আগামী বছরের পর তাহলে এমবাপ্পেও থাকবেন না পিএসজিতে

পিএসজির সঙ্গে চুক্তি আরও এক বছর বাড়ানোর শর্ত ‘চালু’ করার ইচ্ছা নেই বলে খবর দিয়েছে ফ্রান্সের পত্রিকা লেকিপছবি: রয়টার্স

এমএনএম ত্রয়ীর কেউই তাহলে আর পিএসজিতে থাকবেন না! ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমগুলোর যা খবর, এমনটি মনে হওয়াই স্বাভাবিক।

লিওনেল মেসির প্যারিস ছাড়া বলতে গেলে নিশ্চিতই। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে নিয়ে ইউরোপের সংবাদমাধ্যমের আলোচনা এখন তাঁর সম্ভাব্য গন্তব্য নিয়ে। নেইমার নাকি তাঁর ঘনিষ্ঠজনদের কাছে বলেছেন, প্যারিসে আর থাকতে চান না। এবার ফ্রান্সের পত্রিকা লেকিপ খবর দিয়েছে, কিলিয়ান এমবাপ্পেও নাকি পিএসজিতে বেশি দিন থাকতে চান না

আরও পড়ুন
পিএসজিতে থাকছে না এমএনএম ত্রয়ী
ছবি: রয়টার্স

লেকিপের খবর অনুযায়ী এমবাপ্পে পিএসজিতে বেশি দিন থাকতে না চাওয়ার বিষয়টি মুখে বলেননি। তিনি এটা বুঝিয়ে দিয়েছেন অন্যভাবে। সেটা কীভাবে, তা বোঝার জন্য একটু পেছনে যেতে হবে, গত বছর যখন পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেছিলেন, সেই সময়টাতে।

এমবাপ্পে গত বছর পিএসজির সঙ্গে যখন নতুন চুক্তি করেছিলেন, জানা গিয়েছিল, আরও তিন বছর তিনি প্যারিসের ক্লাবটিতে থাকবেন। কিছুদিন পর অবশ্য জানা যায়, এমবাপ্পের ২০২৫ সাল পর্যন্ত পিএসজিতে থাকার বিষয় নির্ভর করছে একটা ‘যদি’–এর ওপর।

আরও পড়ুন
পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে
ছবি: রয়টার্স

সেই যদিটা লুকিয়ে ছিল একটা শর্তে। এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি ছিল মূলত দুই বছরের জন্য। সেখানে একটি শর্ত ছিল, এমবাপ্পে চাইলে চুক্তিটা আরও এক বছরের জন্য বাড়াতে পারবেন। তবে সেই শর্ত এমবাপ্পেকে ‘চালু’ করতে হবে এ বছরের জুলাইয়ের মধ্যে। এই সময়ের পর এই শর্ত আর বহাল থাকবে না।

লেকিপের খবর বলছে, পিএসজির সঙ্গে চুক্তি এক বছর বাড়ানোর জন্য শর্তটি চালু করার কোনো ইচ্ছা এমবাপ্পের আপাতত নেই। তার মানে, ২০২৪–২৫ মৌসুমে পিএসজিতে আর খেলতে চান না এমবাপ্পে। শেষ পর্যন্ত যদি সেটাই হয়, তাহলে ২০২৩–২৪ মৌসুমের পরই এমএনএম ত্রয়ীর কেউই আর হয়তো থাকবেন না প্যারিসে!

আরও পড়ুন