বার্নাব্যুতে ১৫ বছরে এই প্রথম যে কাজ করতে ব্যর্থ রিয়াল

পুরো ম্যাচে গোলে কোনো শট নিতে পারেননি করিম বেনজেমারাছবি: রয়টার্স

রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা ম্যাচ। এ ম্যাচের পরিসংখ্যান জানতে গিয়ে যদি শোনেন—একটি দলের বলের দখল ছিল ৬৫ শতাংশ, আরেকটি দলের ৩৫ শতাংশ; আপনার কী মনে হবে? বেশির ভাগ মানুষই হয়তো ভাববেন—৬৫ শতাংশ বল দখল বার্সেলোনার!

আরও পড়ুন

কিন্তু গতকাল কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এমনটা হয়নি। বার্সেলোনার বলের দখল ছিল মাত্র ৩৫ শতাংশ। পুরো ম্যাচে বলতে গেলে রিয়াল মাদ্রিদই ছড়ি ঘুরিয়েছে। কিন্তু একটা জিনিসই করতে পারেনি ইউরোপের সেরা ক্লাবটি। পুরো ম্যাচে গোলে কোনো শট নিতে পারেননি করিম বেনজেমা–ভিনিসিয়ুস জুনিয়রেরা।

গোল লক্ষ্য করে ১৩টি শট নিয়েছে রিয়াল। কিন্তু এর একটিও লক্ষ্যে থাকেনি
ছবি: রয়টার্স

গোল লক্ষ্য করে ১৩টি শট নিয়েছে রিয়াল। কিন্তু এর একটিও লক্ষ্যে থাকেনি। যে কারণে গোলের দেখাও পায়নি কার্লো আনচেলত্তির দল। গোলে কোন দল কতটি শট নিল—এই হিসাব যখন থেকে রাখা শুরু হয়েছে, এরপর বার্নাব্যুতে অফিশিয়াল কোনো ম্যাচে প্রতিপক্ষের গোলে রিয়ালের শট নিতে না পারার ঘটনা এটাই প্রথম। সময়ের হিসাবে যা ১৫ বছর। আর ম্যাচের হিসাবে ৩৩৮!

আরও পড়ুন

বার্সেলোনাও যে এ ম্যাচে খুব বেশি শট গোলে রাখতে পেরেছে, তা নয়। সব মিলিয়ে গোলের উদ্দেশে ৪টি শট নিতে পেরেছে জাভি হার্নান্দেজের দল। এর মধ্যে দুটিই শুধু লক্ষ্যে ছিল। তবে সেই দুই শটের একটি থেকেও গোল হয়নি।

বার্নাব্যুতে বার্সেলোনার ১–০ ব্যবধানে জেতা ম্যাচের গোলটি রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাওয়ের আত্মঘাতী।

আরও পড়ুন