ইউরোপের শীর্ষ ৫ দেশে বিশ্বকাপ সম্প্রচার না করার হুমকি ফিফার

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোএএফপি

ফুটবল বিশ্বকাপ হবে, আর সেটা ইউরোপের বড় দেশগুলোতে দেখা যাবে না, এমন ভাবা যায় নাকি! হোক না সেটা মেয়েদের বিশ্বকাপ।
ফিফা অবশ্য এ রকম হুমকিই দিয়েছে। ইউরোপের বড় দেশগুলোর সম্প্রচারপ্রতিষ্ঠানগুলো থেকে সম্প্রচারস্বত্বের যে অঙ্ক প্রস্তাব করা হয়েছে, সেটা এতই কম যে ওই দেশগুলোতে এই বছর হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপ সম্প্রচার করা না–ও হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আরও পড়ুন

এ বছর মেয়েদের বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ জুলাই। যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তবে এই বিশ্বকাপ ইউরোপে সম্প্রচার করা নিয়ে জটিলতা চলছে বেশ কিছুদিন ধরেই। গত বছর অক্টোবরেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সমালোচনা করে বলেছিলেন, মেয়েদের বিশ্বকাপ সম্প্রচারস্বত্বের যে অঙ্ক প্রস্তাব করা হয়েছে, সেটা ছেলেদের বিশ্বকাপের তুলনায় ১০০ ভাগের ১ ভাগ মাত্র!

মেয়েদের বিশ্বকাপের ট্রফি ট্যুর অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফিফা ইনস্টাগ্রাম


জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার এক সভায় গত সোমবার এ নিয়ে আবার ক্ষোভ প্রকাশ করেছেন ইনফান্তিনো, ‘সম্প্রচারপ্রতিষ্ঠানগুলো থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, বিশেষ করে ইউরোপের বড় পাঁচটি দেশ থেকে, সেটা এখনো খুবই হতাশাজনক।’

আরও পড়ুন


ইনফান্তিনো একটা ধারণা দিতে গিয়ে জানিয়েছেন, মেয়েদের এই বিশ্বকাপের সম্প্রচারস্বত্বের জন্য ১০ লাখ থেকে ১ কোটি ডলারের মধ্যে একটা অঙ্ক প্রস্তাব করা হয়েছে, যেখানে ছেলেদের বিশ্বকাপের সম্প্রচারস্বত্বের জন্য ১০ কোটি থেকে ২০ কোটির মতো খরচ করতে হয়। বার্তা সংস্থা এএফপি লিখেছে, বড় পাঁচটি দেশ বলতে ইনফান্তিনো ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনের কথা বুঝিয়েছেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
এএফপি


ইনফান্তিনো ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘এটা মেয়েদের বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ফুটবলারদের জন্য ও বিশ্বজুড়ে মেয়েদের মুখে চপেটাঘাত। পরিষ্কার করে বলতে চাই, ফিফা নারী বিশ্বকাপের ম্যাচগুলো কম মূল্যে বিক্রি না করা আমাদের নৈতিক ও আইনি বাধ্যবাধকতার মধ্যেই পড়ে।’
এরপরই হুমকিটা দিয়েছেন ইনফান্তিনো, ‘যদি প্রস্তাবগুলো এ রকম অন্যায্যই হতে থাকে, তাহলে আমরা ইউরোপের ওই “বিগ ফাইভ” দেশগুলোতে নারী বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার না করতে বাধ্য হব।’

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যে সময়ে বিশ্বকাপের ম্যাচগুলো হবে, সেটা ইউরোপের টেলিভিশনের জন্য ‘প্রাইম টাইম’ নয়। তবে ইনফান্তিনো মনে করেন, এটা কোনো কারণ হতে পারে না, ‘হয়তো ওরা মনে করছে যেহেতু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে খেলা হচ্ছে, ইউরোপের জন্য ওটা প্রাইম টাইম নয়, কিন্তু সকাল ৯টা  কিংবা ১০টার দিকে খেলা হবে, সুতরাং এটা খারাপ সময় নয়।’

উল্লেখ্য, এবারই প্রথম মেয়েদের বিশ্বকাপ ও ছেলেদের বিশ্বকাপের জন্য আলাদা করে সম্প্রচারস্বত্ব বিক্রি করতে যাচ্ছে ফিফা। সাবেক অস্ট্রেলিয়ান ফুটবলার এবং ফিফা ও এএফসির সাবেক নির্বাহী ময়া ডড মনে করেন, এটাই আসলে মেয়েদের জন্য কম সম্প্রচারস্বত্ব পাওয়ার বড় কারণ।

সাধারণত সম্প্রচারপ্রতিষ্ঠানগুলো একসঙ্গে দুটি বিশ্বকাপের জন্য টাকা দিয়ে অভ্যস্ত। ময়া ডডের কথা, ‘এখন যেহেতু ফিফা আলাদা করে সম্প্রচারস্বত্ব বিক্রি করার চেষ্টা করছে, স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানগুলো দুবার বড় অঙ্ক খরচ করতে চাইবে না। এই বাজারটা ছেলেদের বিশ্বকাপের জন্য বড় অঙ্ক খরচ করে অভ্যস্ত। মেয়েদেরও সমানভাবে দেখার কথাটা আসলে ফালতু কথা। একই সঙ্গে দেখুন, মেয়েদের বলা হচ্ছে, তারা ছেলেদের সমান প্রাইজমানি পাওয়ার উপযুক্ত নয়, কারণ তাদের দিয়ে যথেষ্ট আয় হয় না।’

আরও পড়ুন