭০/৮
- ম্যাকব্রাইনকে ফিরিয়ে সপ্তম উইকেট এনে দিলেন মিরাজ
- মুরাদের দ্বিতীয় শিকার টাকার
- টেস্টে প্রথম উইকেট হাসান মুরাদের
- আবার ক্যাচ মিস
- ফিরলেন কারমাইকেল
- অভিষেক টেস্টে ফিফটি
- রেকর্ড!
- এবার উইকেট পেলেন মিরাজ
- এবার আর নয়!
- লাঞ্চের আগে ১টি উইকেট বাংলাদেশের
- স্টার্লিংয়ের ফিফটি
- তিনটি ক্যাচ ছাড়ল বাংলাদেশ
- অন্য প্রান্ত থেকে নাহিদ রানা...
- চতুর্থ বলেই উইকেট হাসান মাহমুদের
- আয়ারল্যান্ড একাদশ
- বাংলাদেশ একাদশ
- টসে হার বাংলাদেশের
- অভিষেক হচ্ছে হাসান মুরাদের
- সিলেটে রৌদ্রজ্জ্বল আবহাওয়া
- স্বাগতম
ম্যাচসেরা মাহমুদুল হাসান
ডাবল সেঞ্চুরি করতে না পেরে হতাশ। তবে দিনশেষে ভালোই খেলেছি। সবমিলিয়ে খুশি।মাহমুদুল হাসান
নতুন কীর্তি
বাংলাদেশের জয়
আইরিশ লোয়ার অর্ডার ভালোই খেলেছে। ৮৫ রানে ৫ উইকেট হারানো দলটি দ্বিতীয় ইনিংসে তুলেছে ২৫৪ রান। ফিফটি করেছেন ম্যাকব্রাইন। বলবার্নি করেছেন ৩৮, নিল করেছেন ৩৬ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া ম্যাকার্থির ব্যাট থেকে এসেছে ২৫ রান।
যদিও ইনিংস ব্যবধানে হার এড়াতে ম্যাকব্রাইন–বলবার্নিদের লড়াই যথেষ্ট হয়নি। দলটি ইনিংস ও ৪৭ হারে হেরে গেছে। বাংলাদেশ দলের দুই বাঁহাতি স্পিনার মিলে নিয়েছেন ৭ উইকেট। হাসান মুরাদ নিয়েছেন ৪টি, তাইজুল ৩টি। ২টি উইকেট নিয়েছেন নাহিদ রানা। ম্যাচসেরা হয়েছেন মাহমুদুল হাসান।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৮ উইকেটে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা করেছিল। এর আগে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে করেছে ২৮৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড: ২৮৬ ও ২৫৪ (ম্যাকব্রাইন ৫২, স্টার্লিং ৪৩, বলবার্নি ৩৮; মুরাদ ৪/৬০, তাইজুল ৩/৮৪) বাংলাদেশ: ৫৮৭/৮ (ডিক্লেয়ার) ফল: বাংলাদেশ ইনিংস ও ৪৭ রানে জয়ী
হাসান মুরাদের ৪ উইকেট
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ৬৯ ওভারে ২৫২/৯
হাসান মুরাদের বলে বড় শট খেলতে চেয়েছিলেন নিল। সেই প্রচেষ্টায় ৩৬ রান করা নিল ক্যাচ দিয়েছেন সাদমানের হাতে। ইনিংস হার এড়াতে ৪৯ রান দরকার আয়ারল্যান্ডের।
যেভাবে আউট ম্যাকব্রাইন
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ৬১ ওভারে ২০৪/৮
ম্যাকব্রাইন সময় নিলেন না। লাঞ্চ থেকে ফিরেই নাহিদ রানার বাউন্সারে পুল খেলতে চাইলেন। কিন্তু টাইমিংটা ঠিকঠাক হলো না। তাতে বল চলে যায় শর্ট মিড উইকেটে থাকা ফিল্ডার হাসান মুরাদের হাতে। ৫২ রানে ফেরেন ম্যাকব্রাইন। দ্বিতীয় ইনিংসে এটি নাহিদ রানার দ্বিতীয় উইকেট।
আয়ারল্যান্ড এখনো পিছিয়ে ৯৭ রানে।
আয়ারল্যান্ড ৭ উইকেটে ১৯৮
৫ উইকেটে ৮৬ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড প্রথম সেশনে তুলেছে ১১২ রান। আজ সকালে দলটি হারিয়েছে হামফ্রিস ও বলবার্নির উইকেট। হামফ্রিসকে আউট করেছেন তাইজুল, বলবার্নিকে হাসান মুরাদ।
আয়ারল্যান্ডের দিনের প্রথম উইকেট হারায় ১১৬ রানে। তাইজুলের বলে সুইপ খেলতে গিয়ে ক্যাচ দেন হামফ্রিস। এরপর ৬৬ রানের জুটি গড়েন বলবার্নি ও ম্যাকব্রাইন। ৩৮ রান করে দলীয় ১৮২ রানে আউট হন বলবার্নি। তবে অন্য প্রান্তে ফিফটি (৫২*) করে অপরাজিত আছেন ম্যাকব্রাইন। আয়ারল্যান্ড এখনো পিছিয়ে ১০৩ রানে।
অবশেষে উইকেট
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ৫৪ ওভারে ১৮২/৭
বলবার্নি ও ম্যাকব্রাইনের ৬৬ রানের জুটি ভাঙলেন হাসান মুরাদ। বাঁহাতি এই স্পিনারের বলে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন ৩৮ রান করা বলবার্নি। এই ইনিংসে এটি হাসান মুরাদের তৃতীয় উইকেট।
আয়ারল্যান্ড এখনো পিছিয়ে ১১৯ রানে।
ফিরলেন হামফ্রিস
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ৩৪ ওভারে ১১৬/৬
চতুর্থ দিনের সকালে শুরুটা ভালোই করেছিল আয়ারল্যান্ড। তবে তাইজুলের বলে সুইপ খেলতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন হামফ্রিস। তিনি করেন ১৬ রান। বাংলাদেশের সিলেট টেস্ট জিততে লাগবে ৪ উইকেট। বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে নামাতে আইরিশদের করতে হবে এখনো ১৮৫ রান।
জয়ের সুবাস নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ
ইনিংস ব্যবধানে জয়ের সুবাস নিয়েই সিলেট টেস্টের তৃতীয় দিনটা শেষ করল বাংলাদেশ। আইরিশদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে আয়ারল্যান্ডের স্কোর ৮৬/৫। ইনিংস হার এড়াতে আরও ২১৫ রান করতে হবে আয়ারল্যান্ডকে।
আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসের অর্ধেক রানই পল স্টার্লিংয়ের। দারুণ খেলতে থাকা ওপেনার রানআউট হয়েছেন দলকে ৬১ রানে রেখে।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড: ২৮৬ ও ২৯ ওভারে ৮৬/৫ (স্টার্লিং ৪৩, টেক্টর ১৮; মুরাদ ২/৮)।
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪১ ওভারে ৫৮৭/৮ ডি. (মাহমুদুল ১৭১, নাজমুল ১০০, মুমিনুল ৮২, সাদমান ৮০, লিটন ৬০; হামফ্রিস ৫/১৭০, ম্যাকার্থি ২/৭২)।
* ইনিংস হার এড়াতে আরও ২১৫ রান দরকার আয়ারল্যান্ডের।
পঞ্চম উইকেট তুলে নিল বাংলাদেশ
ইনিংস ব্যবধানে জয়ের আরেকটু কাছে বাংলােদশ। লোরকান টাকারকে এলবিডব্লু করে বাংলাদেশকে পঞ্চম উইকেট এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। রিভিউ নিয়ে উইকেটটি পেয়েছে বাংলাদেশ।
৮৫ রানে ৫ উইকেট হারাল আয়ারল্যান্ড। ইনিংস হার এড়াতে আরও ২১৬ রান দরকার দলটির।
দারুণ এক ক্যাচ নিয়ে বাংলাদেশকে চতুর্থ উইকেট এনে দিলেন সাদমান
বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে ড্রাইভ করেছিলেন কার্টিস ক্যাম্ফার। এক্সট্রা কাভারে ডান পাশে লফিয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন সাদমান ইসলাম। ৮২ রানে চতুর্থ উইকেট খোয়াল আয়ারল্যান্ড। ১৯ রান করে ফিরলেন ক্যাম্ফার।
টেক্টরকে ফেরালেন তাইজুল, ৩ উইকেট নেই আইরিশদের
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৩ ওভারে ৭৪/৩
হ্যারি টেক্টরকে এলবিডব্লু করে বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দিয়েছেন তাইজুল ইসলাম। প্লাম্ব এলবিডব্লু হলেও কী ভেবে যেন রিভিউ নিলেন টেক্টর। তাতে শুধু রিভিউ নষ্টই করেছেন।
৬৮ রানে তৃতীয় উইকেট হারাল আয়ারল্যান্ড। টেক্টর ফিরেছেন ১৮ রান করে।
স্টার্লিংকে রানআউট করে দ্বিতীয় উইকেট বাংলাদেশের
তাইজুল ইসলামের বোলিংয়ে লিটন দাস স্টাম্পিংয়ের সুযোগ হারিয়েছিলেন, তবে ওই বলেই পল স্টার্লিংকে রানআউট করেছে বাংলাদেশ। বল চলে গিয়েছিল স্লিপ ফিল্ডার নাজমুল হোসেনের কাছে। সামনে এগিয়ে যাওয়া আইরিশ ওপেনার সময়মতো ফিরতে পারেননি ক্রিজে। নাজমুলের ছুঁড়ে দেওয়া বল ধরে এবার উইকেট ভাঙেন লিটন। স্টার্লিংয়ের ব্যাট অন দ্য লাইনে থাকায় টিভি আম্পায়ার আউট ঘোষণা করেন।
৬১ রানে দ্বিতীয় উইকেট খোয়াল আয়ারল্যান্ড। স্টার্লিং ফিরলেন ৪৩ রান করে।
আইরিশদের প্রতিরোধ
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ১২ ওভারে ৫১/১
দ্বিতীয় ইনিংসে দলীয় ৫০ রানে পার করেছে আয়ারল্যান্ড। উইকেটে আছেন টেক্টর(৭) ও স্টার্লিং (৩৮)।
কারমাইকেল বোল্ড
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ৪ ওভারে ১৯/১
ইনিংসের চতুর্থ ওভারে নাহিদ রানার ভেতরে ঢোকা বলে বোল্ড হয়েছেন কারমাইকেল। তিনি করেছেন ৫ রান।
৫৮৭ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের
৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পেল ৩০১ রানের। টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের এটি দ্বিতীয় বৃহত্তম লিড। ২০১৮ সালে মিরপুরে বাংলাদেশ সর্বোচ্চ ৩৯৭ রানের লিড পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৮৬।
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪১ ওভারে ৫৮৭/৮ ডি. (মাহমুদুল ১৭১, নাজমুল ১০০, মুমিনুল ৮২, সাদমান ৮০, লিটন ৬০; হামফ্রিস ৫/১৭০, ম্যাকার্থি ২/৭২)।
৮ উইকেট নেই বাংলাদেশের, ৫ উইকেট পেলেন হামফ্রিস
আইরিশ বাঁহাতি ম্যাথু হামফ্রিসকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়েছেন হাসান মুরাদ। ২৬ বলে ১৬ রান করে ফিরলেন মুরাদ, ৫৮২ রানে অষ্টম উইকেট হারাল বাংলাদেশ। আর হামফ্রিস ৪ টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট পেয়ে গেলেন।
৭ উইকেটে ৫৭৫ রান নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
সিলেট টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের স্কোর ৫৭৫/৭। এই সেশনে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলেছে বাংলাদেশ।
সেশনের শুরুতে অপরাজিত দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন ও লিটন দাস বিচ্ছিন্ন হয়েছেন ৯৮ রানের জুটি গড়ে। ৬৬ বলে ৬০ রান করে ফিরেছেন লিটন। তবে নাজমুল ফিরেছেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেওয়ার পর ঠিক ১০০ রানেই। নাজমুলের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজও।
ব্যাটিংয়ে আছেন দুই হাসান, হাসান মুরাদ ও হাসান মাহমুদ।
১৭ রান করে আউট মিরাজ
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৩৪ ওভারে ৫৬২/৭
আরও একটি উইকেট পেলেন হামফ্রিস। বাঁহাতি এই স্পিনারের হাওয়ায় ভাসানো বলে বড় শট খেলতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দিয়েছেন মিরাজ। হামফ্রিসের এটি চতুর্থ উইকেট।
উইকেটে এসেছেন হাসান মাহমুদ। সঙ্গী হাসান মুরাদ।
সবমিলিয়ে অষ্টম, এই বছরে তৃতীয়
বাংলাদেশ প্রথম ইনিংস: ১২৯ ওভারে ৫৪৫/৬
চলতি বছরে তৃতীয় টেস্ট সেঞ্চুরি করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল। সবমিলিয়ে টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর অষ্টম সেঞ্চুরি।
সেঞ্চুরি করার এক বল পরই এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন নাজমুল। ম্যাকব্রাইনের বলে ফিরেছেন ঠিক ১০০ রান করে।
টেস্টে এটি ম্যাকব্রাইনের ২৬তম উইকেট। টেস্টে আয়ারল্যান্ডের হয়ে যা সর্বোচ্চ।
যেভাবে ফিরলেন লিটন
বাংলাদেশ প্রথম ইনিংস: ১২৪ ওভারে ৫২৪/৫
৬০ রান করে ফিরেছেন লিটন। স্পিনার হামফ্রিসের বলে লং অনে ক্যাচ তোলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। বেশ খানিকটা দৌড়ে দারুণ ক্যাচ নেন টেক্টর। উইকেটে এসেছেন মেহেদী হাসান মিরাজ।
লিটনের ফিফটি
টেস্ট ক্যারিয়ারে ১৯তম ফিফটি পেয়েছেন লিটন দাস। ৫৩ বলে ফিফটি করেছেন লিটন। খেলছেন অনেকটা ওয়ানডে মেজাজে।
বাংলাদেশের ৫০০
বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৯ ওভারে ৫০৯/৪
পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন ব্যাটিং অর্ডারের প্রথম চারজনই। এরমধ্যে ওপেনার মাহমুদুল করেছেন বড় সেঞ্চুরি, আউট হয়েছেন ১৭১ রান। টেস্টে বাংলাদেশের কোনো ওপেনারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এটি।
আরেক ওপেনার সাদমান করেছেন ৮০ রান। তিনে নামা মুমিনুল করেছেন ৮২। এখন অধিনায়ক নাজমুলও ৮০ এর ঘরে ব্যাটিং করছেন। সব মিলিয়ে বাংলাদেশের সংগ্রহটা ছাড়িয়েছে ৫০০ রান। বাংলাদেশের লিড এখন ২২৩।
১৬১ রানে এগিয়ে বাংলাদেশ
বাংলাদেশ প্রথম ইনিংস: ১১১ ওভারে ৪৪৭/৪
সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ উইকেট হারিয়েছে ৩টি। আউট হয়েছেন মাহমুদুল হাসান, মুমিনুল হক ও মুশফিকুর রহিম। এই সেশনে বাংলাদেশ রান তুলেছে ১১১। বাংলাদেশের রান এখন ৪ উইকেটে ৪৪৭। এগিয়ে ১৬১ রানে।
উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন ও লিটন দাস। নাজমুল এরইমধ্যে ফিফটি পেয়েছেন। লিটন ১৯ রানে অপরাজিত আছেন। তিনি উইকেটে এসেই ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করছেন।
আজ উইকেটে কিছুটা টার্নের দেখা মিলেছে। আইরিশদের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা তাই সহজ হবে না। সবমিলিয়ে সুবিধাজনক অবস্থানে আছে নাজমুলের দল।
ফিরলেন মুশফিক
বাংলাদেশ প্রথম ইনিংস: ১০৬ ওভারে ৪২৫/৪
হামফ্রিসের দারুণ ডেলিভারি!
মুশফিক খেলেছেন ভুল লাইনে। বাঁহাতি স্পিনার হামফ্রিসের বল টার্ন করে ব্যাটে লেগে চলে যায় গালিতে থাকা ফিল্ডার বলবার্নির হাতে। ২৩ রান করে ফিরেছেন মুশফিক।
এবার নাজমুলের ফিফটি
বাংলাদেশ প্রথম ইনিংস: ১০৩ ওভারে ৪১৩/৩
দুই ওপেনার মাহমুদুল ও সাদমানের পর পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছিলেন তিন নম্বরে নামা মুমিনুলও। এবার চার নম্বরে নামা নাজমুল হোসেনও পেয়েছেন ফিফটি। টেস্টে এটি তাঁর ষষ্ঠ ফিফটি।
এক ওভার পর ফিরলেন মুমিনুলও
বাংলাদেশ প্রথম ইনিংস: ৯১ ওভারে ৩৫৪/৩। ৬৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
মাহমুদুল আউট (৮৬.৩ ওভার) হওয়ার পর মাঝে একটি ওভার টিকেছেন আগের দিন অপরাজিত থাকা মুমিনুল হক। ম্যাকার্থির বলেই স্লিপে ক্যাচ দেন ১৩২ বলে ৮২ রান করা এই বাঁহাতি।
পাঁচে নেমেছেন মুশফিকুর রহিম।
নাজমুল ১০ ও মুশফিক ১ রানে অপরাজিত।
মাহমুদুল আউট
তৃতীয় দিনে আজ সকালের সেশনে দ্বিতীয় ওভারেই আউট মাহমুদুল হাসান। ম্যাকার্থির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন এই ওপেনার। ২৮৬ বলে ১৭১ রানের দারুণ এক ইনিংস খেলে থামলেন মাহমুদুল। ১৪টি চার ও ৪টি ছক্কা মেরেছেন।
চারে নেমেছেন নাজমুল হোসেন।
১ উইকেটে ৩৩৮ রান তুলে দিন শেষ করল বাংলাদেশ
সিলেটে দারুণ একটি দিন কাটাল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৩৩৮/১। ওপেনার মাহমুদুল হাসান ১৬৯ রানে ও মুমিনুল হক ৮০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। আরেক ওপেনার সাদমান ইসলাম আউট হয়েছেন ৮০ রানে। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ৫২ রানে এগিয়ে বাংলাদেশ।
৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড অলআউট হয় ২৮৬ রানে। আজ মাত্র ২ ওভারই টেকে দলটি।
এরপর মাহমুদুল হাসান ও সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে ১৬৮ রান ওঠে। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে ১৭০ রানের জুটি গড়েন মুমিনুল হক ও মাহমুদুল হাসান।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৯২.২ ওভারে ২৮৬ (স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১; মিরাজ ৩/৫০, হাসান ২/৪২, মুরাদ ২/৪৭, তাইজুল ২/৭৮)। বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩৩৮/১ (মাহমুদুল ১৬৯*, সাদমান ৮০, মুমিনুল ৮০*; হামফ্রিস ১/৭৮)। (২য় দিন শেষে)
মাহমুদুলের ক্যারিয়ার–সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৭ ওভারে ২৮৮/১
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটাকে সর্বোচ্চ ইনিংসে রূপান্তর করেছেন মাহমুদুল হাসান। বাংলাদেশ ওপেনারের টেস্টে আগের সর্বোচ্চ ছিল ১৩৭ রান। ২০২২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ইনিংসটি খেলেছিলেন মাহমুদুল। ইনিংসের ৭৭ ওভার শেষে মাহমুদুল অপরাজিত ছিলেন ১৩৮ রানে।
দ্বিতীয় উইকেটে মাহমুদুল–মুমিনুলের ১০০ রানের জুটি
১৬৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ওপেনার মাহমুদুল হাসান মুমিনুল হককে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০০ রানের বেশি যোগ করেছেন। মাহমুদুল সেঞ্চুরি ও মুমিনুল ফিফটি পেয়ে গেছেন।
মুমিনুলের ফিফটি
বাংলাদেশ ১ম ইনিংস: ৭০ ওভারে ২৬৫/১
টেস্ট ক্যারিয়ারে ৩৬তম বার ৫০ ছুঁলেন মুমিনুল হক। আগের ৩৫ বারের ১৩ বার সেঞ্চুরি পেয়েছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
৭০তম ওভারের দ্বিতীয় বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা মেরে ফিফটিতে পৌঁছান মুমিনুল।
মাহমুদুলের সেঞ্চুরি
বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৯ ওভারে ২১৩/১
তৃতীয় সেশনের দ্বিতীয় ওভারে (ইনিংসে ৫৬.২ ওভার) জর্ডান নিলের বলে গালি অঞ্চল দিয়ে চার মেরে টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল। ১০৫ রানে ব্যাট করছেন তিনি। অন্য প্রান্তে ২৫ রানে অপরাজিত মুমিনুল।
বাংলাদেশের আরও একটি সেশন
বাংলাদেশ ১ম ইনিংস: ৫৫ ওভারে ১৯৮/১
২৪ ওভারে বিনা উইকেটে ১০৯ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে বাংলাদেশ। এই সেশনে বাংলাদেশ তুলেছে আরও ৮৯ রান। হারিয়েছে ৮০ রান করা ওপেনার সাদমানের উইকেট।
বাঁহাতি স্পিনার হামফ্রেসের বলে ফিরেছেন সাদমান। এরপর মুমিনুলের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৩০ রান তুলেছেন মাহমুদুল। তিনি অপরাজিত আছেন ৯৪ রানে।
ফিরলেন সাদমান
বাংলাদেশ ১ম ইনিংস: ৪২ ওভারে ১৬৯/১
সেঞ্চুরি মিস করলেন সাদমান। ফিরলেন ৮০ রান করে। বাঁহাতি স্পিনার হামফ্রেসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সাদমান। ফিল্ড আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সাদমানকে ফেরায় আয়ারল্যান্ড। উইকেটে এসেছেন মুমিনুল হক।
সাদমান+ মাহমুদুল
সেঞ্চুরির পথে দুই ওপেনার
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৭ ওভারে ১৫৪/০
দ্বিতীয় সেশনেও সাবলীল ক্রিকেট খেলছেন মাহমুদুল ও সাদমান। দুজনেই এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। মাহমুদুল অপরাজিত ৭৬ রানে, সাদমান ৭৫।
প্রথম সেশনটা বাংলাদেশের
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪ ওভারে ১০৯/০
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বল হাতে দ্রুত ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাতে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড গুটিয়ে যায় ২৮৬ রানে।
এরপর বাংলাদেশ ব্যাট হাতে বিনা উইকেটে ১০৯ রান করে লাঞ্চ বিরতিতে গেছে। ৫০ রানে অপরাজিত আছেন ওপেনার মাহমুদুল ও ৫৮ রানে অপরাজিত সাদমান। দুজনেই খেলছেন সাবলীলভাবে। আইরিশ বোলাররা ওই অর্থে কোনো সুযোগও তৈরি করতে পারেননি।
ফিফটি পেলেন মাহমুদুলও
বাংলাদেশ ১ম ইনিংস: ২২ ওভারে ১০৮/০
সাদমানের পর ফিফটি করলেন মাহমুদুলও। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দল থেকে বাদ পড়েছিলেন এই ওপেনার। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ফেরেন। ফেরাটা মাহমুদুল রাঙালেন ফিফটি করে। টেস্ট ক্রিকেটে এটি তাঁর পঞ্চম ফিফটি।
৪৯ বলে সাদমানের ফিফটি
বাংলাদেশ ১ম ইনিংস: ১৯ ওভারে ৮৮/০
ওয়ানডে মেজাজে ফিফটি করলেন বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম। ৪৯ বলে টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। ৩৭ রানে ব্যাটিং করছেন মাহমুদুল।
দারুণ শুরু বাংলাদেশের
বাংলাদেশ ১ম ইনিংস: ১৩ ওভারে ৫৮/০
সিলেট টেস্টের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করছেন বাংলাদেশ দলের দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান ইসলাম। গড়েছেন পঞ্চাশোর্ধ রানের অবিচ্ছিন্ন জুটি। মাহমুদুল ও সাদমান দুজনেই ব্যাটিং করছেন ২৯ রানে।
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৯২.২ ওভারে ২৮৬ (স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, নিল ৩০, ম্যাকার্থি ৩১; মিরাজ ৩/৫০, মুরাদ ২/৪৭, হাসান মাহমুদ ২/৪২, তাইজুল ২/৭৮, রানা ১/৬৫)।
আয়ারল্যান্ড ২৮৬
দ্বিতীয় দিনে মাত্র ১৪ বলে টিকতে পারল আয়ারল্যান্ড। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড গুটিয়ে গেছে ২৮৬ রানে। তাইজুলের পর উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। শেষ ব্যাটসম্যান হিসেবে ৩১ রানে আউট হয়েছেন ম্যাকার্থি।
৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, পেসার হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।
আবার তাইজুল
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৯২ ওভারে ২৮৬/৯
কাল দিনের শেষ বলে উইকেট পেয়েছিলেন তাইজুল। আজকের দিনে নিজের দ্বিতীয় বলেই আরও একটি উইকেট পেলেন এই বাঁহাতি স্পিনার। আউট করেছেন ম্যাথু হামফ্রেসকে।
উইকেট নিয়ে দিন শেষ করল বাংলাদেশ, আয়ারল্যান্ড ২৭০/৮
মনে হচ্ছিল ৭ উইকেট হারিয়েই দিন শেষ করতে যাচ্ছে আয়ারল্যান্ড। আর তাইজুল ইসলাম থাকছেন উইকেশূন্য। কিন্তু দিনের শেষ বলে জর্ডান নিলকে এলবিডব্লু করে বাংলাদেশকে অষ্টম উইকেট এনে দিয়ে উইকেটশিকারে নাম লিখিয়েছেন তাইজুল।
আইরিশরা রিভিউ নিয়ে শুধু দিনের খেলা শেষ করাটাকে একটু বিলম্বিতই করতে পেরেছে। টিভি আম্পায়ার আউট নিশ্চিত করতেই বেল ফেলে দিয়েছেন আম্পায়ার। আয়ারল্যান্ড দিন শেষ করেছে ৮ উইকেটে ২৭০ রান তুলে।
দিনের প্রথম ওভারেই উইকেট তুলে নেওয়া বাংলাদেশ আইরিশদের প্রথম দিনে অলআউট করতে পারেনি ফিল্ডিং ব্যর্থতায়। চারটি ক্যাচ মিস করেছেন তাঁরা, যার প্রথম তিনি প্রথম ৬ ওভারের মধ্যেই। আর তাতেই দ্বিতীয় উইকেটে পল স্টার্লিং ও কেইড কারমাইকেল ৯৮ রান যোগ করতে পারেন। এরপর অবশ্য নিয়মিতই উইকেট হারিয়েছে আইরিশরা।
৩ উইকেট নিয়ে দিনে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৯০ ওভারে ২৭০/৮ (স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, নিল ৩০, ম্যাকার্থি ২১*; মিরাজ ৩/৫০, মুরাদ ২/৪৭, হাসান মাহমুদ ১/৩২, রানা ১/৬৫, তাইজুল ১/৭২)। (প্রথম দিন শেষে)
ম্যাকব্রাইনকে ফিরিয়ে সপ্তম উইকেট এনে দিলেন মিরাজ
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৭৩ ওভারে ২২২/৭
অ্যান্ডি ম্যাকব্রাইনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে বাংলাদেশকে সপ্তম উইকেট এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সামনে এগিয়ে মারতে গিয়েছেন ম্যাকব্রাইন। বল ধরেই চোখের পলকে স্টাম্প ভেঙে দিয়েছেন উইকেটকিপার লিটন দাস। ৫ রানে ফিরলেন ম্যাকব্রাইন, ২২২ রানে সপ্তম উইকেট হারাল আইরিশরা।
মুরাদের দ্বিতীয় শিকার টাকার
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৬৮ ওভারে ২১৮/৬
লোরকান টাকারকে স্টাম্পিং করে বাংলাদেশকে ষষ্ঠ উইকেট এনে দিলেন হাসান মুরাদ। ২১৮ রানে ৬ উইকেট খোয়াল আইরিশরা। নিজের দুই ওভার আগেই কার্টিস ক্যাম্ফারকে ফিরিয়ে প্রথম উইকেট পেয়েছিলেন অভিষিক্ত এই বাঁহাতি স্পিনার।
টেস্টে প্রথম উইকেট হাসান মুরাদের
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৬৪ ওভারে ২০৩/৫
তাইজুল ইসলামের করা ৬৩তম ওভারের শেষ বলে ছক্কা মেরে আয়ারল্যান্ডকে ২০০ এনে দিয়েছিলেন কার্টিস ক্যাম্ফার। পরের ওভারের তৃতীয় বলে সেই ক্যাম্ফারকেই স্লিপে ক্যাচ বানিয়ে বাংলাদেশকে পঞ্চম উইকেট এনে দেন হাসান মুরাদের। এই ম্যাচেই টেস্ট অভিষিক্ত বাঁহাতি স্পিনারের এটিই প্রথম উইকেট। অধিনায়ক নাজমুল হোসেন নিয়েছেন ক্যাচটি।
৯৪ বলে ৪৪ রান করে ফিরলেন ক্যাম্ফার। ২০৩ রানে পঞ্চম উইকেট হারাল আইরিশরা। উইকেটে এসেছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।
দ্বিতীয় সেশনে বাংলাদেশ পেল ৩ উইকেট
আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ৫৬ ওভারে ১৮৪/৪
লাঞ্চের পর শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় সেশনের প্রথম দুই ওভারেই উইকেট পেয়েছিল দুটি। এই সেশনে আরও ২৮ ওভারের খেলা হয়েছে এবং এ সময় আর একটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। চা বিরতিতে যাওয়ার আগে এই সেশনে ৩০ ওভারে বাংলাদেশ খরচ করেছে ৯০ রান, উইকেট নিয়েছে ৩টি। হাসান মুরাদের বলে নাজমুল টাকারের ক্যাচ না ছাড়লে আরও একটি উইকেট বেশি পেত বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে আউট হয়েছেন ফিফটি করা দুই ব্যাটসম্যান স্টার্লিং ও কারমাইকেল। এ ছাড়া ফিরেছেন ১ রান করা টেক্টর। ৩৫ রান নিয়ে অপরাজিত কার্টিস ক্যাম্ফার, টাকার অপরাজিত ২২ রানে।
আবার ক্যাচ মিস
আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ৫০ ওভারে ১৭১/৪
হাসান মুরাদের বলে ক্যাচ ছাড়লেন নাজমুল হোসেন। ১১ রানে জীবন পেলেন টাকার। প্রথম সেশনে একাধিক ক্যাচ ছেড়েছিল বাংলাদেশ।
ফিরলেন কারমাইকেল
আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ৪৫.৪ ওভারে ১৫৭/৪
মিরাজের বলে রিভার্স সুইপ খেলতে চেয়েছিলেন কারমাইকেল। ব্যাটে লাগাতে পারেননি। বলটি তাঁর হাত ছুঁয়ে উইকেটের পেছনে চলে যায়। স্লিপে দাঁড়ানো নাজমুল দারুণ একটি ক্যাচ নেন।
ফিল্ড আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন নাজমুল। এবারও তিনি তাতে সফল হন। আল্ট্রা এজে দেখা যায় বল হাতে লেগেছিল। অভিষেক ইনিংসে ৫৯ রান করে ফিরেছেন কারমাইকেল।
অভিষেক টেস্টে ফিফটি
আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ৩৮ ওভারে ১৩৩/৩
নিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ফিফটির দেখা পেলেন কারমাইকেল। ৫২ রানে অপরাজিত আছেন এই ব্যাটসম্যান।
রেকর্ড!
এবার উইকেট পেলেন মিরাজ
আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ২৮.৩ ওভারে ১০১/৩
হ্যারি টেক্টর উইকেটে টিকতে পারলেন না। আউট হলেন ১ রান করে। লাঞ্চের পর দ্বিতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন টেক্টর।
শুরুতে অবশ্য বেঁচে গিয়েছিলেন টেক্টর। তবে ফিল্ড আম্পায়ার আউট না দিলে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। নাজমুলের রিভিউ নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসে, ফেরেন টেক্টর।
এবার আর নয়!
আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ২৭ ওভারে ৯৭/২
আগে দুইবার জীবন পেয়েছেন স্টার্লিং। এবার আর পেলেন না। নাহিদ রানার বলে সাদমানের হাতে স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি। আউট হয়েছেন ৬০ রানে। তাতে ভাঙে ৯৬ রানের জুটি।
লাঞ্চের আগে ১টি উইকেট বাংলাদেশের
মধ্যাহৃভোজন বিরতির আগে ১ উইকেটে ৯৪ রান তুলেছে আয়ারল্যান্ড। পল স্টার্লিং ৫৮ এবং কারমাইকেল ৩০ রানে অপরাজিত।
সিলেট টেস্টে আজ প্রথম দিনে সকালের সেশনে টানা তিন ওভারে তিনটি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। দুটি ক্যাচ ছিল পল স্টার্লিংয়ের একটি কারমাইকেলের। এই ক্যাচ মিসের মাশুল বাকি সময় দিয়েছে বাংলাদেশ দল।
সকালের সেশনে পাঁচ বোলার ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। দিনের প্রথম ওভারে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বলবার্নিকে (০) ফেরানো পেসার হাসান মাহমুদ এ পর্যন্ত ৭ ওভার বোলিং করে ২৯ রান দেন।
নাহিদ রানা ৬ ওভারে ৩৩ রান দেন। বল বেশ তুলেছেন তিনি। তাঁর বলে ‘জীবন’ পান স্টার্লিং। তাইজুল ৯ ওভারে ২৫ রান দেন। অভিষিক্ত হাসান মুরাদ ৩ ওভারে দেন ৫ রান। মেহেদী হাসান মিরাজ ১ ওভারে ১ রান দেন।
আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ২৬ ওভারে ৯৪/১।
স্টার্লিংয়ের ফিফটি
আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ২২ ওভারে ৮১/১
স্বভাবসুলভ ব্যাটিংয়ে ৬১ বলে ফিফটি তুলে নিলেন পল স্টার্লিং। ৮টি চার মেরেছেন। হাসান মাহমুদের করা ২২তম ওভারের চতুর্থ বলে চার মেরে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি তুলে নিলেন এই আইরিশ তারকা। এ পর্যন্ত দুটি ‘জীবন’ পেয়েছেন।
কারমাইকেল ২৪ রানে অপরাজিত। অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি গড়েছেন দুজন।
পঞ্চাশ পেরিয়ে আয়ারল্যান্ড
আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ১৪ ওভারে ৬৩/১
আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি প্রথম ওভারে আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে জুটি গড়েছেন পল স্টার্লিং ও কেড কারমাইকেল। তাদের জুটি পঞ্চাশ পেরিয়ে গেছে। দুই ব্যাটসম্যানেরই ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা।
কারমাইকেল ২০ ও স্টার্লিং ৩৭ রানে অপরাজিত।
তিনটি ক্যাচ ছাড়ল বাংলাদেশ
আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ৬ ওভারে ২৩/১
নাহিদ রানার করা চতুর্থ ওভারের তৃতীয় বলে স্লিপে পল স্টার্লিংয়ের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম। ডাইভ দিতে হলেও রুটিন ক্যাচ ছিল। হাতে রাখতে পারেননি।
হাসান মাহমুদের করা পরের ওভারের চতুর্থ বলে পুল করেছিলেন টেস্ট অভিষিক্ত কারমাইকেল। স্কয়ার লেগে দাঁড়ানো তাইজুল ইসলাম ক্যাচটি নিতে পারেননি।
ষষ্ঠ ওভারেও ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। নাহিদ রানার করা এই ওভারের দ্বিতীয় বলে গালিতে পল স্টার্লিংয়ের ক্যাচ ছাড়েন মেহেদী হাসান মিরাজ। হাতে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান মিরাজ। তাইজুলও আগের ওভারে ক্যাচ ছাড়ার পর মাঠের বাইরে চলে যান। বদলি ফিল্ডার নেমেছেন।
টানা তিন ওভারে তিন ক্যাচ মিস!
অন্য প্রান্ত থেকে নাহিদ রানা...
আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ২ ওভারে ৫/১।
অন্য প্রান্ত থেকে বোলিংয়ে আরেক পেসার নাহিদ রানা। বল বেশ তুলেছেন। কারমাইকেলের কাছে একটি চারও হজম করেছেন।
চতুর্থ বলেই উইকেট হাসান মাহমুদের
আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ১ ওভারে ০/১।
আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে চতুর্থ বলেই উইকেট নিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তাঁর ফুল লেংথ বলে এলবিডব্লু হয়ে ফিরলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি (০)। সকালের সেশনে প্রথম ওভারেই উইকেট হারাল আয়ারল্যান্ড। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বলবার্নি।
তিনে নেমেছেন কেড কারমাইকেল
উইকেট–মেডেন ওভার হাসান মাহমুদের।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রেস ও ক্রেগ ইয়াং।
বাংলাদেশ একাদশ
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও নাহিদ রানা।
টসে হার বাংলাদেশের
টস জিতেছে আয়ারল্যান্ড। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি।
অভিষেক হচ্ছে হাসান মুরাদের
বাঁহাতি স্পিনার হাসান মুরাদ এর আগে বাংলাদেশের হয়ে শুধু টি–টোয়েন্টি খেলেছেন। এবার তাঁর টেস্ট অভিষেক হচ্ছে। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি দীর্ঘদিন ধরেই পারফর্ম করছিলেন। ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৬৫ উইকেট নিয়েছেন হাসান। ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি।
হাসান মুরাদকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
সিলেটে রৌদ্রজ্জ্বল আবহাওয়া
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, সেখানে সকাল থেকেই আবহাওয়া রৌদ্রজ্জ্বল। হালকা শীতও পড়েছে। দুই ঘন্টারও বেশি সময় আগে দুই দল মাঠে এসে ওয়ার্ম আপ সেরে নিয়েছে।
স্বাগতম
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ।
এই ম্যাচে আম্পায়ার হিসেবে টেস্ট অভিষেক হচ্ছে গণিতের শিক্ষক স্যাম নাগাইস্কির। তাঁর বিষয়ে জানতে ক্লিক করতে পারেন নিচের লিংকে—
হাইস্কুলের গণিত শিক্ষক থেকে আম্পায়ার, স্যাম নাগাইস্কির টেস্ট অভিষেক সিলেটে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বাংলাদেশের জন্য টেস্টের ভেন্যু হিসেবে অস্বস্তিকর। কেন—তা জানতে পারেন নিচের লিংকে—