কোন মাসে, কোন দিনে সবচেয়ে বেশি গোল করেছেন মেসি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিরয়টার্স

লিওনেল মেসি আর গোল—সমার্থক শব্দ বলাই যায়। ক্যারিয়ারে গোল তো আর কম করেননি আর্জেন্টাইন জীবন্ত কিংবদন্তি। বছরের কোন কোন দিন মেসি গোল করেছেন, তার চেয়ে বরং কোন কোন দিন তিনি গোল করেননি, সেটি বের করাই সহজ। গোল করা দিনের তুলনায় গোল না করা দিনের সংখ্যা যে নগণ্যই।

১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, এক বছরে দিন ৩৬৫টি। লিপ ইয়ারে সংখ্যাটা হয়ে যায় ৩৬৬। মেসি ম্যাচ খেলেছেন ২৯ ফেব্রুয়ারিতেও। তাই বছরের দিনের সংখ্যাটা ৩৬৬ ধরাই ভালো। এই ৩৬৬ দিনের মধ্যে ২৭৭ দিনই অন্তত ১টি গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। যে ৮৯ দিন মেসি গোল পাননি, তার মধ্যে আছে ১৮ মে দিনটিও। কাল (বাংলাদেশ সময় গতকাল ভোরে) সেই ‘অপূর্ণতা’ দূর করার সুযোগ ছিল মেসির। তবে মেজর লিগ সকারের সেই ম্যাচে অরলান্ডো সিটির বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছেন মেসি, তাঁর অন্য কোনো সতীর্থও গোল পাননি। মেসিরা ম্যাচটি হেরেছেন ০-৩ গোলে

৮৬০
আর্জেন্টিনা ও ক্লাবের হয়ে মেসির গোল।

এই ম্যাচটি ছিল মেসির ক্যারিয়ারের ১১০০তম ম্যাচ। এই ১১ শ ম্যাচে আর্জেন্টিনা ও ক্লাবের হয়ে মেসি গোল করেছেন ৮৬০টি।

বছরের ৮৯ দিনে কোনো গোল করতে পারেননি মেসি
এএফপি

মেসি বছরের ১২ মাসের মধ্যে একমাত্র ফেব্রুয়ারির প্রতিটি দিনই গোল করেছেন। ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করা মেসি এ মাসে মোট গোল করেছেন ৮৯টি। মাসওয়ারি গোলের হিসাবে মেসির ক্যারিয়ারে ফেব্রুয়ারি আছে চারে। সবচেয়ে বেশি গোল মেসি করেছেন মার্চে। এই মাসে ১০৫ ম্যাচ খেলে ১০৯টি গোল পেয়েছেন ২০০৪ সালে পেশাদার ক্যারিয়ারের প্রথম ম্যাচটি খেলা মেসি।

আরও পড়ুন

মেসি সবচেয়ে কম গোল করেছেন জুলাইয়ে। কেন, কারণটি তো বোধগম্যই। এ মাসে ক্লাব ক্যারিয়ারের বেশির ভাগ সময়েই ছুটি কাটিয়েছেন মেসি। মেসি সবচেয়ে কম ৩২টি ম্যাচ খেলেছেন জুলাইয়ে, গোল করেছেন ১১টি। এর ৪টি আর্জেন্টিনার হয়ে, ৩টি করে বার্সেলোনা ও ইন্টার মায়ামির পক্ষে, পিএসজির হয়ে ১টি।

দিনের হিসাবে মেসির সবচেয়ে গোলফসলা তারিখটি ১৯ সেপ্টেম্বর। এই দিনে ১০টি গোল আর্জেন্টাইন মহাতারকার। সব কটি গোলই বার্সার হয়ে করা। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি করে গোল ৬ জানুয়ারি ও ১৭ মার্চ। এই দুই দিনের সব গোলও বার্সায় থাকতে করেছেন।

কোন দিনে সবচেয়ে বেশি গোল

আরও পড়ুন